খুব বই পড়ুয়া ছেলেটাও এক সময় বদলে যায়, বই ছেড়ে ফোন ধরে, রোজার রাত গুলো সেহরি অব্দি কেটে যায় কথা বলে বা চ্যাট করে ।
অনেক সাধারণ চুপচাপ মেয়েটাও কেমন যেন খিলখিল করে হাসতে শেখে, একা একাই হাসে, চারদেয়ালের ঘরেও বুনতে থাকে কল্পনার সংসার, বাচ্চা কাচ্চা ।
মাঠে চার ছক্কা পেটানো এলাকার দস্যি ছেলেটাকে পার্কের নিরব অংশে দেখে বন্ধুরা ফোঁড়ন কাটে ।
নিজের সাজগোজ কিংবা ড্রেসের দাম থেকে বাঁচিয়ে যে মেয়েটা দামি ব্রান্ডের পারফিউম কেনে অন্যের জন্য বান্ধবীরা তাকে 'দিওয়ানা' বলে গুতায় ।
সারামাস টিউশনি করে ব্যস্ত ছেলেটাও যখন শুক্রবারটা অন্যকে দিয়ে দেয় বাকিরা তো অবাক হবেই ।
বাড়ির সবাইকে চিল্লাচিল্লি তে মাতিয়ে রাখা মেয়েটাও যখন চুপচাপ ঘরে চ্যাটে 'লাভ ইমো' পাঠাতে ব্যস্ত থাকে তখন ধরে নেয়া যায়, সে 'রোগাক্রান্ত'
অনেক সাধারণ চুপচাপ মেয়েটাও কেমন যেন খিলখিল করে হাসতে শেখে, একা একাই হাসে, চারদেয়ালের ঘরেও বুনতে থাকে কল্পনার সংসার, বাচ্চা কাচ্চা ।
মাঠে চার ছক্কা পেটানো এলাকার দস্যি ছেলেটাকে পার্কের নিরব অংশে দেখে বন্ধুরা ফোঁড়ন কাটে ।
নিজের সাজগোজ কিংবা ড্রেসের দাম থেকে বাঁচিয়ে যে মেয়েটা দামি ব্রান্ডের পারফিউম কেনে অন্যের জন্য বান্ধবীরা তাকে 'দিওয়ানা' বলে গুতায় ।
সারামাস টিউশনি করে ব্যস্ত ছেলেটাও যখন শুক্রবারটা অন্যকে দিয়ে দেয় বাকিরা তো অবাক হবেই ।
বাড়ির সবাইকে চিল্লাচিল্লি তে মাতিয়ে রাখা মেয়েটাও যখন চুপচাপ ঘরে চ্যাটে 'লাভ ইমো' পাঠাতে ব্যস্ত থাকে তখন ধরে নেয়া যায়, সে 'রোগাক্রান্ত'
রোগটা প্রেমে পড়ার,
ক্যালকুলেশন করে রোগটার প্রেসক্রিপশন দিয়ে তা সারানো যায়না ।
ক্যালকুলেশন করে রোগটার প্রেসক্রিপশন দিয়ে তা সারানো যায়না ।
বদলে যাওয়া ছেলেমেয়েগুলো আরেকবার বদলে যায়, যখন আঘাত পায় প্রিয়জনের কাছ থেকে ।
এই বদলটাই জীবনের মানে ।
সবাই সত্যি ভালবাসা বুঝবে না এটাই নিয়ম ।
বুকে হাজারো চ্যাটিং আর ফোনালাপ চাপা দিয়ে মেয়েটা অন্যের হয়ে যায় ।
বিছানার নিচে থাকা হারিয়ে যাওয়া মানুষটার ছবি পুড়ে ফেলে, ব্লকলিস্টে নাম্বার দিয়ে ছেলেটা অপেক্ষা করে নতুন কাউকে নিয়ে থিতু হবার জন্য ।
এই বদলটাই জীবনের মানে ।
সবাই সত্যি ভালবাসা বুঝবে না এটাই নিয়ম ।
বুকে হাজারো চ্যাটিং আর ফোনালাপ চাপা দিয়ে মেয়েটা অন্যের হয়ে যায় ।
বিছানার নিচে থাকা হারিয়ে যাওয়া মানুষটার ছবি পুড়ে ফেলে, ব্লকলিস্টে নাম্বার দিয়ে ছেলেটা অপেক্ষা করে নতুন কাউকে নিয়ে থিতু হবার জন্য ।
সবাই সব মোবাইল নাম্বারের গুরুত্ব বোঝেনা,
তাই একবার ফোন দিয়ে ব্যপারটা স্বাভাবিক করার চেষ্টাও করেনা ।
তাই একবার ফোন দিয়ে ব্যপারটা স্বাভাবিক করার চেষ্টাও করেনা ।
যে বোঝে সে বোঝে,
তাই কেউ হাজার নাম্বার নয়, একটাই মনে রাখে আজীবন । আর বাকিরা 'ফ্লেক্সি লোড' দেয়া লোকটার মত হাজার নাম্বার লিখে যায়, কাউকে মনে রাখেনা ।
তাই কেউ হাজার নাম্বার নয়, একটাই মনে রাখে আজীবন । আর বাকিরা 'ফ্লেক্সি লোড' দেয়া লোকটার মত হাজার নাম্বার লিখে যায়, কাউকে মনে রাখেনা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন