আস্ত একটি চাঁদ খুন হয়ে যায় মাঝরাতে,
সাক্ষী-সাবুদ নেই, নক্ষত্র কিংবা মানুষের মাঝে।
আততায়ীর ঠো্ঁটে ছিল দীপিকার হেম, কো্জাগরী পূর্ণিমা,
কষ্ট কি ছিলো? দীর্ঘ বিরহ?
হয়তো কিংবা না।
অকস্মাৎ মাঝরাতে খুন হয় চাঁদ প্রেমিকার ঠোঁটে, নিষিদ্ধ চুম্বনে,
অমল ধবল জোৎস্নায়।
সাক্ষী-সাবুদ নেই, নক্ষত্র কিংবা মানুষের মাঝে।
আততায়ীর ঠো্ঁটে ছিল দীপিকার হেম, কো্জাগরী পূর্ণিমা,
কষ্ট কি ছিলো? দীর্ঘ বিরহ?
হয়তো কিংবা না।
অকস্মাৎ মাঝরাতে খুন হয় চাঁদ প্রেমিকার ঠোঁটে, নিষিদ্ধ চুম্বনে,
অমল ধবল জোৎস্নায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন