বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

সাগরের শব্দ শুনি

আমি সমুদ্রের শব্দ শুনি
হাত ঘড়িতে সময় যখন রাত আড়াইটা,
আকাশটায় ভরা পূর্ণিমা আর হিম বাতাসে গায়ে কাঁপুনি
আমি সমুদ্রের শব্দ শুনি
খালি পায়ে ঠান্ডা স্রোত এসে ছুঁয়ে যায়
আর আমি ভিজে যেতে দেই আমার পা দু'খানি

আমি সমুদ্রের শব্দ শুনি
জোয়ার-ভাটায় ঢেউয়ের পাগলামি দেখি
আর দেখি চাঁদের আলোয় চিকচিক করা বালি
আমি সমুদ্রের শব্দ শুনি
তীরে দাঁড়িয়ে বন্ধ চোখে সাগরের ঘ্রাণ নেই
আর .. .. .. সমুদ্রের শব্দ শুনি .. .

By 
Tanvir Akram Khan Emu

সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

মেয়ে

ও মেয়ে তোর বয়স কত?
কি জানি গো,মা থাকলে বলে দিত।
সেই যে বারে দাঙ্গা হল,শয়ে শয়ে লোক মরল,
হিন্দুদের ঘর জ্বলল, মুসলমানের রক্ত ঝরল,
তখন নাকি মা পোয়াতি,দাঙ্গা আমার জন্মতিথি।

ও মেয়ে তোর বাবা কোথায়?
মা বলেছে,গরিব দের বাবা হারায়
কেউ তো বলে বাপটা আমার হারামি ছিল।
মায়ের জীবন নষ্ট করে,অন্য গাঁয়ে ঘর বাঁধল।
মা বলত, শিবের দয়াই তোকে পেলাম,
শিবকেই তাই বাপ ডাকলাম।
ও মেয়ে তোর প্রেমিক আছে?ছেলেরা ঘোরে ধারে-কাছে?
প্রেমিক কি গো?মিষ্টি মিষ্টি কথা বলে?
স্বপ্ন দেখায় দিন দুপুরে?
চুড়ি কাজল মেলাতে কেনায়,
ঝোপের ধারে জামা খোলায়?
এসব নন্দ কাকা করেছে দুবার
প্রেমিক ওকেই বলব এবার।
ও মেয়ে তোর পদবি কি?
বাপই নাকি দেয় শুনেছি
পদবী থাকলে ভাত পাওয়া যায়?
বাপের আদর কাঁদায় হাসায়
ওটা কি বাজারে মেলে?
কিনব তবে দু-দশে দিলে
দামী হলে চাই না আমার
থাক তবে ও বাপ-ঠাকুরদার।
ও মেয়ে তুই রূপসী?
লোকে বলে ডাগর গতর সর্বনাশী
রুপ তো নয়, চোখের ধাঁধা।
যৌবনেতে কুকুরী রাঁধা।
পুরুষ চোখের ইশারা আসে,
সুযোগ বুঝে বুকে পাছায় হাত ও ঘষে।
রূপ কি শুধুই মাংসপেশী?
তবে তো আমি খুব রূপসী।
ও মেয়ে তোর ধর্ম কি রে?
মেয়েমানুষের ধর্ম কি গো?
সব কিছু তো শরীর খেয়ে,
সালমা বলে ধর্মই সমাজ বানায়,
সন্ধেবেলা যখন দাঁড়াই
কেউ তো বলে না,হিন্দু নাকি?
সবাই বলে,কতয় যাবি?
বিছানা নাকি ধর্ম মেলায়
শরীর যখন শরীর খেলায়
তাই ভাবছি এবার থেকে ধর্ম বলব শরীর বা বিছানাকে।
-শতাব্দী রায়

জীবন

জীবনটা কোন সরল অংক না , ভিতরে যাই হোক বেলা শেষে উত্তর বসিয়ে দিবেন। হিসেব কষতে ভুল হতেই পারে , কিন্তু তা নিয়ে বসে থাকার কিছু নেই। জীবন তার নিজের গতিতেই চলে।এই বন্ধুর পথে চলতে গেলে উত্থান-পতন আসে । তখন বাস্তবতা মেনে নিয়েই চলতে হয়। যা কিছু হোক মেনে সব ভুলে বুক টান টান করে হাঁটতে জানতে হয় । কারো জন্য নিজের সুন্দর সময় গুলোকে কষ্টের আগুনে ভস্ম করে ছাই বানানোর কোন মানেই হয় না । এভাবে করে শুধু বারবার নিজের কাছে নিজেকে পরাজিতই করা হয়।
ভুল মানুষের পিছে পরে নিজেকে কষ্ট দিবার কোন যৌক্তিকতা নেই। বারবার জেনে বুঝে একই ভুল করলে সেটা তখন আর ভুল থাকে না, সেটা হয় পাপ । জীবন একটাই এই জীবন কে নষ্ট করার অধিকার কারো নেই। সেটা আমার ও না, তোমার ও না। জীবন কে লাগাম ছাড়া ঘোড়ার মত ছেড়ে দিতে হয় , দেখবে চলতে চলতে এক সময় না এক সময় সে ঠিকই গন্তব্যে পৌছে গেছে ।
(Collected)

অনুভূতির খাতা থেকে(28/12/2015)

সন্ধ্যা শেষ হয়েছে অনেকক্ষণ। অটোতে করে  আসছিলাম। হঠাৎ পাশে একটা বাইক মোটামুটি স্প্রিডে চলে গেলো। পিছনে নীল শাড়ি পরা রমনী। হঠাৎ খেয়াল করলাম বাইক চালক শার্ট প্যান্ট পরা ফুলবাবু। মনে হল একদমই গেলো না।
নীল শাড়ি পরা মেয়েগুলোর সাথে ফুলবাবুরা একদম যায় না। তাদের পাশে থাকবে ময়লা, শত ভাজ পরা বাসি পাঞ্জাবি পরা কোন বালক। যাদের চোখে থাকবে শীতল চাহনি। চুল থাকবে এলোমেলো। সোডিয়ামের আলোতে দুজন ধীরে ধীরে চলতে থাকবে। প্রেমের প্রথম সাক্ষাত যেমন ফুল ছাড়া চলে না, প্রথম বেতনের টাকা পাবার পর মিষ্টি ছাড়া খালি হাত চিন্তা করা যায় না। তেমনি নীল শাড়ি পরা তরুনীর পাশে আগোছালো কেউ ব্যাতীত অন্যকেউ চিন্তা করা যায় না। মাথায় জেল , গা ভর্তি কড়া পারফিউম দেয়া শার্ট প্যান্ট পরা ফুলবাবু এদের জন্য না।
মাঝে মাঝে আজিব সব খেয়াল জাগে। ইচ্ছে করে গল্পের বইয়ের চিরন্তন জীবন্ত এই চরিত্রকে যদি বাস্তবে চোখের সামনে দেখতে পারতাম। দূর থেকে দাঁড়িয়ে দেখতাম তবুও কল্পনার সাথে তো বাস্তব একটু মিলিয়ে দেখা যেত।
(Collected)

WordOfTHeDay(27/12/2015)

abdominous Audio Pronunciation
Share on Twitter
Share on Facebook
Share on Google+
\ab-DOM-uh-nuh s\
adjective
1. having a large belly; potbellied.
Quotes
On the cabin deck stood an abdominous man who possessed the foggy voice.
-- T. S. Stribling, The Store, 1932
Origin
Abdominous can be traced to the Latin abdōmen, meaning "belly." The suffix -ous is used to form adjectives that have the general sense “possessing, full of” a given quality

অনুভূতির খাতা থেকে(28/12/2015)

"একটা মানুষের জন্য তোমার জমানো শত সহস্র কথাগুলো দিনশেষে শুধু "হুম" - নামক একটা শব্দে রূপ নেয় ... ওপাশের মানুষটা সেই "হুম" টাই শোনে, এর পেছনের গল্পটার কিচ্ছু জানে না, বুঝে না ... মানুষটা ভেবে নেয়, তুমি হয়তো কথাই বলতে চাও না ... সত্যিকারের গল্পটা তো অমন না !!
অপ্রকাশিত আবেগগুলো আর নিখোঁজ হওয়া কথাগুলোর মাঝেই প্রতিনিয়ত সৃষ্টি আর সমাধি হচ্ছে দুটো মানুষের নিষ্পাপ ভালোবাসার ... অমন ভালোবাসার জন্ম বা মৃত্যুর খবর কেউ জানে না ... কেউ না !!"
(collected)

রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

স্বপ্ন

চল একটু স্বপ্ন দেখে আসি,
লাল নীল লেজারে ডুবে থাকা স্বপ্ন,
রাজপথের ধুলোমাখা টায়ার এসে আমাদের ঘুম পাড়িয়ে যায়,
নিয়ন আলোর বর্ণমালাগুলোও আনকোড়া হাতে লেখা হয়।
গলির মোড়ের বেশ্যাদের ছায়া ডিঙানো এ নিদ্রা।
কল্পলোকের জোছনাই যে ওদের একমাত্র নিরঞ্জন!
এসো স্বপ্ন দেখি, আটপায়া ঘুমগাড়ি চেপে।
'গুরু, দিগন্ত আর কতদূর?' হাঁক দিয়েছে নির্লিপ্ত রাঙা প্রভাত,
'জোছনা কি কেটেছে গো! ওই যে চাঁদ মামা তো এখনও ঝিমুচ্ছে!'
'বহুদিন তারুণ্য দেখিনা গুরু, প্রণয় দেখি না!
'প্রণয়! তা বটে। নক্ষত্রের কোলে মাথা রেখে জেগে থাকা সময়।'
আজ অাঁধারের বুকে গেয়েছি শুভ্র বাতায়ন ধারা,
পূর্ণিমার আলো মেখে আমাদের হিংস্র জোয়ারের অপেক্ষা।
স্বপ্ন ভেঙেছে, স্বপ্ন ভেঙেছে সেই কখন!
এখন কেবল নির্জন মাঝরাতের অপেক্ষা,
অভিশপ্ত নগরীর উপেক্ষিত ঝি ঝি পোকার ডাক শোনার।
অত:পর বৃষ্টি ধুয়ে অর্ণবে জোয়ার নামবে,
আমাদের আঁকড়ে ধরা হাত ছুটে চলবে বিজয়ীর বেশে।

প্রতীক
ডিসেম্বর ২৬, ২০১৫
কক্সবাজার।।

মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

WordOfTheDay(12/22/2015)

irenic Audio Pronunciation
Share on Twitter Share on Facebook Share on Google+
\ahy-REN-ik, ahy-REE-nik\
adjective
1. tending to promote peace or reconciliation; peaceful or conciliatory.
Quotes
"It will be hard to find someone with Merv's irenic qualities," the dean said, "and a peacemaker is what we need in this diocese."
-- Madeleine L'Engle, A Severed Wasp, 1983
Origin
Irenic derives from the Greek eirḗnē meaning "peace." It entered English in the mid-1800s.

শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

WordOfTheDay(12/18/2015)

eudemonic Audio Pronunciation
Share on Twitter
Share on Facebook
Share on Google+
\yoo-di-MON-ik\
adjective
1. pertaining or conducive to happiness.
2. pertaining to eudemonics or eudemonism.
Quotes
Philosophers have long held that we can distinguish between eudemonic experience, or a striving towards meaning and purpose that underlies human beings' capacity to engage in complex social and cultural behavior, in contrast to the striving for more heonic or simply pleasurable experience.
-- Michael Friedman, "Would a Year of Voluntary Public Service Bring Out America's Best?" Huffington Post, March 11, 2015
Origin
Eudemonic stems from the Greek word eudaímōn meaning "fortunate, happy." It entered English in the early 1800s.

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

WordOfTheDay(11/12/2015)

fortnight Audio Pronunciation


\FAWRT-nahyt, -nit\
noun
1. the space of fourteen nights and days; two weeks.
Quotes
Mr. Gardiner would be prevented by business from setting out till a fortnight later in July, and must be in London again within a month; and as that left too short a period for them to go so far, and see so much as they had proposed, or at least to see it with the leisure and comfort they had built on, they were obliged to give up the Lakes, and substitute a more contracted tour…
-- Jane Austen, Pride and Prejudice, 1813
Origin
Fortnight is a contraction of the Old English fēowertēne niht

রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

WordOfTheDay(12/12/2015)


antediluvianAudio Pronunciation


Share on Google+
\an-tee-di-LOO-vee-uhn\
adjective
1. Of or relating to the period before the Biblical flood.
2. very old, old-fashioned, or out of date; antiquated; primitive: antediluvian ideas.
Quotes
The other thing that almost always goes with these myths is the notion of anantediluvian civilisation -- something which existed before the flood and was destroyed by it.
-- Graham Hancock, The Guardian
Origin
Antediluvian is related to the Latin term dīluvium meaning "a flood." The prefix ante-means "before" and is used in the formation of compound words.

বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

WordOfTheDay(02/12/2015)

propinquity Audio Pronunciation


\proh-PING-kwi-tee\
noun
1. Nearness in place; proximity.
2. affinity of nature; similarity.
Quotes
On Saturday in his home town, Dunblane, Murray marries his long-time partner Kim Sears. In a little over a month he turns 28; Djokovic, who married his long-time partner Jelena Ristic after winning Wimbledon last year, will celebrate his 28th birthday exactly a week after Murray. They are umbilically linked, a blessing as much as a curse, because such propinquity serves up constant comparison.
-- Kevin Mitchell, "Andy Murray must work harder if he is to end Novak Djokovic torture," The Guardian, April 5, 2015
Origin
Propinquity entered English in the mid-1300s and can be traced to the Latin propinquitās meaning "nearness."

WordOfTheDay(01/12/2015)

Dictionary.com
Dec. 01, 2015

winkle Audio Pronunciation


Share on Google+
\WING-kuh l\
verb
1. British. Informal. to pry (something) out of a place, as winkle meat is dug out of its shell with a pin (usually followed by out).

noun
1. British. any of various marine gastropods; periwinkle.
Quotes
The physio room was suitably bare; the equipment depended on what Johnny and Clara could winkle out of the establishment.
-- Maeve Binchy, Heart and Soul, 2008
Origin
Winkle is a shortening of the word periwinkle, which refers to any of various marine gastropods or sea snails, especially Littorina littorea, used for food in Europe. The noun entered English in the late 1500s; the verb gained popularity in the mid

মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

WordOfTheDay(30/11/2015)

\BIB-lee-uh-taf, -tahf\
noun
1. a person who caches or hoards books.
Quotes
The late Sir Thomas Phillipps, of Middle Hill, was a remarkable instance of a bibliotaph. He bought bibliographical treasures simply to bury them. His mansion was crammed with books; he purchased whole libraries, and never even saw what he bought.
-- William Blades, The Enemies of Books, 1888
Origin
Bibliotaph comes from the Greek terms biblíon meaning "book" and táphos meaning "burial." It entered English in the early 1800s.

শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

Word Of The Day [27/11/2015]

oniomania Audio Pronunciation
Share on Twitter
Share on Facebook
Share on Google+
\oh-nee-uh-MEY-nee-uh, -MEYN-yuh\
noun
1. an uncontrollable desire to buy things.
Quotes
After leaving the store, I felt the first pinpricks of panic. I wondered whether Go Shop technology could convert someone with mild oniomania (compulsive shopping disorder) into a total shopaholic with serious financial problems.
-- Alex Kuczynski, “A Weapon of Self-Destruction for Buyers,” New York Times, March 23, 2006
Origin
Oniomania derives from the Greek ṓnios meaning "for sale" and the Late Latin mania meaning "extreme desire." It entered English in the late 1800s from the German Oniomanie.

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

WordOfTheDay(23/11/2015)

splendiferous Audio Pronunciation
Share on Twitter
Share on Facebook
Share on Google+
\splen-DIF-er-uhs\
adjective
1. splendid; magnificent; fine.
Quotes
…Alfrida told her to go and have a lie-down, she deserved it after this splendiferous dinner, she and I would manage the dishes.
-- Alice Munro, "Family Furnishings," Hateship, Friendship, Courtship, Loveship, Marriage, 2001
Origin
Splendiferous comes from the Late Latin term splendōrifer meaning "brightness-bearing."

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

WordOfTheDay(26/11/2015)

gormandize Audio Pronunciation
Share on Twitter
Share on Facebook
Share on Google+
\v. GAWR-muh n-dahyz; n. gawr-muh n-DEEZ\
verb
1. to eat greedily or ravenously.

noun
1. unrestrained enjoyment of fine foods, wines, and the like.
Quotes
Where are ye trooping to now? back to the kitchen to gormandize and guzzle?
-- Charles Maturin, Melmoth the Wanderer, 1820
Origin
Gormandize comes from the French term gourmand meaning "a person who is fond of good eating."

WordOfTheDay(25/11/2015)

uxorious Audio Pronunciation


\uhk-SAWR-ee-uhs, -SOHR-, uhg-ZAWR-, -zohr-\
adjective
1. doting upon, foolishly fond of, or affectionately submissive toward one's wife.
Quotes
Keith is genial, straightforward, considerate, clear-eyed. He is also charmingly uxorious, constantly deferring to Kim, who, for her part, is fully abreast of Keith's darting hopes and fears.
-- Martin Amis, "Darts: Gutted for Keith," Visiting Mrs. Nabokov and Other Excursions, 1993
Origin
Uxorious finds its roots in the Latin word ūxor meaning "wife."

WordOfTheDay(24/11/2015)

penetralia Audio Pronunciation


\pen-i-TREY-lee-uh\
noun
1. the most private or secret things.
2. the innermost parts or recesses of a place or thing.
Quotes
But there are promptings of wisdom from the penetralia of human nature, which a people can hear though, the wisest of their practical Statesmen be deaf towards them.
-- William Wordsworth, "Concerning the Relations of Great Britain, Spain and Portugal…as Affected by the Convention of Cintra," 1809
Origin
Penetralia is formed from the Latin verb penetrāre meaning "to penetrate." It entred English in the mid-1600s.

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

অনুভূতির খাতা থেকে ...

অনেক জিনিস আছে যা ছোটা বাচ্চা দের মুগ্ধ করেখুব সামান্য জিনিস।যেমন রংচঙে বেলুন,,, খেলনা, হাওয়াই মিঠাইএগুলো কিন্ত বড় দের জিনিস না! ভুলেও না। তুমিবড় হইছো, সুতরাং তুমি হাওয়াই মিঠাই খেয়ে জিহ্বা লাল নীল করতে পারবা নাআইসক্রীম খেতে খেতে হাত মুখ ভরিয়ে ফেলতে পারবা না।আর মেয়ে দের জন্যে বেপার টা বেশিই ভয়ানক।একটু বড় হলে তারা চুলে দুই বেনীও বাধে না।।এমনকি জোরে শব্দ করে হাসে না। হাসির শব্দ গিলে ফেলে।একই সাথে কান্নার শব্দ। নিঃশব্দে কান্না মেয়ে দের বড় গুন!!!! সবাই ভাবে যে বড় হলে হয়তো বা মানুষের মনের ছেলেমানুষি গুলো হারিয়ে যায়। মন টারও হয়তো বয়স হয়ে যায়! কিন্ত না,,,,,ছেলেবেলার ছেলেমানুষি গুলা ঠিক এ থাকে।মন খুলে হাসতেও ইচ্ছে হয়,,, আবার কস্ট পেলে চিতকার করে কাদতেও ইচ্ছে হয়! আমরা সবাই শুধু সেই অনুভুতি গুলো দাবায় রাখতে শিখে যাই।এতটাই বেশি লুকাতে থাকি যে ছোট বেলার কাছের মানুষ,,, মা,, তাকেও গিয়ে জড়িয়ে ধরতে পারি না!বাবা দিবস এ বাবা কে বলতে পারি না,"ভালবাসি".....আমি বুঝি না কি লাভ হয় ইচ্ছা গুলা দাবায় রেখে?!?!অনুভুতিগুলো কে হাওয়ায় উড়তে দেয়াই ভাল।সময় থাকতে ইচ্ছে গুলো মিটয়ে ফেলাই হয়তো বেশীশ্রেয়।নয়তো দিন শেষে পরিত্যাক্ত অনুভুতিগুলো ডাস্টবিনে ফেলে দেয়ার পর মনে হয়  আমাকে কেও বুঝে না .........

রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

WordOfTheDay(22/11/2015)

gratulation Audio Pronunciation


\grach-uh-LEY-shuhn\
noun
1. a feeling of joy.
2. the expression of joy.
Quotes
Nay more, even when I had reached you safely and beheld the city full of delight and gratulation and sacrifices, I was still suspicious of Fortune, knowing that she bestows upon men no great boon that is without alloy or free from divine displeasure.
-- Plutarch, translated by Bernadotte Perrin, Plutarch's Lives, Volume VI, 1918
Origin
Gratulation can be traced to the Latin root grātus meaning "pleasing."

শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

প্রেরণা

কখনও কখনও নাট্যকারের লেখার প্রয়োজনে নায়িকা তার প্রেরণা হয়ে দাঁড়ায়। এ প্রেরণাকে প্রেম নাম দিলে তা বড় স্থূল শোনায়।।
- কাদম্বরি

WordOfTheDay(19/11/2015)

empyreal Audio Pronunciation
Share on Twitter
Share on Facebook
Share on Google+
\em-PIR-ee-uhl, -PAHY-ree-, em-puh-REE-uhl, -pahy-\
adjective
1. pertaining to the sky; celestial: empyreal blue.
2. pertaining to the highest heaven in the cosmology of the ancients.
Quotes
Outside, the even rows of white clouds folded like crests of waves on the empyreal blue.
-- R. Clifton Spargo, Beautiful Fools: The Last Affair of Zelda and Scott Fitzgerald, 2013
Origin
Empyreal derives from the Greek term empýrios meaning "fiery."

বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫

WordOfTheDay(17/11/2015)

Panglossian Audio Pronunciation


\pan-GLOS-ee-uhn, -GLAW-see-, pang-\
adjective
1. characterized by or given to extreme optimism, especially in the face of unrelieved hardship or adversity.
Quotes
During a career in which Mr. Wattenberg often presented a rosy view of the trajectory of the United States, some critics called him Panglossian. But he said the country had a long record supporting his beliefs. "In American history," Mr. Wattenberg once wrote, "the evidence suggests that it is the optimist who has been the realist."
-- Emily Langer, "Ben J. Wattenberg, writer and television commentator, dies at 81," Washington Post, June 29, 2015
Origin
Panglossian is derived from the name of a character in Voltaire's Candide, Dr. Pangloss, who believes that "all is for the best in the best of all possible worlds."

জনম জনম

তিথির কি হয়েছে সে নিজেও জানে না।
সে শুধু জানে তার হাঁটতে ভাল লাগে।
মতিঝিল থেকে টিপু সুলতান রোড, সেখান
থেকে গেণ্ডারিয়া। গেণ্ডারিয়া থেকে
সূত্রাপুর। এত ভাল লাগে কেন হাঁটতে? শুধু
মাঝে মাঝে হঠাৎ মেঘে মেঘে আকাশ যখন
কালো হয়ে যায়, যখন চক্রাকারে আকাশে
সোনালী ডানার চিল উড়তে থাকে তখন
কেন জানি সব ছেড়েছুঁড়ে ঘরে ফিরে যেতে
ইচ্ছে করে। এমন কোন ঘর যে ঘরে দু'বাহু
বাড়িয়ে কেউ-একজন অপেক্ষা করে আছে।
যে ঘরে পা দেয়া মাত্র বলবে-
মেঘলা দিনে কোথায় কোথায় ঘুরছিলে বল
তো? তিথি হাসবে। সেই মানুষটা কোমল
অথচ রাগী গলায় বলবে, হাসবে না তো।
হাসির কোন ব্যাপার না। দেখ না কেমন ঝড়
শুরু হল। এই দিনে কেউ বাইরে থাকে? তিথি
বলবে, হোক ঝড়। এস না আমরা খানিকক্ষণ
ভিজি।
-তুমি কি পাগল হলে তিথি?
-হ্যাঁ পাগল হয়েছি। এস তো।
তিথি সেই মানুষটাকে নিয়ে বৃষ্টিতে
ভিজবে। লোকটি যতই রাগ করবে সে ততই
মজা পাবে। কিন্তু তিথির জন্য তেমন কেউ
অপেক্ষা করে নেই, কোনদিন করবেও না।
তার জন্য অপেক্ষা করবে বিশাল আকাশ।
যে আকাশ সবার জন্যেই অপেক্ষা করে
আবার কারো জন্যই করে না...

By Humayun Ahmed

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

WordOfTheDay(13/11/2015)

hortatory Audio Pronunciation
Share on Twitter
Share on Facebook
Share on Google+
\HAWR-tuh-tawr-ee, -tohr-ee\
adjective
1. urging to some course of conduct or action; exhorting; encouraging: a hortatory speech.
Quotes
Some of these books were, on the face of it, frivolous and facetious; but many, on the other hand, were serious and prophetic, moral and hortatory. Merely to read the titles suggested innumerable schoolmasters, innumerable clergymen mounting their platforms and pulpits and holding forth with loquacity which far exceeded the hour usually allotted to such discourse on this one subject.
-- Virginia Woolf, A Room of One's Own, 1929

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

General Knowledge (12/11/2015)

  1. ১. কোন দেশের প্রেসিডেন্ট প্রতি বছর
    নির্বাচিত হন?
    ভিয়েতনাম
    থাইল্যান্ড
    সুইজারল্যান্ড
    ফিনল্যান্ড
    ২. 'আগুনের দ্বীপ' কোন দেশের উপনাম?
    ফিনল্যান্ড
    আইসল্যান্ড
    ডেনমার্ক
    সুইডেন
    ৩. বাংলাদেশ FAO-এর সদস্যপদ লাভ করে
    কবে?
    ১৯৭২ সালে
    ১৯৭৩ সালে
    ১৯৭৮ সালে
    ১৯৯২ সালে
    ৪. রাজউক প্রতিষ্ঠিত হয় কত সালে?
    ১৮৫৬
    ১৮৯০
    ১৯৫৬
    ১৯৭৪
    ৫. বাংলাদেশে প্রথম চা উৎপাদন হয় কবে?
    ১৮৪০ সালে
    ১৮৯১ সালে
    ১৯০৫ সালে
    ১৯২২ সালে
    ৬. চীনের মহাপ্রাচীরের বর্তমান দৈর্ঘ্য
    কত?
    ৫৫০০.২৫ কিমি
    ৮৮৫১.৮০ কিমি
    ২১১৯৬.১৮ কিমি
    ১৩১৭০.৭০ কিমি
    ৭. হাম হাম জলপ্রপাত কোথায় অবস্থিত?
    কমলগঞ্জ উপজেলায়
    বড়লেখা উপজেলায়
    শ্রীমঙ্গল উপজেলায়
    রাজনগর উপজেলায়
    ৮. ব্রিটেনের সিংহাসনে দীর্ঘকাল আসীন
    থাকার রেকর্ড কার?
    রানী প্রথম এলিজাবেথ
    রানী ভিক্টোরিয়া
    রাজা প্রথম উইলিয়াম
    রানী দ্বিতীয় এলিজাবেথ
    ৯. ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রার বর্ণ কয়টি?
    ৯ টি
    ২১ টি
    ২৬ টি
    ২৮ টি
    ১০. স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
    ৩ টি
    ২ টি
    ১ টি
    ৪ টি
    ১১. কবি সুকান্ত ভট্টাচার্য মারা যান কত
    বছর বয়সে?
    ২০
    ২১
    ২৩
    ২৭
    ১২. 'কলম' শব্দটি কোন ভাষা থেকে গৃহীত
    হয়েছে?
    আরবি
    ফারসি
    পর্তুগীজ
    উর্দু
    ১৩. 'রক্তকরবী' কোন জাতীয় রচনা?
    উপন্যাস
    নাটক
    গল্প
    কাব্যগ্রন্থ
    ১৪. 'লালসালু' উপন্যাসের রচনাকাল কবে?
    ১৯৪৮
    ১৯৫২
    ১৯৪৬
    ১৯৪৪
    ১৫. রপ্তানি আয়ে চামড়ার অবস্থান কত?
    ২য়
    ৩য়
    ৪র্থ
    ৫ম
    ১৬. সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বাইরে
    থেকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেতা
    যায় সর্বোচ্চ-----
    ৫%
    ১০%
    ১৫%
    ২০%
    ১৭. 'নারিকা-১' কি?
    এক ধরনের ধান
    এক ধরনের গম
    এক ধরনের ভূট্টা
    এক ধরনের ছাগল
    ১৮. অক্সফাম-এর সদর দপ্তর কোথায়?
    নিউইয়র্ক
    জেনেভা
    রোম
    লন্ডন
    ১৯. 'সার্ক ব্যাংক' গঠনের প্রস্তাব করে
    কোন দেশ?
    বাংলাদেশ
    নেপাল
    ভারত
    পাকিস্তান
    ২০. 'লাদাখ' কোন দুটি দেশের সীমান্তে
    অবস্থিত?
    পাকিস্তান-আফগানিস্তান
    ভারত-পাকিস্তান
    পাকিস্তান-চীন
    ভারত-চীন
    ২১. লোহার মধ্যে শব্দ বাতাসের
    তুলনায়----
    দ্বিগুণ দ্রুত চলে
    ৪ গুণ দ্রুত চলে
    ৮ গুণ দ্রুত চলে
    ১৫ গুণ দ্রুত চলে
    ২২. ইউনিকোড হল মূলত-----
    ২ বাইটের কোড
    ১৬ বাইটের কোড
    ৩২ বাইটের কোড
    ৪৮ বাইটের কোড
    ২৩. বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট
    কোথায় অবস্থিত?
    জয়দেবপুরে
    টঙ্গীতে
    কাপাসিয়ায়
    শ্রীপুরে
    ২৪. The characters 'Three Witches'
    are found in-----
    Macbeth
    Hamlet
    Gulliver's Travels
    Othello
    ২৫. ------ said, "The paths of glory
    lead but to the grave".
    Thomas Gray
    William Wordsworth
    Francis Bacon
    John Dryden

By 

বুধবার, ১১ নভেম্বর, ২০১৫

আর ভাবিস না খোকা, তুই যে আমজনতা রে বোকা!!!

নিঃশব্দে, বড়ই নিঃশব্দে সৌরদিনগুলো চলে যাচ্ছে..৯৯% ভাগ মানুষ, ৯৯% ঘটনা, ৯৯% আর্তনাদ পর্দার পেছনেই থেকে যাচ্ছে। হয়তো মহাবিশ্বের ৯৯% জীবন আশ্চর্যরকমভাবে একই রকমের নিঃস্তরঙ্গ। এজন্যই তো কোটি কোটি চোখ আটকে থাকবে রুপালি পর্দায়। মানুষরূপী অভিনেতারা উদ্ভট কল্পলোকের বর্ণনা সেখানে অকপটে দিয়ে যাচ্ছে যে! 
যুগে যুগে রূপালি নায়কদের বাস্তব প্রতিনিধিরা রঙের পসরা সাজিয়ে জগৎটাকে কঠিন করে তুলবে। পুরস্কার হিসেবে পাবে স্বাভাবিক কিন্তু মহাকাব্যিক মৃত্যু। 
আর আমরা৯৯% শ্রমিক?????? লড়ে যাব আমৃত্যু তাদের তুলিতে আরো রঙ চড়াতে।। আমরা৯৯% পৃথিবীর নাজায়েজ সন্তান কথা দিয়েছি, আজীবন ১% পরিচালকের মস্তিষ্কপ্রসূত নাট্যমঞ্চে নিজের সবটুকু উজার করে অভিনয় করে যাব।
জীবনের শুরুতে দেখেছিলাম ৬০ ওয়াটের হলদেটে বাতি। এখন দেখছি এনার্জী লাইটের আলো। অথচ কোন খবরই পেলাম না এই বৈপ্লবিক পরিবর্তনের! পাবই বা কেণ? আমাদের অধিকার আছে নাকি??? আমরা না শ্রমিক???? আমাদের রক্ত দেয়ার অধিকার আছে কিন্তু চিন্তা করার অধিকার নেই!!


Masuf Ahmed

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫

WordOfTheDay(09/11/2015)


lassitudeAudio Pronunciation


Share on Google+
\LAS-i-tood, -tyood\
noun
1. weariness of body or mind from strain, oppressive climate, etc.; lack of energy; listlessness; languor.
2. a condition of indolent indifference: the pleasant lassitude of the warm summer afternoon.
Quotes
"Lassitude!" Capiam dared not laugh but the word was totally inadequate to describe the total inertia that gripped his usually vigorous body. "Extreme lassitude! Total inertia! Complete incapacity!"
-- Anne McCaffrey, Moreta: Dragonlady of Pern, 1983
Origin
Lassitude stems from the Latin term lassus meaning "weary." The suffix -tude appears in abstract nouns of Latin origin.