শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬

শুকতারা

শুকতারা
 
 
মন মানসীকে খুজে বেড়াই, যাকে বানাবো হৃদয়ের শুকতারা।
যাকে নিয়ে গড়ে তুলব এক রাজপ্রাসাদ, শূন্য জীবন যাকে ছাড়া।
হবি আমার শুকতারা?
উজাড় করে দিব আমার সব, চাইতে হবে না কিছু।
হবি আমার শুকতারা?
যেখানেই তুই হারিয়ে যাস না কেন, নেব আমি তোর পিছু।
হবি আমার শুকতারা?
সাজাবো তোকে সব অমুল্যে, রাখবো করে রাজকুমারী।
হবি আমার শুকতারা?
এনে দেবো পদ্ম পাতার শিশির, দেব প্রয়োজনে তেপান্তর পারি।
হবি আমার শুকতারা?
এনে দেবো সিন্ধু সেঁচে অঞ্জলি ভরে মুক্ত।
হবি আমার শুকতারা?
আগলে রাখব তোকে পৃথিবী থেকে, যেমনি রাখে শুক্ত।
হবি আমার শুকতারা?
ক্ষেতের আইলে হাঁটবো তোকে নিয়ে বর্ষা দিনে।
হবি আমার শুকতারা?
চুলে গেঁথে দেবো বকুল আর সকাল ঝরা শিউলি এনে।
হবি আমার শুকতারা?
আমি নেব তোর সবকিছু, শত বেদনায় তোর সঙ্গি হব।
হবি আমার শুকতারা?
যদি কোন দিন ঠেলে দিস দূরে, তবু তোকে ভালোবেসে যাব।

BY:
Md Burhan Uddin

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন