আকাশ বাতাস কাঁপিয়ে জ্বর আসছে
যে দরজা দিয়ে জ্বর আসলো, সেই একই
দরজা দিয়ে একজন আর্মি অফিসারও আসলেন
তার এক হাতে রাইফেল অন্য হাতে ক্যামেলিয়া।
অত:পর একজন সুন্দরী অভিনেত্রী তার বাম হাত পেঁচিয়ে ধরলেন
ঠিক যেমনি করে জ্বর পেঁচিয়ে ধরেছে আমায়।
পরিচিত হিলের খট খট শব্দের পর একটা জীপ স্টার্ট নিলো
শুধু পরে রইলো ক্যামেলিয়া ।।
_
যে দরজা দিয়ে জ্বর আসলো, সেই একই
দরজা দিয়ে একজন আর্মি অফিসারও আসলেন
তার এক হাতে রাইফেল অন্য হাতে ক্যামেলিয়া।
অত:পর একজন সুন্দরী অভিনেত্রী তার বাম হাত পেঁচিয়ে ধরলেন
ঠিক যেমনি করে জ্বর পেঁচিয়ে ধরেছে আমায়।
পরিচিত হিলের খট খট শব্দের পর একটা জীপ স্টার্ট নিলো
শুধু পরে রইলো ক্যামেলিয়া ।।
_
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন