শনিবার, ১২ আগস্ট, ২০১৭

"স্বার্থপর"

আমি তুমি কেন্দ্রিকই ছিলেম।
অথচ তোমার কেন্দ্রে
আমি ছিলেম না কখনো।
তাই নিজের মাঝে কেন্দ্রিভূত হতেই
তুমি বললে "স্বার্থপর"
তোমার জন্য কাঁদলেই ভাবতে
চোখে ঠিক ধুলো পড়েছে।
অথচ এখন আমার চোখে
যখন ভরা চৈত্রমাস
তখন তুমি কাঁদো।
আমি কি করি বলো তো ?
কান্না যে আর আসে না আমার........
আমি তো চেয়েছিলুমই তুমি প্রেমিক হও,
আজ তো আমার আর প্রেমিকা
হওয়ার ক্ষমতা নেই।।
তুমি বন্ধু চেয়েছিলে,
আমি তো তোমার কথাতেই ঘষেমেজে
সব প্রেম ধুয়ে আপাদমস্তক বন্ধুই হয়ে গেলাম।
অথচ আমি পুরোদস্তুর বন্ধু হতেই
তোমার আজ প্রেমিকা চাই।
আমি কি করি বলো তো!!

বুধবার, ১৯ জুলাই, ২০১৭

Salary Negotiation এর ৫ টিপস

Salary Negotiation এর ৫ টিপসঃ ১। বর্তমানে একজন ক্যান্ডিডেট যে বেতন পান তার চেয়ে ৪০% বাড়িয়ে চাইতে পারেন, তবে ৩০% এর কমে কিছুতেই জব চেঞ্জ করা যাবে না। ধরুন, আপনার বেতন ১০ হাজার টাকা। আপনি ১৪ হাজার টাকা বেতন চাইতে পারেন। তবে ১৩ হাজারের নিচে জব ছাড়বেন না। ২। কখনো অস্বাভাবিক ভাবে বাড়িয়ে বেতন চাইবেন না। যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির বেতন কাঠামো জেনে যান। ৩। যে বেতন চাবেন সেখান থেকে বার বার নিজের বেতন চাহিদা কমাবেন না। আপনি যে ১০% বাড়িয়ে বলেছেন কেবল সেই ১০% ছাড় দিতে পারেন। কোম্পানিতে বেতন ছাড়াও আর কি কি সুযোগ সুবিধা দিচ্ছে ক্লিয়ারলি জেনে যান। ৪। “পারফর্মেন্স ভালো করলে বেতন বাড়বে”, সেক্ষেত্রে KPI জেনে নিন, ক্লিয়ার JD সংগ্রহ করুন। পারফর্মেন্স কতটুকু হলে বেতন কতটুকু বাড়বে? কি কি দিয়ে সেটা মাপা হবে? জেনে বুঝে নিন। ৫। ভবিষ্যতে কি দিবে তার চেয়ে বর্তমানে কি দিচ্ছে সেটা ক্লিয়ারলি জানুন। নিজের গ্রোথ জানুন। কোন ব্লাংক চেক রাখলে জিডি করিয়ে রাখুন, থানায় জানিয়ে রাখুন। Niaz Ahmed Resume Development Specialist CEO, Corporate Ask

শুক্রবার, ৩০ জুন, ২০১৭

অনুভুতির খাতা থেকে(30/06/2017)

খুব বই পড়ুয়া ছেলেটাও এক সময় বদলে যায়, বই ছেড়ে ফোন ধরে, রোজার রাত গুলো সেহরি অব্দি কেটে যায় কথা বলে বা চ্যাট করে ।
অনেক সাধারণ চুপচাপ মেয়েটাও কেমন যেন খিলখিল করে হাসতে শেখে, একা একাই হাসে, চারদেয়ালের ঘরেও বুনতে থাকে কল্পনার সংসার, বাচ্চা কাচ্চা ।
মাঠে চার ছক্কা পেটানো এলাকার দস্যি ছেলেটাকে পার্কের নিরব অংশে দেখে বন্ধুরা ফোঁড়ন কাটে ।
নিজের সাজগোজ কিংবা ড্রেসের দাম থেকে বাঁচিয়ে যে মেয়েটা দামি ব্রান্ডের পারফিউম কেনে অন্যের জন্য বান্ধবীরা তাকে 'দিওয়ানা' বলে গুতায় ।
সারামাস টিউশনি করে ব্যস্ত ছেলেটাও যখন শুক্রবারটা অন্যকে দিয়ে দেয় বাকিরা তো অবাক হবেই ।
বাড়ির সবাইকে চিল্লাচিল্লি তে মাতিয়ে রাখা মেয়েটাও যখন চুপচাপ ঘরে চ্যাটে 'লাভ ইমো' পাঠাতে ব্যস্ত থাকে তখন ধরে নেয়া যায়, সে 'রোগাক্রান্ত'
রোগটা প্রেমে পড়ার,
ক্যালকুলেশন করে রোগটার প্রেসক্রিপশন দিয়ে তা সারানো যায়না ।
বদলে যাওয়া ছেলেমেয়েগুলো আরেকবার বদলে যায়, যখন আঘাত পায় প্রিয়জনের কাছ থেকে ।
এই বদলটাই জীবনের মানে ।
সবাই সত্যি ভালবাসা বুঝবে না এটাই নিয়ম ।
বুকে হাজারো চ্যাটিং আর ফোনালাপ চাপা দিয়ে মেয়েটা অন্যের হয়ে যায় ।
বিছানার নিচে থাকা হারিয়ে যাওয়া মানুষটার ছবি পুড়ে ফেলে, ব্লকলিস্টে নাম্বার দিয়ে ছেলেটা অপেক্ষা করে নতুন কাউকে নিয়ে থিতু হবার জন্য ।
সবাই সব মোবাইল নাম্বারের গুরুত্ব বোঝেনা,
তাই একবার ফোন দিয়ে ব্যপারটা স্বাভাবিক করার চেষ্টাও করেনা ।
যে বোঝে সে বোঝে,
তাই কেউ হাজার নাম্বার নয়, একটাই মনে রাখে আজীবন । আর বাকিরা 'ফ্লেক্সি লোড' দেয়া লোকটার মত হাজার নাম্বার লিখে যায়, কাউকে মনে রাখেনা ।

সোমবার, ১২ জুন, ২০১৭

গুরুত্বপূর্ণ শব্দার্থ: (12th June)

গুরুত্বপূর্ণ শব্দার্থ: 
Neo JMB-নব্য জেএমবি। 
Cops-পুলিশের দল। 
cordon off-বেষ্টনী দ্বারা ঘেরাও বা পৃথক করা।
militant den-জঙ্গি আস্তানা।
law enforcers-আইনপ্রয়োগকারি সংস্থার সদস্যরা। 
detained people-আটককৃত ব্যক্তিরা। 
suspecting a militant den- জঙ্গি আস্তানা সন্দেহে। 
hand over-হস্তান্তর করা; সোপর্দ করা।

বিভিন্ন বিষয়ের জনক


বিভিন্ন বিষয়ের জনক–

১।গণিতশাস্ত্রের জনক-আর্কিমিডিস
২।সংখ্যাতত্ত্বের জনক-পিথাগোরাস
৩।জ্যামিতির জনক-ইউক্লিড
৪।ক্যালকুলাসের জনক-নিউটন
৫।ম্যাট্রিক্সের জনক-কেইলে
৬।ত্রিকোণমিতির জনক-হিপ্পারকাস
৭।পাই-এর জনক-উইলিয়াম জোন্স
৮।পাটিগণিতের জনক-আর্যভট্ট
৯।বীজগণিতের জনক-ডিওফেন্টাস,আল খারিজমি
১০।লগারিদমের জনক-জন নেপিয়াম
১১।গণনার জনক-চার্লস ব্যাবেজ
১২।গতিবিদ্যার জনক-গ্যালিলিও
১৩।ক্যালকুলেটরের জনক-উইলহেম লিবনিজ
১৪।আধুনিক কম্পিউটারের জনক-ভন নিউম্যান

সোমবার, ৩ এপ্রিল, ২০১৭

--*লজ্জা*--*


অধীর অপেখ্খা চেতনা লুপ্ত তবুও মন সিক্ত,,
সেই মানুষটি সূচনা হয়েছিল, পথের কোন এক বাঁকে,,
ছিলাম দাড়িয়ে কখন আসে কখন আসে।।
সেই ত এল, অথছ মন অগোছালো।।।
বুঝতেই পারিনি,, তবুও খুজেঁ খুজেঁ ফিরি আামি।
সে বলে ছিল,এই তুমি এখানে দারিয়ে??? হা আছি হাল ছাড়া পাল সাজিয়ে।।
কি অপলক দৃষ্টি,, লজ্জিত মম
মনে হয় ঔখান থেকে ছুটে চলে আসি।।
যাব যাব বলে, বায়না সাজিয়াছি
বুঝতে হবে, লজ্জায় কখন মৃতপ্রায় হয়েছি।।
সেই মানুষটি বলছে আর বলছে বার বার,, দারাওনা আর একটুবার।।
ওহ! খোদা এইবার ওড়নার সুতো আার থাকবেনা,,, লজ্জা যে ওড়নার সুতোঁয় ছিল তা তো জানতামনা???
দেরি তো দেরি, উহ! পেয়ে গেলাম তরী!!!
আটকে থাকা লাজুকতা এবার দেবে উল্লাশে পারি।।।