বাংলাদেশের জাতীয় উদ্যান বাংলাদেশের জাতীয় উদ্যান বলতে বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ) (সংশোধন) আদেশ ১৯৭৪ -এর ২নং অনুচ্ছেদের 'জ' ধারা অনুযায়ী বোঝানো হয় মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্যবিশিষ্ট অপেক্ষাকৃত বৃহত্তর এলাকা, যার মুখ্য উদ্দেশ্য প্রাকৃতিকভাবে সুন্দর চিত্রানুগ দৃশ্য, উদ্ভিদকুল রক্ষা এবং সংরক্ষণ করা ও যেখানে বিনোদন, শিক্ষা এবং গবেষণার জন্য জনসাধারণের প্রবেশ অনুমতি দেওয়ার ব্যবস্থা থাকে। [১] বাংলাদেশের জাতীয় উদ্যানসমূহ বাংলাদেশের, রাষ্ট্রীয়ভাবে ঘোষিত জাতীয় উদ্যানটি হলো " ভাওয়াল জাতীয় উদ্যান " । বাংলাদেশে মোট ১৭টি উদ্যানকে "জাতীয় উদ্যান" ঘোষণা করা হয়েছে। সেগুলোর তালিকা: নাম জেলার নাম ০১। আলতাদীঘি জাতীয় উদ্যান নওগাঁ ০২। কাদিগড় জাতীয় উদ্যান ময়মনসিংহ ০৩। কাপ্তাই জাতীয় উদ্যান পার্বত্য চট্টগ্রাম ০৪। কুয়াকাটা জাতীয় উদ্যান পটুয়াখালী ০৫। খাদিমনগর জাতীয় উদ্যান সিলেট ০৬। নবাবগঞ্জ জাতীয় উদ্যান দিনাজপুর ০৭। নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান নোয়াখালী ০৮। বাড়ৈয়াঢালা জাতীয় উদ্যান চট্টগ্রাম ০৯। বীরগঞ্জ জাতীয় উদ্যান দিনাজপুর ১০। ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুর ১১। মধুপুর জাতীয় উদ্যান টাঙ্গাইল ,ময়মনসিং ১২। মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান কক্সবাজার ১৩। রামসাগর জাতীয় উদ্যান দিনাজপুর ১৪। লাউয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার ১৫। সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জ ১৬। সিংড়া জাতীয় উদ্যান দিনাজপুর ১৭। হিমছড়ি জাতীয় উদ্যান কক্সবাজার [২]
Credit: Faisal Parvez
Credit: Faisal Parvez
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন