বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭

মরীচিকার খোঁজে

কতটা পথ দেব পাড়ি? 
একাকী নিঝুৃম রাত্রিরে?
আবারও কর না আঘাত উঠিয়ে তরবারি
তেপান্তরের ধূ ধূ প্রান্তরে,
এভাবেই ছিলাম হয়ত একরাশ দুঃখ নিয়ে
প্রেমিক আমি প্রেমহীনা তোমায় ভালবাসা দিয়ে।
আজও হৃৎপিণ্ড তোমার নাম যপে
কেননা মনের মন্দির দিয়েছিলাম সপে।
তুমি নেই,মন আমার তাই বোঝে
কিন্তু হৃদয় বিহবল আজও মরীচিকার খোঁজে।

-Shuddha

বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১৭

অনুভুতির খাতা থেকে(05/01/2017)

একটা বুলেট এসে বিঁধে বুকে। এফোঁড়-ওফোঁড় করে যায় হৃৎপিণ্ড। গরম রক্তে ভিজে যায় শরীর। এক পলক তাকিয়ে দেখি তাজা ক্ষতের দিকে। তারপর ? সব একদম ঠিকঠাক।
প্রতিদিন, একই 'ঘটনা' ঘটে বার বার। দুঃস্বপ্নে নয়। ভরদুপুরে, কখনও সন্ধ্যেবেলা। কখনও রাত্রে রিক্সায় বাসায় ফেরার সময়। কোত্থেকে হুট করে এই দৃশ্য এসে চালু হয়ে যায় মাথার ভেতর। আবার মিলিয়ে যায়।
ভুগতে ভয় লাগে। অনেক ভুগেছি, আর পারবো না। 'কপালের লিখন খন্ডায় কে?' এই কপালে যদি আরও ভোগান্তি থাকে, তার আগে যেন আমার চ্যাপ্টারের সমাপ্তি হয়। এই ভাবনাটাও আসে সেই 'ঘটনার' ঠিক পরপরই।
(Collected)