মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

অনুভুতির খাতা থেকে (০৫ এপ্রিল ২০১৬)

জানো তো, সবই অবভ্যেসের ভুল...
নোঙরহীন হৃদয়ে অনুভূতির বন্দর খুঁজে ফেরা...
মাঝরাত্তিরের মানভাঙ্গানি মানচিত্রে ভুল করে তোমাকে এঁকে ফেলা...
সহস্র মিথ্যের ফেরে তোমার সত্যিগুলো আজও আঁকড়ে থাকি, পালিয়ে যাবার শেষ ছুঁতোয়...
বিশ্বাস কর, মুখোশ দেখে নয়......
.... মুখোশ দেখে নয়, তবে কি জানো, মুখোশটাকেই যে ভালোবেসে ফেলেছিলাম...!!!

কার্টেসিঃ 
Sakib Ahmed

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন