আমি সমুদ্রের শব্দ শুনি
হাত ঘড়িতে সময় যখন রাত আড়াইটা,
আকাশটায় ভরা পূর্ণিমা আর হিম বাতাসে গায়ে কাঁপুনি
আমি সমুদ্রের শব্দ শুনি
খালি পায়ে ঠান্ডা স্রোত এসে ছুঁয়ে যায়
আর আমি ভিজে যেতে দেই আমার পা দু'খানি
আমি সমুদ্রের শব্দ শুনি
জোয়ার-ভাটায় ঢেউয়ের পাগলামি দেখি
আর দেখি চাঁদের আলোয় চিকচিক করা বালি
আমি সমুদ্রের শব্দ শুনি
তীরে দাঁড়িয়ে বন্ধ চোখে সাগরের ঘ্রাণ নেই
আর .. .. .. সমুদ্রের শব্দ শুনি .. .
By
Tanvir Akram Khan Emu
হাত ঘড়িতে সময় যখন রাত আড়াইটা,
আকাশটায় ভরা পূর্ণিমা আর হিম বাতাসে গায়ে কাঁপুনি
আমি সমুদ্রের শব্দ শুনি
খালি পায়ে ঠান্ডা স্রোত এসে ছুঁয়ে যায়
আর আমি ভিজে যেতে দেই আমার পা দু'খানি
আমি সমুদ্রের শব্দ শুনি
জোয়ার-ভাটায় ঢেউয়ের পাগলামি দেখি
আর দেখি চাঁদের আলোয় চিকচিক করা বালি
আমি সমুদ্রের শব্দ শুনি
তীরে দাঁড়িয়ে বন্ধ চোখে সাগরের ঘ্রাণ নেই
আর .. .. .. সমুদ্রের শব্দ শুনি .. .
By
Tanvir Akram Khan Emu