বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

।।নেইল-কাটার।। ২৮/১০/১৫

নখ কাটা হয়নি আমার,
সে একদিন বলেছিলো একটা নেইল-কাটার কেনে দেবে।
সবই ইতিহাস
ইতিহাস তার বলা "তাহলে আপ্নি আমায় বিয়ে করবেন? "
ইতিহাস এখন তার ঘর ভর্তি সেনাবাহিনী আর একদিন সে ই কিনা আমার কবিতা শুনার জন্য ব্যাকুল হতো।
নখ কাটা হয়নি আমার।
আক্ষেপ একটি নেইল-কাটার !!

_

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন