জীবনটা কোন সরল অংক না , ভিতরে যাই হোক বেলা শেষে উত্তর বসিয়ে দিবেন।
হিসেব কষতে ভুল হতেই পারে , কিন্তু তা নিয়ে বসে থাকার কিছু নেই। জীবন তার
নিজের গতিতেই চলে।এই বন্ধুর পথে চলতে গেলে উত্থান-পতন আসে । তখন বাস্তবতা
মেনে নিয়েই চলতে হয়। যা কিছু হোক মেনে সব ভুলে বুক টান টান করে হাঁটতে
জানতে হয় । কারো জন্য নিজের সুন্দর সময় গুলোকে কষ্টের আগুনে ভস্ম করে ছাই
বানানোর কোন মানেই হয় না । এভাবে করে শুধু বারবার নিজের কাছে নিজেকে
পরাজিতই করা হয়।
ভুল মানুষের পিছে পরে নিজেকে কষ্ট দিবার কোন যৌক্তিকতা নেই। বারবার জেনে বুঝে একই ভুল করলে সেটা তখন আর ভুল থাকে না, সেটা হয় পাপ । জীবন একটাই এই জীবন কে নষ্ট করার অধিকার কারো নেই। সেটা আমার ও না, তোমার ও না। জীবন কে লাগাম ছাড়া ঘোড়ার মত ছেড়ে দিতে হয় , দেখবে চলতে চলতে এক সময় না এক সময় সে ঠিকই গন্তব্যে পৌছে গেছে ।
(Collected)
ভুল মানুষের পিছে পরে নিজেকে কষ্ট দিবার কোন যৌক্তিকতা নেই। বারবার জেনে বুঝে একই ভুল করলে সেটা তখন আর ভুল থাকে না, সেটা হয় পাপ । জীবন একটাই এই জীবন কে নষ্ট করার অধিকার কারো নেই। সেটা আমার ও না, তোমার ও না। জীবন কে লাগাম ছাড়া ঘোড়ার মত ছেড়ে দিতে হয় , দেখবে চলতে চলতে এক সময় না এক সময় সে ঠিকই গন্তব্যে পৌছে গেছে ।
(Collected)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন