নিঃশব্দে, বড়ই নিঃশব্দে সৌরদিনগুলো চলে যাচ্ছে..৯৯% ভাগ মানুষ, ৯৯% ঘটনা, ৯৯% আর্তনাদ পর্দার পেছনেই থেকে যাচ্ছে। হয়তো মহাবিশ্বের ৯৯% জীবন আশ্চর্যরকমভাবে একই রকমের নিঃস্তরঙ্গ। এজন্যই তো কোটি কোটি চোখ আটকে থাকবে রুপালি পর্দায়। মানুষরূপী অভিনেতারা উদ্ভট কল্পলোকের বর্ণনা সেখানে অকপটে দিয়ে যাচ্ছে যে!
যুগে যুগে রূপালি নায়কদের বাস্তব প্রতিনিধিরা রঙের পসরা সাজিয়ে জগৎটাকে কঠিন করে তুলবে। পুরস্কার হিসেবে পাবে স্বাভাবিক কিন্তু মহাকাব্যিক মৃত্যু।
আর আমরা৯৯% শ্রমিক?????? লড়ে যাব আমৃত্যু তাদের তুলিতে আরো রঙ চড়াতে।। আমরা৯৯% পৃথিবীর নাজায়েজ সন্তান কথা দিয়েছি, আজীবন ১% পরিচালকের মস্তিষ্কপ্রসূত নাট্যমঞ্চে নিজের সবটুকু উজার করে অভিনয় করে যাব।
জীবনের শুরুতে দেখেছিলাম ৬০ ওয়াটের হলদেটে বাতি। এখন দেখছি এনার্জী লাইটের আলো। অথচ কোন খবরই পেলাম না এই বৈপ্লবিক পরিবর্তনের! পাবই বা কেণ? আমাদের অধিকার আছে নাকি??? আমরা না শ্রমিক???? আমাদের রক্ত দেয়ার অধিকার আছে কিন্তু চিন্তা করার অধিকার নেই!!
Masuf Ahmed
যুগে যুগে রূপালি নায়কদের বাস্তব প্রতিনিধিরা রঙের পসরা সাজিয়ে জগৎটাকে কঠিন করে তুলবে। পুরস্কার হিসেবে পাবে স্বাভাবিক কিন্তু মহাকাব্যিক মৃত্যু।
আর আমরা৯৯% শ্রমিক?????? লড়ে যাব আমৃত্যু তাদের তুলিতে আরো রঙ চড়াতে।। আমরা৯৯% পৃথিবীর নাজায়েজ সন্তান কথা দিয়েছি, আজীবন ১% পরিচালকের মস্তিষ্কপ্রসূত নাট্যমঞ্চে নিজের সবটুকু উজার করে অভিনয় করে যাব।
জীবনের শুরুতে দেখেছিলাম ৬০ ওয়াটের হলদেটে বাতি। এখন দেখছি এনার্জী লাইটের আলো। অথচ কোন খবরই পেলাম না এই বৈপ্লবিক পরিবর্তনের! পাবই বা কেণ? আমাদের অধিকার আছে নাকি??? আমরা না শ্রমিক???? আমাদের রক্ত দেয়ার অধিকার আছে কিন্তু চিন্তা করার অধিকার নেই!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন