আমি তুমি কেন্দ্রিকই ছিলেম।
অথচ তোমার কেন্দ্রে
আমি ছিলেম না কখনো।
তাই নিজের মাঝে কেন্দ্রিভূত হতেই
তুমি বললে "স্বার্থপর"
তোমার জন্য কাঁদলেই ভাবতে
চোখে ঠিক ধুলো পড়েছে।
অথচ এখন আমার চোখে
যখন ভরা চৈত্রমাস
তখন তুমি কাঁদো।
আমি কি করি বলো তো ?
কান্না যে আর আসে না আমার........
আমি তো চেয়েছিলুমই তুমি প্রেমিক হও,
আজ তো আমার আর প্রেমিকা
হওয়ার ক্ষমতা নেই।।
তুমি বন্ধু চেয়েছিলে,
আমি তো তোমার কথাতেই ঘষেমেজে
সব প্রেম ধুয়ে আপাদমস্তক বন্ধুই হয়ে গেলাম।
অথচ আমি পুরোদস্তুর বন্ধু হতেই
তোমার আজ প্রেমিকা চাই।
আমি কি করি বলো তো!!
অথচ তোমার কেন্দ্রে
আমি ছিলেম না কখনো।
তাই নিজের মাঝে কেন্দ্রিভূত হতেই
তুমি বললে "স্বার্থপর"
তোমার জন্য কাঁদলেই ভাবতে
চোখে ঠিক ধুলো পড়েছে।
অথচ এখন আমার চোখে
যখন ভরা চৈত্রমাস
তখন তুমি কাঁদো।
আমি কি করি বলো তো ?
কান্না যে আর আসে না আমার........
আমি তো চেয়েছিলুমই তুমি প্রেমিক হও,
আজ তো আমার আর প্রেমিকা
হওয়ার ক্ষমতা নেই।।
তুমি বন্ধু চেয়েছিলে,
আমি তো তোমার কথাতেই ঘষেমেজে
সব প্রেম ধুয়ে আপাদমস্তক বন্ধুই হয়ে গেলাম।
অথচ আমি পুরোদস্তুর বন্ধু হতেই
তোমার আজ প্রেমিকা চাই।
আমি কি করি বলো তো!!