বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

নস্টালজিয়া

কতকাল বেঁচে আছি ফুরফুরে বাতাসে
ধুকে ধুঁকে –
শৈশব আজ মায়াবী কিশোরীর মতো
চটুল ইশারায় ডেকে যায়
যেন তার সাথে কিছু কথা ছিল বাকি ।
কথা তো হয় না কতকাল
তার সাথে, যেন এক অচেনা পথিক --
আলোহীন পথ হেঁটে ক্লান্ত রদ্দুরের ঘাম মুছে
আলগোছে দাঁড়িয়েছে ক্ষণিক।
মনে পড়ে শৈশবের সেই বিস্মৃত কাচা-পাকা পথ
দিগন্তের বুক ছুঁয়ে হঠাৎ উধাও ।
একলা তালগাছ পৌরাণিক কারুকার্য নিয়ে
উদ্ধত মেঘেদের সাথে লুকোচুরি খেলে ।
নিরব অভিমানে ভরা সেই কিশোরীর চোখ
প্রলম্বিত বেদনায় ক্রমে নীল হয়ে আসে ।
আরও দূরে ক্রমশ ঘনায়মান নীল অন্ধকারে
প্লাবিত জ্যোৎস্নায় মরা গাঙের আকাবাকা শীর্ণ শরীর
যেন কিছু নয় --
মাছেদের ঝাঁক দল বেঁধে কোথা যায় নিরুদ্দেশে
এমনিত হেঁটেছি পথ আমি ক্রমাগত
নিঃসীম-শূন্যতায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন