"একটা মানুষের জন্য তোমার জমানো শত সহস্র কথাগুলো দিনশেষে শুধু "হুম" -
নামক একটা শব্দে রূপ নেয় ... ওপাশের মানুষটা সেই "হুম" টাই শোনে, এর পেছনের
গল্পটার কিচ্ছু জানে না, বুঝে না ... মানুষটা ভেবে নেয়, তুমি হয়তো কথাই
বলতে চাও না ... সত্যিকারের গল্পটা তো অমন না !!
অপ্রকাশিত আবেগগুলো আর নিখোঁজ হওয়া কথাগুলোর মাঝেই প্রতিনিয়ত সৃষ্টি আর সমাধি হচ্ছে দুটো মানুষের নিষ্পাপ ভালোবাসার ... অমন ভালোবাসার জন্ম বা মৃত্যুর খবর কেউ জানে না ... কেউ না !!"
(collected)
অপ্রকাশিত আবেগগুলো আর নিখোঁজ হওয়া কথাগুলোর মাঝেই প্রতিনিয়ত সৃষ্টি আর সমাধি হচ্ছে দুটো মানুষের নিষ্পাপ ভালোবাসার ... অমন ভালোবাসার জন্ম বা মৃত্যুর খবর কেউ জানে না ... কেউ না !!"
(collected)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন