সোমবার, ২৮ মার্চ, ২০১৬

অনুভূতির খাতা থেকে(২৮/০৩/২০১৬)

হয়তো একদিন এসি'র বাতাসগুলি উষ্ম হয়ে যাবে,
লাল নীল জীবনের বয়ে যাওয়া সময়ের সাথে,
কালের গর্ভে হারিয়ে যাবে এই বর্নীল জীবন ।
আমি অবাক হয়ে তাকিয়ে দেখবো,
ফুল হতে ফুলে ছুটে যাওয়া ভ্রমরগুলিকে,
পাওয়া না পাওয়ার দৌদুল্যমান এই জীবনে
মিশে যাক কষ্টগুলি এই পথের সীমানাতে ।
গ্রীষ্মের তীব্র রোদের মাঝে ,আমি ভাবি
চিবুক বেয়ে নেমে আসা এই মুল্যহীন ঘামগুলি
পড়ে থাকুক শহরের কোন অলিতে গলিতে
ভাবতে ভাবতে আমি ক্লান্ত হয়ে পড়ি
তাই মাঝে মাঝে আমি চিৎকার করে উঠি -
"আর কত ?"
জীবনের গান কি আর গাইবে না ,
বারান্দার সানসেটে বাসা বেঁধে থাকা পাখিগুলি ?
তারাও কি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে
এই মহাকালের অনন্ত পথে ?
আমার ঘুম ভেঙ্গে যায়,
আমি সত্যি দিব্বি কেটে বলছি
আমার ঘুম ভেঙ্গে যায় ।
চিরচেনা বাড়ির পাশে মাথা উচু করে দাঁড়ানো
নতুন করে গড়ে উঠা ঘরগুলির কোলাহলে ।
কাঁচা ঘুম ভেঙ্গে যাওয়াতে
মাঝে মাঝে
বিদ্রোহী হয়ে উঠতে ইচ্ছে করে ।
ছিড়ে ফুড়ে একাকার করে দিতে ইচ্ছে শহরের
এই আবর্জনাগুলি ।
এসির বাতাসগুলি তখন উষ্ম হয়ে উঠতে থাকে
ধীরে ধীরে বিদ্রোহ তখন ক্রোধ হয়ে
অবশেষে দীর্ঘনিঃশ্বাসে রুপান্তরিত হয় ।
তারপরে আবারো ঘুমিয়ে পড়তে থাকি
স্বপ্নের মাঝে চুড়ুইগুলি আবারো ঘর বাঁধে
তাদের খড়কুটার বাসাতে ,
তাদের জীবনের সুখগুলিরও
ডানা জগিয়ে আকাশে উড়াল দিতে থাকে ।
বেচে থাকুক না সুখগুলি
স্বপ্নে
কিংবা বারান্দার সানসেটের খড়কুঠার বাসাতে ।
Courtesy:

Humayun Kabir

WordOfTheDay(28/03/2016)


paschalAudio Pronunciation




\PAS-kuh l\
adjective
1. of or relating to Easter.
2. of or relating to Passover.
Quotes
The Easter Vigil is a passage from shadow into light. The presence in the assembly of the illuminated paschal candle that spreads its glimmer into the darkness of that holy night is a sign of the Resurrected One who appears in the midst of his own.
-- Radclyffe Hall, The Well of Loneliness, 1928
Origin
Paschal can be traced to the Aramaic term for "Passover." It entered English in the 1400s.

রবিবার, ২৭ মার্চ, ২০১৬

WordOfTheDay(26/03/2016)


sophrosyneAudio Pronunciation



\suh-FROS-uh-nee\
noun
1. moderation; discretion; prudence.
Quotes
So why do we continue to set ourselves the Herculean task of total self-denial, abnegation and avoidance instead of practising that other ancient Greek model of sophrosyne--temperance, prudence and self-control? Why cut out when we can simply cut down?
-- Nell Frizzell, "Why moderation is good for us: Do our vices need to be such an all-or-nothing affair?" Independent, December 14, 2015
Origin
Sophrosyne stems from the Greek sṓphrōn meaning "prudent." It entered English in the late 1800s.

শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

WordOfTheDay

 
vernissageAudio Pronunciation
\ver-nuh-SAHZH\
noun
1. a reception at a gallery for an artist whose show is about to open to the public.
2. Also called varnishing day. the day before the opening of an art exhibition traditionally reserved for the artist to varnish the paintings.
Quotes
I went to the vernissage taking with me a friend, the invitation I had been given admitting two. We went very early. I had been told to go early otherwise we would not be able to see anything, and there would be no place to sit …
-- Gertrude Stein, The Autobiography of Alice B. Toklas, 1933
Origin
Vernissage comes from the French term of the same spelling, which translates literally as "a varnishing, touching up." It entered English in the early 1900s.

রবিবার, ২০ মার্চ, ২০১৬

WordOfTheDay(20/03/2016)



renascentAudio Pronunciation


Share on Google+
\ri-NAS-uh nt, -NEY-suh nt\
adjective
1. being reborn; springing again into being or vigor: a renascent interest in Henry James.
Quotes
The windows were open, and the church was filled with late-spring smells, renascentdogwood and azalea--their petals littering the path to the little church--and a clean, dry breeze from the west…
-- Joe Klein, Primary Colors, 1996
Origin
Renascent, like its linguistic cousin renaissance, can be traced to the Latin nāscī meaning "to be born." It entered English in the mid-1600s.

শনিবার, ১৯ মার্চ, ২০১৬

বাবা

বাবা! ছোটবেলায় শব্দটি একটি আতংকের নাম হলেও বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারলাম বাবা মানে হলো আস্থার প্রতীক। জন্মের আগে মা যেমন আমায় দশ মাস দশ দিন পেটে ধরেছিল, তেমনি আমি যেন পৃথিবীর আলো সুস্থভাবে দেখতে পারি তা নিশ্চিত করেছেন আমার বাবা। ছোটবেলায় আমার হাত ধরে যিনি আমাকে হাঁটা শিখিয়েছিলেন তিনি আমার বাবা। যদিও বয়স বাড়ার সাথে সাথে দৌড়াতে শিখার পর পিছনে ফিরে কখনো বাবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা হয়নি। বরং অতিরিক্ত দুরন্তপনার জন্য যখন তিনি রুষ্ট হতেন তখন মনে হতো পৃথিবীতে উনিই বোধহয় সবচেয়ে খারাপ মানুষ। তখন তো বুঝিনি যে এই খারাপ মানুষটিই আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। উনি আমার কাছে খারাপ হয়েছিলেন যাতে আমি ভালোভাবে চলতে শিখি।.ছোটবেলায় পড়ালেখার জন্য বাবার হাতে মার খেতে খেতে যখন চিন্তা করতাম নিজের বাচ্চার উপর এতটা নির্দয় মানুষ কেমনে হতে পারে? তখন হয়তো খেয়াল করিনি, তবে আমিনিশ্চিত; মারখেয়ে যখন কান্নাকাটি করে ঘুমিয়ে যেতাম তখন নিঃশব্দে বাবা নিশ্চয় আমার মাথায় হাত বুলিয়ে দিতেন।.আমায় জন্মদিয়েছেন আমার মা, কিন্তু যে মানুষটি আমায় অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষাসহ ভালোভাবে বড় হয়ে উঠার পরিবেশ দিয়েছেন তিনি আমার বাবা। বাবা আছেন বলেইহয়ত আমাকে এখনো চিন্তা করতে হয়না বাসায় গিয়ে কি খাবো,কি পড়বো, হাত খরচ কোথা থেকে আসবে ইত্যাদি।.আমার বাবা অনেক কনজারভেটিভ স্বভাবের একজন মানুষ। আমি অন্য সবার বাবার মতো কখনো আমার বাবাকে প্রাণ খুলে হাসতে দেখিনি। কখনো বাবার হাত ধরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি।কখনো বাবার পাশে বসে সেভাবে গল্পও করা হয়নি। কখনো প্রাণ খুলে নিজের মনের সব কথা আমি আমার বাবাকে বলতে পারিনি। ছোটবেলা থেকেই বাবার সাথে এসব ক্ষেত্রে দূরত্ব একটু বেশিই ছিল। তারপরেও আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, হয়তো নিজের থেকেও বেশি। অথচ এই কথাটি বাবাকে কখনো বলা হয়নি। জানি সারাজীবনেও হয়তো কখনো বলা হবে না। হয়তো বলতে পারবো না।.ছোটবেলা থেকেই বাবার সাথে আমার মতের অনেক অমিল রয়েছে।কলেজে পড়ার সময় যখন বাবার সাথে আমার মতের অমিল হতো তখন মনে হতো আমার বাবার মতো বাবা হয়তো আর কারো নেই। হয়তো এই পৃথিবীতেই নেই।.সময় বদলে গেছে। সময়ের স্রোতে গাঁ ভাসিয়ে বদলিয়ে গেছিআমি, বদলে গেছে বাবা ও। এখন আর আমার সাথে বাবার কিংবা বাবার সাথে আমার মতের অমিল হয়না। অনেকটাই শিখে গেছি বাবার মতের সাথে নিজেকে মানিয়ে নিতে। এতেই বাবা খুশিআর তাঁর খুশিতে আমিও খুশি।.বাবা! শুধুমাত্র একটি শব্দ নয়। বাবা এমনি এক শব্দ যারমধ্যে বিশালতার ছোঁয়া পাওয়া যায়। পাওয়া যায় নির্ভরতার আলিঙ্গন। বাবা মানে আশ্রয়। বাবা মানে একটি বট বৃক্ষ। বাবা মানে এক টুকরো ছাদ। মাথার ওপর বিশাল আকাশ।.রোদ কিংবা বৃষ্টি থেকে বাঁচাতে মাথার উপর যে কেউই ছাতা হতে পারে। কিন্তু বট বৃক্ষের মত শীতল ছায়া যে কেউ দিতে পারে না। বট বৃক্ষ হয়ে মাথার উপর যিনি থাকেনতিনি হলেন বাবা। যতক্ষণ থাকে, ততক্ষণ বুঝা যায় না তারমর্ম! মাথার উপর থেকে ছায়া সরে গেলেই টের পাওয়া যায়, কঠিন এই জীবনটা কেউ একজন অনেক সহজ করে দিয়েছিল।.বাবা হলো সেই অদৃশ্য দেয়াল যিনি না থাকলে হয়তো অনেক আগেই আমি ভেঙ্গে গুঁড়ো হয়ে রাস্তায় মিশে যেতাম।

Courtesy#Merian

আইসিসি রেগুলেশন ২.১.১ ও বাংলাদেশ

আইসিসি রেগুলেশন ২.১.১ পড়ে যা বুঝলাম তার মূলকথা হলো, অভিযুক্ত বোলারকে আম্পায়ার শুধুমাত্র ধারনার ভিত্তিতে সন্দেহ করতে পারবে না।কোন দিক বিবেচনায় এবং কোন ধরনের ডেলিভারির জন্য তাকে সন্দেহ করা হচ্ছেতা ম্যাচ রিপোর্টে লিখিতভাবে জমা দিতে হবে। ভারতীয় আম্পায়ার S. Ravi এ বিষয়টি নির্দিষ্ট করেননি। সুতরাংতাসকিনের পরীক্ষা নেওয়াটাই অবৈধ।In fact, টেস্ট গ্রাউন্ডে তাসকিনকে যেকোন উপায়ে অবৈধ প্রমাণ করার নীলনকশা আগে থেকেই প্রস্তুত করা ছিলো। সব উপায় যখন ব্যর্থ হয়,তখন্ তাসকিনকে মাত্র ৩ মিনিটে ৯ টি বাউন্সার দিতে বলা হয়, তাও স্পীডের ভ্যারিয়েশন বারবার চেঞ্জ করিয়ে যেখানে ১জন খেলোয়াড় এর পক্ষে পুরো খেলোয়াড়ী জীবনে ৩ মিনিটে ৯টা বাউন্সার সেওয়া অসম্ভব, সেখানে ২০ বছরের ১টা ছেলে এত লম্বা জার্নি করে এমন পরীক্ষা দেওয়ার জন্য মানসিক ও শারীরিকভাবে সক্ষম ছিলো কি ?বলা হচ্ছে, তাসকিনের সেই ৯টি বাউন্সারের মধ্যে ৩টি সন্দেহজনক, যেই ৩টি তাকে ১৫০ এর কাছাকাছি গতিতে করতে বলা হয়েছিলো। তাহলে কি আইসিসি নিজেই নিশ্চিত না? আইসিসি কি সন্দেহের ভিত্তিতে কাজ করে? তাসকিনের মেডিক্যাল রিপোর্টই বা কই?এই ৩টি সন্দেহজনক ডেলিভারী বাদে বাকী সব ডেলিভারী নাকি বৈধ ! আইসিসির ভাষায়, তাসকিনের স্টক ডেলিভারি বৈধ. সুতরাং, তাসকিন সব ধরনের ক্লাব ও লীগ ক্রিকেট খেলতে পারবে। সিরিয়াসলী? মানে, যেই জিনিস মদ, সেই জিনিস আবার ফ্রুটিকা হয় কি করে?সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হলো, আইসিসি রেগুলেশন 2.3.1 যেখানে বলা হচ্ছে, স্টক ডেলিভারী বৈধ থাকলে, সন্দেহজনক আংশিক ডেলিভারির জন্য ১জন বোলারকে সর্বোচ্চ সতর্ক করা যাবে, তার খেলা পর্যবেক্ষনে রেখেপ্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া যাবে, কিন্তু কোন অবস্থায় নিষিদ্ধ করা যাবে না। সুতরাং আইসিসি তাদের এই রেগুলেশনটিও লংঘন করেছে। এই রেগুলেশনের ভিত্তিতেই দেশী বিদেশী মিডিয়া শুরুতে তাসকিনকে বৈধ বলে খবর প্রচার করছিলো।এখন বিসিবি শক্ত কোন লিগ্যাল এজেন্সীর মাধ্যমে আইসিসির বিরুদ্ধে আইনী লড়াইয়ে যেতে পারে। পাকিস্তান,ওয়েস্ট ইন্ডিজ,শ্রীলংকার সাথেও এমন অবিচার হয়েছে, কিন্তু তারা চুপ করে ছিলো। বাংলাদেশ কি পারবে অন্তত প্রতিবাদের শুরুটা করতে? 

WordOfTheDay(19/03/2016)

Mar. 19, 2016


desiccateAudio Pronunciation


\DES-i-keyt\
verb
1. to become thoroughly dried or dried up.
2. to dry thoroughly; dry up.
Quotes
There are things that wait for us, patiently, in the dark corridors of our lives. We think we have moved on, put them out of mind, left them to desiccate and shrivel and blow away; but we are wrong.
-- Neil Gaiman, "Introduction," Trigger Warning: Short Fictions and Disturbances, 2015
Origin
Desiccate stems from the Latin word siccus meaning "dry." It entered English in the mid-1500s.