সোমবার, ২৮ মার্চ, ২০১৬

অনুভূতির খাতা থেকে(২৮/০৩/২০১৬)

হয়তো একদিন এসি'র বাতাসগুলি উষ্ম হয়ে যাবে,
লাল নীল জীবনের বয়ে যাওয়া সময়ের সাথে,
কালের গর্ভে হারিয়ে যাবে এই বর্নীল জীবন ।
আমি অবাক হয়ে তাকিয়ে দেখবো,
ফুল হতে ফুলে ছুটে যাওয়া ভ্রমরগুলিকে,
পাওয়া না পাওয়ার দৌদুল্যমান এই জীবনে
মিশে যাক কষ্টগুলি এই পথের সীমানাতে ।
গ্রীষ্মের তীব্র রোদের মাঝে ,আমি ভাবি
চিবুক বেয়ে নেমে আসা এই মুল্যহীন ঘামগুলি
পড়ে থাকুক শহরের কোন অলিতে গলিতে
ভাবতে ভাবতে আমি ক্লান্ত হয়ে পড়ি
তাই মাঝে মাঝে আমি চিৎকার করে উঠি -
"আর কত ?"
জীবনের গান কি আর গাইবে না ,
বারান্দার সানসেটে বাসা বেঁধে থাকা পাখিগুলি ?
তারাও কি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে
এই মহাকালের অনন্ত পথে ?
আমার ঘুম ভেঙ্গে যায়,
আমি সত্যি দিব্বি কেটে বলছি
আমার ঘুম ভেঙ্গে যায় ।
চিরচেনা বাড়ির পাশে মাথা উচু করে দাঁড়ানো
নতুন করে গড়ে উঠা ঘরগুলির কোলাহলে ।
কাঁচা ঘুম ভেঙ্গে যাওয়াতে
মাঝে মাঝে
বিদ্রোহী হয়ে উঠতে ইচ্ছে করে ।
ছিড়ে ফুড়ে একাকার করে দিতে ইচ্ছে শহরের
এই আবর্জনাগুলি ।
এসির বাতাসগুলি তখন উষ্ম হয়ে উঠতে থাকে
ধীরে ধীরে বিদ্রোহ তখন ক্রোধ হয়ে
অবশেষে দীর্ঘনিঃশ্বাসে রুপান্তরিত হয় ।
তারপরে আবারো ঘুমিয়ে পড়তে থাকি
স্বপ্নের মাঝে চুড়ুইগুলি আবারো ঘর বাঁধে
তাদের খড়কুটার বাসাতে ,
তাদের জীবনের সুখগুলিরও
ডানা জগিয়ে আকাশে উড়াল দিতে থাকে ।
বেচে থাকুক না সুখগুলি
স্বপ্নে
কিংবা বারান্দার সানসেটের খড়কুঠার বাসাতে ।
Courtesy:

Humayun Kabir

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন