মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

ডেইলিস্টার‬ পত্রিকার ( ২৯/৯/১৫) কিছু vocabulary

চলুন দিনের শুরুতেই দেখে নেই ‪#‎ডেইলিস্টার‬ পত্রিকার ( ২৯/৯/১৫) কিছু vocabulary,,,
1. High court verdict- উচ্চ আদালতের রায়।
2. Scrapped acquittal of graft accused- দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের অব্যাহতি বাতিল।
3. Afresh- বার বার। 
4. Amassing- অর্জন করা / জমানো।
5. Aftermath- ফলাফল।
6. Stances of Saudi Arab- সৌদিআরবের মনোভাব।
7. Worrisome- ঝামেলাপূর্ণ।
8. Simmering hostility- তীব্র শত্রুতা / দা কুমড়া সম্পর্ক।
9. War of words- বাকযুদ্ধ।
10. Accolade- প্রশংসা।
11. Venom- বিষ।
12. Archenemies- প্রধান শত্রু।
13. Hustle and bustle of Dhaka city- ঢাকা শহরের কর্মব্যস্ততা।
14. Eyesore- চক্ষুশুল।
15. Militancy fear- জংগিবাদ আতংক।
16. Unstaffed- লোকবলের অভাব।
17. Message of reconciliation- পুর্নমিলনের বার্তা।
18. Accentuate - জোর সহকারে বলা।।।
Courtesy:

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

‎DailyStar‬Vocabulary ( 28/9/15)

আসুন আজকের ‪#‎DailyStar‬ ( 28/9/15) পত্রিকার কিছু vocabulary তে চোখ বুলানো যাক।।
1. Hoarse- কর্কশ
2. Incompetence- অযোগ্যতা 
3. Circumambulate- প্রদক্ষিণ করা
4. Stampede- পদদদলন
5. Manoeuvre- অবস্থানের পরিবর্তনন করা
6. Acrimony- তীব্র বিদেষ সহকারে আক্রমণ করা
7. A litany of rituals- একটি লম্বা আচার - অনুষঠান
8. Bereaved families- শোকসন্তপ্ত পরিবার
9. Unanimously adopted- সর্বসম্মতভাবে গৃহীত
10. Pivotal role- কেন্দ্রীয় ভূমিকা
11. Decaying animal leftovers- পচে যাওয়া পশুর অবশিষ্টাংশ
12. Daunting humanitarian problem- ভীতিকর মানবিক সমস্যা
13. Diaspora- প্রবাসী
14. Xenophobic- বিদেশী লোকজনের প্রতি আতংক ( এক রকম মানসিক রোগ)। 
Collection:

English Grammar by Wren n Martin

How to remove Shortcut Virus(শর্ট কাট ভাইরাস রিমুভ করবেন কিভাবে?)

যেসব ফোল্ডার এ শর্ট কাট আছে সেগুলো তে গিয়ে এই ফাইল টি রান করুন শর্ট কাট ভাইরাস রিমুভার

২০১৫ সালের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার নতুন সময়সূচি

২০১৫ সালের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার নতুন সময়সূচি | পড়ালেখা | কালের কণ্ঠ | kalerkantho  WebLink

নিম্নগামী শিক্ষা বাজেটে আক্রান্ত বাংলাদেশ।

ওয়ালরস্টাইন বলেছেন, পৃথিবী তিন ভাগে বিভক্ত। সবচেয়ে শক্তিশালী অংশ হচ্ছে ‘সেন্টার’, যা গঠিত হয় উন্নত রাষ্ট্রগুলো দিয়ে। সবচেয়ে দুর্বল অংশ হচ্ছে ‘পেরিফেরি’, যেখানে দরিদ্র দেশগুলো অবস্থান করে। আর মাঝখানের জায়গাটা হচ্ছে ‘সেমি–পেরিফেরি’, যার প্রায় সব কটি রাষ্ট্র ‘পেরিফেরি’ থেকে উঠে এসে অনিবার্যভাবে যত দ্রুত সম্ভব ‘সেন্টারের’ দিকে অগ্রসর হচ্ছে।
এখন দেখা যাক, যে উন্নত রাষ্ট্রটি ‘সেন্টারে’ যায়, তা কীভাবে যায় বা টিকে থাকে। ওয়ালরস্টাইন বলছেন, তার আসল জোরটা শিক্ষায়, গবেষণায়, আবিষ্কারে। তারা এসব ক্ষেত্রে প্রভূত বিনিয়োগ করে বাজারে একেবারে আনকোরা নতুন পণ্য ছেড়ে একচেটিয়া ব্যবসা করে। একচেটিয়া ব্যবসার থলথলে মুনাফা ছাড়া ‘কেন্দ্রে’ টিকে থাকা যায় না। ফলে, নতুন পণ্যটির উৎপাদন-কলাকৌশল যখন জানাজানি হয়ে যায়, তখন তাদের আরেকটি পণ্য আবিষ্কার করতে হয়। সে জন্য সেখানে শিক্ষায় বিপুল বিনিয়োগ একটি অনিবার্য ও নিরন্তর প্রক্রিয়া।
উল্টো দিকে কিছু রাষ্ট্র ‘পেরিফেরিতে’ পড়ে থাকে, কারণ তাদের অদক্ষ শ্রম ও সামান্য কিছু প্রাকৃতিক সম্পদ ছাড়া বলতে গেলে আর কিছুই নেই। তবু এখান থেকে কিছু রাষ্ট্র যে ‘সেমি–পেরিফেরিতে’ যেতে পারে, তার কারণ তাদের শ্রমদক্ষতার উন্নয়ন। শ্রমদক্ষতার পূর্বশর্ত যেহেতু শিক্ষা, তাই যারাই ‘সেমি-পেরিফেরিতে’ গেছে বা যেতে চাইছে, তারাই সাধ্যমতো বা কখনো সাধ্যের বাইরে গিয়ে শিক্ষায় বিনিয়োগ করছে। যেমন: মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, কিউবা ইত্যাদি। এমনকি সৌদি আরবের মতো দেশ প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও বাজেটের বৃহদংশ ব্যয় করে শিক্ষায়। এ তো গেল বাংলাদেশের চেয়ে যাদের জিডিপির আকার বড়, তাদের কথা। বাংলাদেশের চেয়ে দরিদ্র অনেক দেশও এ ব্যাপারে অনেক এগিয়ে গেছে। যেমন: উগান্ডা তার বাজেটের ১৬ শতাংশ, টোগো ১৭, বুরুন্ডি ২২, লেসেথো ২৪ ও তাঞ্জানিয়া ২৬ শতাংশ শিক্ষার জন্য ব্যয় করে। অথচ বাংলাদেশ, যা ২০২১ সালে ‘সেমি-পেরিফেরিতে’ ঢোকার আশা করে, ২০১৫-১৬ অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ করেছে তার বাজেটের মাত্র ১০ দশমিক ৭ শতাংশ, যা জিডিপির ২ শতাংশ।
বাংলাদেশ ২০২১ ও ২০৪১ সালে যথাক্রমে ‘সেমি–পেরিফেরি’ ও ‘সেন্টারে’ যাওয়ার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং শিক্ষা-বিনিয়োগও বাড়াচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে, তা জিডিপির আকার অনুযায়ী বাড়ছে না। ২০০৯-১০ অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল বাজেটের ১৪ দশমিক ৬৭ শতাংশ, সেখান থেকে পরের বছর কমে হলো ১৩ দশমিক ৬১, তারপর ক্রমান্বয়ে ১৩ দশমিক ১৩, ১২ দশমিক ৩২, ১১ দশমিক ৫৮, ১১ দশমিক ৭ এবং সর্বশেষ এ বছর তা কমে দাঁড়ায় ১০ দশমিক ৭ শতাংশে।
ফলে বলা যায়, অর্থনৈতিক অগ্রগতির তুলনায় শিক্ষায় বিনিয়োগ ক্রমাগত পিছিয়ে যাচ্ছে।
এখন কেউ প্রশ্ন করতে পারেন, তাতে কী এমন ক্ষতি হচ্ছে? শিক্ষার যেটুকু উন্নতি হচ্ছে, তাতেই তো নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। খাঁটি কথা। কিন্তু ভবিষ্যতে কি এই গতি ধরে রাখা যাবে? জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, যাবে না। তাঁদের মতে, সন্তোষজনক অগ্রগতি চাইলে, অর্থাৎ একটি দেশের জনশক্তিকে পুরোপুরি কাজে লাগাতে চাইলে তার জিডিপির ৬ শতাংশ বা বার্ষিক বাজেটের ২০ শতাংশ শিক্ষায় ব্যয় করা উচিত। এর কম হলেই যে অর্থনৈতিক উন্নয়ন হবে না তা নয়—বাংলাদেশ তার প্রমাণ—কিন্তু টেকসই উন্নয়ন চাইলে অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সমান্তরালভাবেই শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে।
(গোলাম ফারুক: ফলিত ভাষাতত্ত্ববিদ, গবেষক, অধ্যাপক।)
Collection : 

General Knowledge মনে রাখার সহজ উপায়:(লিখিত সংবিধান, আইনসভা, জাতিসংঘের সকল সংস্থার সদর দপ্তর )

মনে রাখার সহজ উপায়:
--------------- -----------
যেসব দেশে লিখিত সংবিধান নেই
সেগুলো মনে রাখার সহজ উপায়:
_______________ _______________
ESPN = England, Saudi Arabia, Spain and New Zealand
.
আইনসভা মনে রাখার টেকনিক:
_______________ _______________
পোল্যান্ড এর সীম, স্পেনের ক্রোটমাছ
(ক্রোটস),সুইডেনের ড্যাগে (রিকসড্যাগ) পাক করে, ফ্রান্সের চেম্বারে নিয়ে ডেনমার্কে ফ্যাকেটিং (ফোকেটিং) করে পাঠানোর আগে নরওয়েতে সরটিং (স্টরটিং) দিয়ে জার্মানীতে রেখে (রাইখস্ট্যাগ), রাশিয়ার ডুমা বা ইসরাইলের নেসেটে বসে খেলে, জাপানীদের ডায়েট ভাল
হয়।।।
[ব্র্যাকেটের ভিতরের শব্দগুলো বাদ দিয়ে পড়ুন।]
ব্যাখ্যা:
পোল্যান্ড=সীম,,,
স্পেন=ক্রোটস,,,
সুইডেন=রিকসড্যাগ,,,
ফ্রান্স=চেম্বার,,,
ডেনমার্ক=ফোকেটিং,,,
নরওয়ে=স্টরটিং,,,
জার্মানী=রাইখস্ ট্যাগ,,,,
ইসরাইল=নেসেট,,,
জাপান=ডায়েট,,,
.
জাতিসংঘের যে সকল সংস্থার প্রথমে W ও শেষে O আছে সেগুলোর সদর দপ্তর 'জেনেভা'।
যেমন-
* WTO => জেনেভা ।
* WHO => জেনেভা ।
* WMO => জেনেভা ।
* WIPO => জেনেভা ।
.
Extra::::::::
* ILO=> জেনেভা।
* FAO=> রোম।
* IMCO=> লন্ডন।
* IMO=> লন্ডন।
* ICAO=> মন্ট্রিল।
* UNESCO=> প্যারিস।
* NATO=> ব্রাসেলস।
* UNIDO=> ভিয়েনা।
.
** অর্থ ও টাকা সংক্রান্ত সকল সংস্থার সদর দপ্তর 'ওয়াশিংটন ডিসি'।
.
** খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর
'রোম'। (WFP, FAO)



Credit : Kamrul Hasan Shahi

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্যঃ -General Knowledge(September2015)

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্যঃ
-
১/ ২০১৫ সালে ব্রিটিশ আইনসভা
নির্বাচনে কত জন বাংলাদেশী
অংশগ্রহণ করে? = ১১জন।
-
২/ নতুন উপজেলা গঠনের জন্য
ন্যূনতম কতটি ইউনিয়ন থাকতে হবে
=
পৌরসভা থাকলে ৭টি এবং পৌরসভা
না
থাকলে ৮টি ইউনিয়ন।
-
৩/ বর্তমানে বাংলাদেশে
বিমানেঅভ্যন্তরীণ রুট কতটি = ৭টি।
-
৪/ নতুন উপজেলা গঠনের জন্য
আয়তন কত হতে হবে = ন্যূনতম
৩০০ বর্গকি.মি।
-
৫/ সেলফি স্টিক এর উদ্ভাবক কে=
হিরোশি উয়েদা, ১৯৮৩ সালে।
-
৬/ বিশ্বের ১ম পরিবেশবান্ধব নিট
পোশাক কারখানা হতে যাচ্ছে =
নারায়ণগঞ্জে।
-
৭/ ৮ এপ্রিল ২০১৫ প্রথম মুদ্রা
ব্যাংক চালু করে কোন দেশ = ভারত।
-
৮/ চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ
রচয়িতা = ভুসুকুপা (৮টি)।
-
৯/ বাংলাদেশের কবিদের কবি বলা
হয়
= নির্মলেন্দু গুণকে।
-
১০/ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন
বিভাগের
ছাত্র ছিলেন = আইন বিভাগের।

Credit: 

Word Meaning in a EasyWay

পড়ে দেখুন মজা পাবেন 
.
Season=কাল;
Cull=চয়ন করা
.
Queen - রাণী
Runny - ঢলঢলে / অধিক পাতলা
.
Smile - হাসি
Hussy - বেহায়া মেয়ে
.
Tent - তাবু
Tabbo - নিষিদ্ধ
.
Quilt - কাঁথা / লেপ
Leap - লাফ দেয়া
.
Green coconut - ডাব
Dub - উপাধি দেয়া
.
Tame - পোষ মানানো / পোষ
Posh - চটকদার চাটুকে
.
Wife - বউ
Bow - ছিন্ন করা
.
Fay - পরী
Pore - লোমকূপ
.
Call - চিত্কার / ডাক
Duck - হাঁস
.
Mind - মন
Moon - চাঁদ


Left - বাম পার্শ্ব
Bum - নিতম্ব / পাছা
.
Chest - বুক
Book - বই
.

Queen - রাণী
Runny - ঢলঢলে / অধিক পাতলা
.
Smile - হাসি
Hussy - বেহায়া মেয়ে
.
Tent - তাবু
Tabbo - নিষিদ্ধ
.
Quilt - কাঁথা / লেপ
Leap - লাফ দেয়া
.
Green coconut - ডাব
Dub - উপাধি দেয়া
.
Tame - পোষ মানানো / পোষ
Posh - চটকদার চাটুকে
.
Wife - বউ
Bow - ছিন্ন করা
.
Fay - পরী
Pore - লোমকূপ
.
Call - চিত্কার / ডাক
Duck - হাঁস
.
Mind - মন
Moon - চাঁদ
.
Left - বাম পার্শ্ব
Bum - নিতম্ব / পাছা
.
Chest - বুক
Book - বই
.
Brick - ইট
It - ইহা
.
Belly - পেট
Pet - পোষা
.
Night - রাত / নিশি
Nisi - যদি না
.
Blue - নীল
Nil - শূন্য
.
Mistake - ভুল
Vole - ইঁদুর
.
Saddle - জিন
Jean - ভারী
.
Dead Body - লাশ
Lash - কশাঘাত
.
Flower - ফুল
Full - ভর্তি
.
Sister=বোন;
Bone=হাড়
.
Tiger=বাঘ;
Bug=ছারপোকা
.
What=কি;
Key=চাবি
.
Cheek=গাল;
Gull=প্রতারনা করা
.
Colour=রং,
Wrong=ভুল
.
Leech=জোঁক;
Joke=রসিকতা
.
Village=গ্রাম;
Gram=ছোলা
.
Bridge=পুল;
Pull=টানা
.
• Sweet - মিষ্টি
• Misty - কুয়াশা
.
• Nail - নখ
• Nook - কোণ / কোণাকাঞ্চি
.
• Eye - চোখ
• Choke - শ্বাসরোধ করা
.
• Cheek - গাল
• Gal - মেয়ে / বালিকা [Bangla Academy (English-Bengali Dictionary)]
.
• Rope - রশি / দড়ি
• Dory - জাহাজের বাতি
.
• Branch - শাখা / ডাল
• Dull - অনুজ্জ্বল
.
• Right - ডান
• Dun - পিঙ্গল বর্ণ / মেটে বর্ণ
.
• Sense - হুঁশ
• Hush - চুপ করা.
.
• Song - গান
• Gun - বন্দুক
Credit:

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫

All Emergency Phone Numbers BD





                                                              ডাউনলোড লিংকঃ https://goo.gl/1Ilm8h

ONLINE PHOTO EDIT(BACKGROUND CHANGE)

Any kind of Edit: http://www.pizap.com/pizap
Background Change:  Here
you can add custom background By using Cut out tool from here. The video tutorial is given here
  1. go here
  2. click on Cut Out Tool
  3. then select photo or click or Watch video tutorial if necessary

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

National Forest Bangladesh(বাংলাদেশের জাতীয় উদ্যান )

বাংলাদেশের জাতীয় উদ্যান বাংলাদেশের জাতীয় উদ্যান বলতে বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ) (সংশোধন) আদেশ ১৯৭৪ -এর ২নং অনুচ্ছেদের 'জ' ধারা অনুযায়ী বোঝানো হয় মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্যবিশিষ্ট অপেক্ষাকৃত বৃহত্তর এলাকা, যার মুখ্য উদ্দেশ্য প্রাকৃতিকভাবে সুন্দর চিত্রানুগ দৃশ্য, উদ্ভিদকুল রক্ষা এবং সংরক্ষণ করা ও যেখানে বিনোদন, শিক্ষা এবং গবেষণার জন্য জনসাধারণের প্রবেশ অনুমতি দেওয়ার ব্যবস্থা থাকে। [১] বাংলাদেশের জাতীয় উদ্যানসমূহ বাংলাদেশের, রাষ্ট্রীয়ভাবে ঘোষিত জাতীয় উদ্যানটি হলো " ভাওয়াল জাতীয় উদ্যান " । বাংলাদেশে মোট ১৭টি উদ্যানকে "জাতীয় উদ্যান" ঘোষণা করা হয়েছে। সেগুলোর তালিকা: নাম জেলার নাম ০১। আলতাদীঘি জাতীয় উদ্যান নওগাঁ ০২। কাদিগড় জাতীয় উদ্যান ময়মনসিংহ ০৩। কাপ্তাই জাতীয় উদ্যান পার্বত্য চট্টগ্রাম ০৪। কুয়াকাটা জাতীয় উদ্যান পটুয়াখালী ০৫। খাদিমনগর জাতীয় উদ্যান সিলেট ০৬। নবাবগঞ্জ জাতীয় উদ্যান দিনাজপুর ০৭। নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান নোয়াখালী ০৮। বাড়ৈয়াঢালা জাতীয় উদ্যান চট্টগ্রাম ০৯। বীরগঞ্জ জাতীয় উদ্যান দিনাজপুর ১০। ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুর ১১। মধুপুর জাতীয় উদ্যান টাঙ্গাইল ,ময়মনসিং ১২। মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান কক্সবাজার ১৩। রামসাগর জাতীয় উদ্যান দিনাজপুর ১৪। লাউয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার ১৫। সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জ ১৬। সিংড়া জাতীয় উদ্যান দিনাজপুর ১৭। হিমছড়ি জাতীয় উদ্যান কক্সবাজার [২]
Credit: Faisal Parvez

Vocabulary(12.09.2015)

আজ শনিবার। অনেকেরই ছুটির দিন। চলুন দিনের শুরুতেই ডেইলি স্টার (সম্পাদকীয় পাতা সহ) পত্রিকার কিছু important vocabulary জেনে নেই -----
১. Hajj pilgrimage - হজের আনুষ্ঠানিকতা।
২. Laurels for brilliance in business- 
ব্যবসায় বুদ্ধিমত্তা প্রদর্শনের জন্য সম্মানিত করা।
৩. Awardee - পুরস্কৃত ব্যক্তি।
৪. Extolling the winners - বিজয়ীদের প্রশংসা করা।
৫. Resilience of local entrepreneurs - স্থানীয় উদ্যোক্তাদের প্রাণোচ্ছলতা।
৬. Baseless allegation - ভিত্তিহীন অভিযোগ আরোপ।
৭. Restoration of GSP - জিএসপি সুবিধা পুনরুদধার।
৮. Risk of collision - সংঘর্ষণ এর ঝুঁকি।
৯. Military adventurism - সেনাবাহিনীর রাজনৈতিক শঠকারিতা।
১০. Boosting SME sector - SME খাতকে শক্তিশালী করা।
১১. Forthcoming opportunity - আসন্ন সুযোগ।
১২. Fundamental prerequisite - প্রধান পূর্বশর্ত।
১৩. Business congenial environment - ব্যবসাবান্ধব পরিবেশ।
১৪. Triennial council - ত্রিবার্ষিক কাউন্সিল।
১৫. Fog engulfed city - কুয়াশাচছন্ন শহর।
১৬. Lower court verdict - নিম্ন আদালতের রায়।
১৭. Out of abject poverty - চরম দারিদ্রসীমা থেকে বের হয়ে আসা।
১৮. Bottlenecks - সীমাবদ্ধতা ( আমি এই word এর ব্যাপারে শিওর না)।
১৯. Instilling hope- ধীরে ধীরে আশাবাদী করে তোলা।
২০. Thrall of fatalism - ভাগ্যের দাসত্ব।
২১. A ripple going out of a pond - পুকুরের ঢেউ চারিদিকে ছড়িয়ে পড়া।
২২. A good example to emulate - অনুকরণীয় দৃস্টান্ত।
২৩. Volatile Arab world - পরিবর্তনশীল আরব বিশ।
২৪. Lebensraum -পর্যাপ্ত বাসযোগ্য জায়গা।
২৫. Aerial bombing - বিমান থেকে বোমা ফেলা।
২৬. Pay heed - নজর দেয়া।
২৭. Unsubstantiated claim -অপ্রমাণিত দাবি।
২৮. CIA sponsored coup- সি আই এ সমর্থিত বিদ্রোহ।
২৯. Precipitated - ত্বরান্বিত করা।
৩০. Growing resentment - বর্ধিত অসন্তোষ।
৩১. Different kettle of fish - অন্য ঘরানার মানুষ।
৩২. Grudge against VAT - ভ্যাট এর প্রতি বিদ্বেষ।
৩৩. Consecrated by blood - রক্তস্নাত পবিত্র।
৩৪. Revere and cherish - সম্মান ও লালন পালন করা।
৩৫. Ethos of pluralism - বহুত্বববাদী তত্ত।
৩৬. Vivisection of India - ভারতের চুলচেরা সমালোচনা।
৩৭. Awestruck - ভয় ও সম্মান মিশ্রিত অনূভুতি( শিওর না)।
৩৮. Flamboyant minister - লোকদেখানো মন্ত্রী।
৩৯. Minister without portfolio - দপ্তরহীন মন্ত্রী।
৪০. Bribery scandal - দুর্নীতির কলঙ্ক।
৪১. Barrage of criticism - অতিমাত্রায় সমালোচনা।
৪২. Paltry amount of money - অল্প পরিমাণ টাকা।
৪৩. Lustrous performance - উজ্জ্বল অবদান।
৪৪. Humanitarian assistance - মানবিক সাহায্য।
৪৫. Fragmented world - ভাগ হয়ে যাওয়া পৃথিবী।
....সবাই ভালো থাকবেন।

WordOfTheDay

\SWIM-ing-lee\
adverb
1. without difficulty; with great success; effortlessly: She passed the exam swimmingly.
Quotes
Thanks to this inspiration, he got on swimmingly for a time, but gradually the work lost its charm, and he forgot to compose, while he sat musing, pen in hand, or roamed about the gay city to get some new ideas and refresh his mind, which seemed to be in a somewhat unsettled state that winter.
-- Louisa May Alcott, Little Women, 1869
Origin
Swimmingly entered English in the early 1600s and is the adverbial form of swimmingmeaning "progressing smoothly."