বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

How long shall i wait


How long shall I wait?
For what? For what?
For something--for something I don't understand.
I am waiting, waiting in the womb of mid-night
I am waiting, waiting in the midst of sorrow and sufferings
I am waiting, waiting in the wide, wide field.
How long shall I wait?
For what? For what?
For something--for something I don't know.
How long shall i wait in the midst of meaninglessness?
How long shall I wait in the procession of living corpse?
How long shall I wait?
How long -------how long?

নস্টালজিয়া

কতকাল বেঁচে আছি ফুরফুরে বাতাসে
ধুকে ধুঁকে –
শৈশব আজ মায়াবী কিশোরীর মতো
চটুল ইশারায় ডেকে যায়
যেন তার সাথে কিছু কথা ছিল বাকি ।
কথা তো হয় না কতকাল
তার সাথে, যেন এক অচেনা পথিক --
আলোহীন পথ হেঁটে ক্লান্ত রদ্দুরের ঘাম মুছে
আলগোছে দাঁড়িয়েছে ক্ষণিক।
মনে পড়ে শৈশবের সেই বিস্মৃত কাচা-পাকা পথ
দিগন্তের বুক ছুঁয়ে হঠাৎ উধাও ।
একলা তালগাছ পৌরাণিক কারুকার্য নিয়ে
উদ্ধত মেঘেদের সাথে লুকোচুরি খেলে ।
নিরব অভিমানে ভরা সেই কিশোরীর চোখ
প্রলম্বিত বেদনায় ক্রমে নীল হয়ে আসে ।
আরও দূরে ক্রমশ ঘনায়মান নীল অন্ধকারে
প্লাবিত জ্যোৎস্নায় মরা গাঙের আকাবাকা শীর্ণ শরীর
যেন কিছু নয় --
মাছেদের ঝাঁক দল বেঁধে কোথা যায় নিরুদ্দেশে
এমনিত হেঁটেছি পথ আমি ক্রমাগত
নিঃসীম-শূন্যতায় ।

মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬

বিষণ্ণতা

কোন কোন বিষণ্ণতার গল্প পৃথিবীর
কাউকেই বলা যায় না ... অদ্ভূত সেই
বিষণ্ণতা, বিচিত্র সেই মন খারাপ

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬

অনুভূতি

তোমার গায়ে লাগেনা ধুলো 
আমার দুমুঠো চাল চুলো
রাখো শরীরে হাত যদি 
আর জল মাখো দু হাতে 
প্লিজ ঘুম হয়ে যাও দু চোখে 
আমার মন খারাপের রাতে ||