রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

স্বপ্ন

চল একটু স্বপ্ন দেখে আসি,
লাল নীল লেজারে ডুবে থাকা স্বপ্ন,
রাজপথের ধুলোমাখা টায়ার এসে আমাদের ঘুম পাড়িয়ে যায়,
নিয়ন আলোর বর্ণমালাগুলোও আনকোড়া হাতে লেখা হয়।
গলির মোড়ের বেশ্যাদের ছায়া ডিঙানো এ নিদ্রা।
কল্পলোকের জোছনাই যে ওদের একমাত্র নিরঞ্জন!
এসো স্বপ্ন দেখি, আটপায়া ঘুমগাড়ি চেপে।
'গুরু, দিগন্ত আর কতদূর?' হাঁক দিয়েছে নির্লিপ্ত রাঙা প্রভাত,
'জোছনা কি কেটেছে গো! ওই যে চাঁদ মামা তো এখনও ঝিমুচ্ছে!'
'বহুদিন তারুণ্য দেখিনা গুরু, প্রণয় দেখি না!
'প্রণয়! তা বটে। নক্ষত্রের কোলে মাথা রেখে জেগে থাকা সময়।'
আজ অাঁধারের বুকে গেয়েছি শুভ্র বাতায়ন ধারা,
পূর্ণিমার আলো মেখে আমাদের হিংস্র জোয়ারের অপেক্ষা।
স্বপ্ন ভেঙেছে, স্বপ্ন ভেঙেছে সেই কখন!
এখন কেবল নির্জন মাঝরাতের অপেক্ষা,
অভিশপ্ত নগরীর উপেক্ষিত ঝি ঝি পোকার ডাক শোনার।
অত:পর বৃষ্টি ধুয়ে অর্ণবে জোয়ার নামবে,
আমাদের আঁকড়ে ধরা হাত ছুটে চলবে বিজয়ীর বেশে।

প্রতীক
ডিসেম্বর ২৬, ২০১৫
কক্সবাজার।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন