সোমবার, ৩ এপ্রিল, ২০১৭

--*লজ্জা*--*


অধীর অপেখ্খা চেতনা লুপ্ত তবুও মন সিক্ত,,
সেই মানুষটি সূচনা হয়েছিল, পথের কোন এক বাঁকে,,
ছিলাম দাড়িয়ে কখন আসে কখন আসে।।
সেই ত এল, অথছ মন অগোছালো।।।
বুঝতেই পারিনি,, তবুও খুজেঁ খুজেঁ ফিরি আামি।
সে বলে ছিল,এই তুমি এখানে দারিয়ে??? হা আছি হাল ছাড়া পাল সাজিয়ে।।
কি অপলক দৃষ্টি,, লজ্জিত মম
মনে হয় ঔখান থেকে ছুটে চলে আসি।।
যাব যাব বলে, বায়না সাজিয়াছি
বুঝতে হবে, লজ্জায় কখন মৃতপ্রায় হয়েছি।।
সেই মানুষটি বলছে আর বলছে বার বার,, দারাওনা আর একটুবার।।
ওহ! খোদা এইবার ওড়নার সুতো আার থাকবেনা,,, লজ্জা যে ওড়নার সুতোঁয় ছিল তা তো জানতামনা???
দেরি তো দেরি, উহ! পেয়ে গেলাম তরী!!!
আটকে থাকা লাজুকতা এবার দেবে উল্লাশে পারি।।।