আমি তোমাকে যতোটা সুন্দর করে দ্যাখেছি
অতোটা সৌন্দর্য আর কেউ দ্যাখবেনা কোনদিন।
সুন্দরী, আমি তোমার রূপ দ্যাখা রীতমতো বিলাসিতারর পর্যায়ে নিয়ে গ্যাছি।
তোমার চামড়ার নিচের প্রতিটা শিরার উপকথা আমি জেনে গ্যাছি
সুন্দরী, আমি তোমাকে যে ফ্রেমে দ্যাখেছি
সে ফ্রেমে আর কেউ প্রেম খুঁজবে না।
আর খুঁজে তো অনেকেই
বুঝে কজন!
তোমার রূপ দ্যাখাকে আজকাল শিল্প বলে মনে হয়।
আমি আরো গভীরে তলাই
জ্যামিতীয় মারপ্যাঁচে তোমাকেই চাই।
সুন্দরী,আমি তোমাকে যতোটা সুন্দর করে দ্যাখেছি
অতোটা সৌন্দর্য আর কেউ দ্যাখবেনা কোনদিন।
সুন্দরী বড় প্রেমে পড়েছি তোমার
আমার খিদে পায়না।।
_
অতোটা সৌন্দর্য আর কেউ দ্যাখবেনা কোনদিন।
সুন্দরী, আমি তোমার রূপ দ্যাখা রীতমতো বিলাসিতারর পর্যায়ে নিয়ে গ্যাছি।
তোমার চামড়ার নিচের প্রতিটা শিরার উপকথা আমি জেনে গ্যাছি
সুন্দরী, আমি তোমাকে যে ফ্রেমে দ্যাখেছি
সে ফ্রেমে আর কেউ প্রেম খুঁজবে না।
আর খুঁজে তো অনেকেই
বুঝে কজন!
তোমার রূপ দ্যাখাকে আজকাল শিল্প বলে মনে হয়।
আমি আরো গভীরে তলাই
জ্যামিতীয় মারপ্যাঁচে তোমাকেই চাই।
সুন্দরী,আমি তোমাকে যতোটা সুন্দর করে দ্যাখেছি
অতোটা সৌন্দর্য আর কেউ দ্যাখবেনা কোনদিন।
সুন্দরী বড় প্রেমে পড়েছি তোমার
আমার খিদে পায়না।।
_
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন