বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

‪#‎স্বর্গ_০৭‬

তোমার আমার প্রতিটা দেখা
হাজারটা কবিতার আঁতুরঘর।
কি নামে ডাকি তোমায়-
শাদা দোলনচাঁপা যে কেনা হবেনা আমার।
কি বলে ডাকি তোমায়-
মনের মগ থেকে লিপস্টিকের দাগ কাটে আমায়।
তোমার হাতের মায়া পড়ে আছে সাত-তালার ঐ বারান্দাটায়,
আবার ডাকতে ইচ্ছে করে সাত-তালার ঐ স্বর্গটায়।
আবার ধরতে ইচ্ছে করে তোমার অস্থায়ী হাতটায়।
শুধু নাম ছাড়া ডেকে গেলাম তোমায়।।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন