অনেক জিনিস আছে যা ছোটা বাচ্চা দের মুগ্ধ করেখুব সামান্য জিনিস।যেমন রংচঙে
বেলুন,,, খেলনা, হাওয়াই মিঠাইএগুলো কিন্ত বড় দের জিনিস না! ভুলেও না।
তুমিবড় হইছো, সুতরাং তুমি হাওয়াই মিঠাই খেয়ে জিহ্বা লাল নীল করতে পারবা
নাআইসক্রীম খেতে খেতে হাত মুখ ভরিয়ে ফেলতে পারবা না।আর মেয়ে দের জন্যে
বেপার টা বেশিই ভয়ানক।একটু বড় হলে তারা চুলে দুই বেনীও বাধে না।।এমনকি জোরে
শব্দ করে হাসে না। হাসির শব্দ গিলে ফেলে।একই সাথে কান্নার শব্দ। নিঃশব্দে
কান্না মেয়ে দের বড় গুন!!!! সবাই ভাবে যে বড় হলে হয়তো বা মানুষের
মনের ছেলেমানুষি গুলো হারিয়ে যায়। মন টারও হয়তো বয়স হয়ে যায়! কিন্ত
না,,,,,ছেলেবেলার ছেলেমানুষি গুলা ঠিক এ থাকে।মন খুলে হাসতেও ইচ্ছে হয়,,,
আবার কস্ট পেলে চিতকার করে কাদতেও ইচ্ছে হয়! আমরা সবাই শুধু সেই অনুভুতি
গুলো দাবায় রাখতে শিখে যাই।এতটাই বেশি লুকাতে থাকি যে ছোট বেলার কাছের
মানুষ,,, মা,, তাকেও গিয়ে জড়িয়ে ধরতে পারি না!বাবা দিবস এ বাবা কে বলতে
পারি না,"ভালবাসি".....আমি বুঝি না কি লাভ হয় ইচ্ছা গুলা দাবায়
রেখে?!?!অনুভুতিগুলো কে হাওয়ায় উড়তে দেয়াই ভাল।সময় থাকতে ইচ্ছে গুলো মিটয়ে
ফেলাই হয়তো বেশীশ্রেয়।নয়তো দিন শেষে পরিত্যাক্ত অনুভুতিগুলো ডাস্টবিনে ফেলে
দেয়ার পর মনে হয় আমাকে কেও বুঝে না .........
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন