বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭

মরীচিকার খোঁজে

কতটা পথ দেব পাড়ি? 
একাকী নিঝুৃম রাত্রিরে?
আবারও কর না আঘাত উঠিয়ে তরবারি
তেপান্তরের ধূ ধূ প্রান্তরে,
এভাবেই ছিলাম হয়ত একরাশ দুঃখ নিয়ে
প্রেমিক আমি প্রেমহীনা তোমায় ভালবাসা দিয়ে।
আজও হৃৎপিণ্ড তোমার নাম যপে
কেননা মনের মন্দির দিয়েছিলাম সপে।
তুমি নেই,মন আমার তাই বোঝে
কিন্তু হৃদয় বিহবল আজও মরীচিকার খোঁজে।

-Shuddha

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন