বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

সাগরের শব্দ শুনি

আমি সমুদ্রের শব্দ শুনি
হাত ঘড়িতে সময় যখন রাত আড়াইটা,
আকাশটায় ভরা পূর্ণিমা আর হিম বাতাসে গায়ে কাঁপুনি
আমি সমুদ্রের শব্দ শুনি
খালি পায়ে ঠান্ডা স্রোত এসে ছুঁয়ে যায়
আর আমি ভিজে যেতে দেই আমার পা দু'খানি

আমি সমুদ্রের শব্দ শুনি
জোয়ার-ভাটায় ঢেউয়ের পাগলামি দেখি
আর দেখি চাঁদের আলোয় চিকচিক করা বালি
আমি সমুদ্রের শব্দ শুনি
তীরে দাঁড়িয়ে বন্ধ চোখে সাগরের ঘ্রাণ নেই
আর .. .. .. সমুদ্রের শব্দ শুনি .. .

By 
Tanvir Akram Khan Emu

সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

মেয়ে

ও মেয়ে তোর বয়স কত?
কি জানি গো,মা থাকলে বলে দিত।
সেই যে বারে দাঙ্গা হল,শয়ে শয়ে লোক মরল,
হিন্দুদের ঘর জ্বলল, মুসলমানের রক্ত ঝরল,
তখন নাকি মা পোয়াতি,দাঙ্গা আমার জন্মতিথি।

ও মেয়ে তোর বাবা কোথায়?
মা বলেছে,গরিব দের বাবা হারায়
কেউ তো বলে বাপটা আমার হারামি ছিল।
মায়ের জীবন নষ্ট করে,অন্য গাঁয়ে ঘর বাঁধল।
মা বলত, শিবের দয়াই তোকে পেলাম,
শিবকেই তাই বাপ ডাকলাম।
ও মেয়ে তোর প্রেমিক আছে?ছেলেরা ঘোরে ধারে-কাছে?
প্রেমিক কি গো?মিষ্টি মিষ্টি কথা বলে?
স্বপ্ন দেখায় দিন দুপুরে?
চুড়ি কাজল মেলাতে কেনায়,
ঝোপের ধারে জামা খোলায়?
এসব নন্দ কাকা করেছে দুবার
প্রেমিক ওকেই বলব এবার।
ও মেয়ে তোর পদবি কি?
বাপই নাকি দেয় শুনেছি
পদবী থাকলে ভাত পাওয়া যায়?
বাপের আদর কাঁদায় হাসায়
ওটা কি বাজারে মেলে?
কিনব তবে দু-দশে দিলে
দামী হলে চাই না আমার
থাক তবে ও বাপ-ঠাকুরদার।
ও মেয়ে তুই রূপসী?
লোকে বলে ডাগর গতর সর্বনাশী
রুপ তো নয়, চোখের ধাঁধা।
যৌবনেতে কুকুরী রাঁধা।
পুরুষ চোখের ইশারা আসে,
সুযোগ বুঝে বুকে পাছায় হাত ও ঘষে।
রূপ কি শুধুই মাংসপেশী?
তবে তো আমি খুব রূপসী।
ও মেয়ে তোর ধর্ম কি রে?
মেয়েমানুষের ধর্ম কি গো?
সব কিছু তো শরীর খেয়ে,
সালমা বলে ধর্মই সমাজ বানায়,
সন্ধেবেলা যখন দাঁড়াই
কেউ তো বলে না,হিন্দু নাকি?
সবাই বলে,কতয় যাবি?
বিছানা নাকি ধর্ম মেলায়
শরীর যখন শরীর খেলায়
তাই ভাবছি এবার থেকে ধর্ম বলব শরীর বা বিছানাকে।
-শতাব্দী রায়

জীবন

জীবনটা কোন সরল অংক না , ভিতরে যাই হোক বেলা শেষে উত্তর বসিয়ে দিবেন। হিসেব কষতে ভুল হতেই পারে , কিন্তু তা নিয়ে বসে থাকার কিছু নেই। জীবন তার নিজের গতিতেই চলে।এই বন্ধুর পথে চলতে গেলে উত্থান-পতন আসে । তখন বাস্তবতা মেনে নিয়েই চলতে হয়। যা কিছু হোক মেনে সব ভুলে বুক টান টান করে হাঁটতে জানতে হয় । কারো জন্য নিজের সুন্দর সময় গুলোকে কষ্টের আগুনে ভস্ম করে ছাই বানানোর কোন মানেই হয় না । এভাবে করে শুধু বারবার নিজের কাছে নিজেকে পরাজিতই করা হয়।
ভুল মানুষের পিছে পরে নিজেকে কষ্ট দিবার কোন যৌক্তিকতা নেই। বারবার জেনে বুঝে একই ভুল করলে সেটা তখন আর ভুল থাকে না, সেটা হয় পাপ । জীবন একটাই এই জীবন কে নষ্ট করার অধিকার কারো নেই। সেটা আমার ও না, তোমার ও না। জীবন কে লাগাম ছাড়া ঘোড়ার মত ছেড়ে দিতে হয় , দেখবে চলতে চলতে এক সময় না এক সময় সে ঠিকই গন্তব্যে পৌছে গেছে ।
(Collected)

অনুভূতির খাতা থেকে(28/12/2015)

সন্ধ্যা শেষ হয়েছে অনেকক্ষণ। অটোতে করে  আসছিলাম। হঠাৎ পাশে একটা বাইক মোটামুটি স্প্রিডে চলে গেলো। পিছনে নীল শাড়ি পরা রমনী। হঠাৎ খেয়াল করলাম বাইক চালক শার্ট প্যান্ট পরা ফুলবাবু। মনে হল একদমই গেলো না।
নীল শাড়ি পরা মেয়েগুলোর সাথে ফুলবাবুরা একদম যায় না। তাদের পাশে থাকবে ময়লা, শত ভাজ পরা বাসি পাঞ্জাবি পরা কোন বালক। যাদের চোখে থাকবে শীতল চাহনি। চুল থাকবে এলোমেলো। সোডিয়ামের আলোতে দুজন ধীরে ধীরে চলতে থাকবে। প্রেমের প্রথম সাক্ষাত যেমন ফুল ছাড়া চলে না, প্রথম বেতনের টাকা পাবার পর মিষ্টি ছাড়া খালি হাত চিন্তা করা যায় না। তেমনি নীল শাড়ি পরা তরুনীর পাশে আগোছালো কেউ ব্যাতীত অন্যকেউ চিন্তা করা যায় না। মাথায় জেল , গা ভর্তি কড়া পারফিউম দেয়া শার্ট প্যান্ট পরা ফুলবাবু এদের জন্য না।
মাঝে মাঝে আজিব সব খেয়াল জাগে। ইচ্ছে করে গল্পের বইয়ের চিরন্তন জীবন্ত এই চরিত্রকে যদি বাস্তবে চোখের সামনে দেখতে পারতাম। দূর থেকে দাঁড়িয়ে দেখতাম তবুও কল্পনার সাথে তো বাস্তব একটু মিলিয়ে দেখা যেত।
(Collected)

WordOfTHeDay(27/12/2015)

abdominous Audio Pronunciation
Share on Twitter
Share on Facebook
Share on Google+
\ab-DOM-uh-nuh s\
adjective
1. having a large belly; potbellied.
Quotes
On the cabin deck stood an abdominous man who possessed the foggy voice.
-- T. S. Stribling, The Store, 1932
Origin
Abdominous can be traced to the Latin abdōmen, meaning "belly." The suffix -ous is used to form adjectives that have the general sense “possessing, full of” a given quality

অনুভূতির খাতা থেকে(28/12/2015)

"একটা মানুষের জন্য তোমার জমানো শত সহস্র কথাগুলো দিনশেষে শুধু "হুম" - নামক একটা শব্দে রূপ নেয় ... ওপাশের মানুষটা সেই "হুম" টাই শোনে, এর পেছনের গল্পটার কিচ্ছু জানে না, বুঝে না ... মানুষটা ভেবে নেয়, তুমি হয়তো কথাই বলতে চাও না ... সত্যিকারের গল্পটা তো অমন না !!
অপ্রকাশিত আবেগগুলো আর নিখোঁজ হওয়া কথাগুলোর মাঝেই প্রতিনিয়ত সৃষ্টি আর সমাধি হচ্ছে দুটো মানুষের নিষ্পাপ ভালোবাসার ... অমন ভালোবাসার জন্ম বা মৃত্যুর খবর কেউ জানে না ... কেউ না !!"
(collected)

রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

স্বপ্ন

চল একটু স্বপ্ন দেখে আসি,
লাল নীল লেজারে ডুবে থাকা স্বপ্ন,
রাজপথের ধুলোমাখা টায়ার এসে আমাদের ঘুম পাড়িয়ে যায়,
নিয়ন আলোর বর্ণমালাগুলোও আনকোড়া হাতে লেখা হয়।
গলির মোড়ের বেশ্যাদের ছায়া ডিঙানো এ নিদ্রা।
কল্পলোকের জোছনাই যে ওদের একমাত্র নিরঞ্জন!
এসো স্বপ্ন দেখি, আটপায়া ঘুমগাড়ি চেপে।
'গুরু, দিগন্ত আর কতদূর?' হাঁক দিয়েছে নির্লিপ্ত রাঙা প্রভাত,
'জোছনা কি কেটেছে গো! ওই যে চাঁদ মামা তো এখনও ঝিমুচ্ছে!'
'বহুদিন তারুণ্য দেখিনা গুরু, প্রণয় দেখি না!
'প্রণয়! তা বটে। নক্ষত্রের কোলে মাথা রেখে জেগে থাকা সময়।'
আজ অাঁধারের বুকে গেয়েছি শুভ্র বাতায়ন ধারা,
পূর্ণিমার আলো মেখে আমাদের হিংস্র জোয়ারের অপেক্ষা।
স্বপ্ন ভেঙেছে, স্বপ্ন ভেঙেছে সেই কখন!
এখন কেবল নির্জন মাঝরাতের অপেক্ষা,
অভিশপ্ত নগরীর উপেক্ষিত ঝি ঝি পোকার ডাক শোনার।
অত:পর বৃষ্টি ধুয়ে অর্ণবে জোয়ার নামবে,
আমাদের আঁকড়ে ধরা হাত ছুটে চলবে বিজয়ীর বেশে।

প্রতীক
ডিসেম্বর ২৬, ২০১৫
কক্সবাজার।।

মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

WordOfTheDay(12/22/2015)

irenic Audio Pronunciation
Share on Twitter Share on Facebook Share on Google+
\ahy-REN-ik, ahy-REE-nik\
adjective
1. tending to promote peace or reconciliation; peaceful or conciliatory.
Quotes
"It will be hard to find someone with Merv's irenic qualities," the dean said, "and a peacemaker is what we need in this diocese."
-- Madeleine L'Engle, A Severed Wasp, 1983
Origin
Irenic derives from the Greek eirḗnē meaning "peace." It entered English in the mid-1800s.

শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

WordOfTheDay(12/18/2015)

eudemonic Audio Pronunciation
Share on Twitter
Share on Facebook
Share on Google+
\yoo-di-MON-ik\
adjective
1. pertaining or conducive to happiness.
2. pertaining to eudemonics or eudemonism.
Quotes
Philosophers have long held that we can distinguish between eudemonic experience, or a striving towards meaning and purpose that underlies human beings' capacity to engage in complex social and cultural behavior, in contrast to the striving for more heonic or simply pleasurable experience.
-- Michael Friedman, "Would a Year of Voluntary Public Service Bring Out America's Best?" Huffington Post, March 11, 2015
Origin
Eudemonic stems from the Greek word eudaímōn meaning "fortunate, happy." It entered English in the early 1800s.

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

WordOfTheDay(11/12/2015)

fortnight Audio Pronunciation


\FAWRT-nahyt, -nit\
noun
1. the space of fourteen nights and days; two weeks.
Quotes
Mr. Gardiner would be prevented by business from setting out till a fortnight later in July, and must be in London again within a month; and as that left too short a period for them to go so far, and see so much as they had proposed, or at least to see it with the leisure and comfort they had built on, they were obliged to give up the Lakes, and substitute a more contracted tour…
-- Jane Austen, Pride and Prejudice, 1813
Origin
Fortnight is a contraction of the Old English fēowertēne niht

রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

WordOfTheDay(12/12/2015)


antediluvianAudio Pronunciation


Share on Google+
\an-tee-di-LOO-vee-uhn\
adjective
1. Of or relating to the period before the Biblical flood.
2. very old, old-fashioned, or out of date; antiquated; primitive: antediluvian ideas.
Quotes
The other thing that almost always goes with these myths is the notion of anantediluvian civilisation -- something which existed before the flood and was destroyed by it.
-- Graham Hancock, The Guardian
Origin
Antediluvian is related to the Latin term dīluvium meaning "a flood." The prefix ante-means "before" and is used in the formation of compound words.

বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

WordOfTheDay(02/12/2015)

propinquity Audio Pronunciation


\proh-PING-kwi-tee\
noun
1. Nearness in place; proximity.
2. affinity of nature; similarity.
Quotes
On Saturday in his home town, Dunblane, Murray marries his long-time partner Kim Sears. In a little over a month he turns 28; Djokovic, who married his long-time partner Jelena Ristic after winning Wimbledon last year, will celebrate his 28th birthday exactly a week after Murray. They are umbilically linked, a blessing as much as a curse, because such propinquity serves up constant comparison.
-- Kevin Mitchell, "Andy Murray must work harder if he is to end Novak Djokovic torture," The Guardian, April 5, 2015
Origin
Propinquity entered English in the mid-1300s and can be traced to the Latin propinquitās meaning "nearness."

WordOfTheDay(01/12/2015)

Dictionary.com
Dec. 01, 2015

winkle Audio Pronunciation


Share on Google+
\WING-kuh l\
verb
1. British. Informal. to pry (something) out of a place, as winkle meat is dug out of its shell with a pin (usually followed by out).

noun
1. British. any of various marine gastropods; periwinkle.
Quotes
The physio room was suitably bare; the equipment depended on what Johnny and Clara could winkle out of the establishment.
-- Maeve Binchy, Heart and Soul, 2008
Origin
Winkle is a shortening of the word periwinkle, which refers to any of various marine gastropods or sea snails, especially Littorina littorea, used for food in Europe. The noun entered English in the late 1500s; the verb gained popularity in the mid

মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

WordOfTheDay(30/11/2015)

\BIB-lee-uh-taf, -tahf\
noun
1. a person who caches or hoards books.
Quotes
The late Sir Thomas Phillipps, of Middle Hill, was a remarkable instance of a bibliotaph. He bought bibliographical treasures simply to bury them. His mansion was crammed with books; he purchased whole libraries, and never even saw what he bought.
-- William Blades, The Enemies of Books, 1888
Origin
Bibliotaph comes from the Greek terms biblíon meaning "book" and táphos meaning "burial." It entered English in the early 1800s.