নিলাঃ এই শোন;
শুভঃ হুম বলো;
নিলাঃ আব্বু আমার জন্য পাত্র দেখছে;
শুভঃ হুম, তারপর?
নিলাঃ পাত্র আমার পছন্দ হয়েছে।
শুভঃ জোস!
নিলাঃ তুমি কিছু বলবে না?
শুভঃ বললাম তো "জোস"!
নিলাঃ এই সিরিয়াস বিষয় নিয়ে মজা করো?
শুভঃ আরে আজব তো? কই মজা করলাম? এখন বলো এই পাত্র দিয়ে কি করবে?
নিলাঃ কি করব মানে?
শুভঃ না মানে, ভাই বানাবে নাকি বোন বানাবে?
নিলাঃ তুমি কি আমাকে বিয়ে করবে না?
শুভঃ আমি কিন্তু কখনো না বলিনি। তোমারই তো কিছুদিন পরপর নতুন নতুন পাত্র পছন্দ হয়। আমি তো অনেক আগেই তোমাকে পছন্দ করে বসে আছি!
মুচকি হাসি দিয়ে বাম হাতটা ধরে শুভর কাঁধে মাথা রাখলো নিলা।
শুভঃ এই একটু আদর পাবার জন্য এত ঢং কেন বাবা?
নিলাঃ চুপ থাকো।
হঠাৎ দমকা হওয়া বইলো। কিছু কাক লেকের উপর দিয়ে উড়ে গেলো। ভয় ভয় চোখ নিয়ে শুভ উপরের দিকে তাকালো। মাত্র একটা নারকেল এই রোমান্সকে ভর্তা করে দিতে পারে!!!
By: Zafor Iqbal
শুভঃ হুম বলো;
নিলাঃ আব্বু আমার জন্য পাত্র দেখছে;
শুভঃ হুম, তারপর?
নিলাঃ পাত্র আমার পছন্দ হয়েছে।
শুভঃ জোস!
নিলাঃ তুমি কিছু বলবে না?
শুভঃ বললাম তো "জোস"!
নিলাঃ এই সিরিয়াস বিষয় নিয়ে মজা করো?
শুভঃ আরে আজব তো? কই মজা করলাম? এখন বলো এই পাত্র দিয়ে কি করবে?
নিলাঃ কি করব মানে?
শুভঃ না মানে, ভাই বানাবে নাকি বোন বানাবে?
নিলাঃ তুমি কি আমাকে বিয়ে করবে না?
শুভঃ আমি কিন্তু কখনো না বলিনি। তোমারই তো কিছুদিন পরপর নতুন নতুন পাত্র পছন্দ হয়। আমি তো অনেক আগেই তোমাকে পছন্দ করে বসে আছি!
মুচকি হাসি দিয়ে বাম হাতটা ধরে শুভর কাঁধে মাথা রাখলো নিলা।
শুভঃ এই একটু আদর পাবার জন্য এত ঢং কেন বাবা?
নিলাঃ চুপ থাকো।
হঠাৎ দমকা হওয়া বইলো। কিছু কাক লেকের উপর দিয়ে উড়ে গেলো। ভয় ভয় চোখ নিয়ে শুভ উপরের দিকে তাকালো। মাত্র একটা নারকেল এই রোমান্সকে ভর্তা করে দিতে পারে!!!
By: Zafor Iqbal