বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

How long shall i wait


How long shall I wait?
For what? For what?
For something--for something I don't understand.
I am waiting, waiting in the womb of mid-night
I am waiting, waiting in the midst of sorrow and sufferings
I am waiting, waiting in the wide, wide field.
How long shall I wait?
For what? For what?
For something--for something I don't know.
How long shall i wait in the midst of meaninglessness?
How long shall I wait in the procession of living corpse?
How long shall I wait?
How long -------how long?

নস্টালজিয়া

কতকাল বেঁচে আছি ফুরফুরে বাতাসে
ধুকে ধুঁকে –
শৈশব আজ মায়াবী কিশোরীর মতো
চটুল ইশারায় ডেকে যায়
যেন তার সাথে কিছু কথা ছিল বাকি ।
কথা তো হয় না কতকাল
তার সাথে, যেন এক অচেনা পথিক --
আলোহীন পথ হেঁটে ক্লান্ত রদ্দুরের ঘাম মুছে
আলগোছে দাঁড়িয়েছে ক্ষণিক।
মনে পড়ে শৈশবের সেই বিস্মৃত কাচা-পাকা পথ
দিগন্তের বুক ছুঁয়ে হঠাৎ উধাও ।
একলা তালগাছ পৌরাণিক কারুকার্য নিয়ে
উদ্ধত মেঘেদের সাথে লুকোচুরি খেলে ।
নিরব অভিমানে ভরা সেই কিশোরীর চোখ
প্রলম্বিত বেদনায় ক্রমে নীল হয়ে আসে ।
আরও দূরে ক্রমশ ঘনায়মান নীল অন্ধকারে
প্লাবিত জ্যোৎস্নায় মরা গাঙের আকাবাকা শীর্ণ শরীর
যেন কিছু নয় --
মাছেদের ঝাঁক দল বেঁধে কোথা যায় নিরুদ্দেশে
এমনিত হেঁটেছি পথ আমি ক্রমাগত
নিঃসীম-শূন্যতায় ।

মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬

বিষণ্ণতা

কোন কোন বিষণ্ণতার গল্প পৃথিবীর
কাউকেই বলা যায় না ... অদ্ভূত সেই
বিষণ্ণতা, বিচিত্র সেই মন খারাপ

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬

অনুভূতি

তোমার গায়ে লাগেনা ধুলো 
আমার দুমুঠো চাল চুলো
রাখো শরীরে হাত যদি 
আর জল মাখো দু হাতে 
প্লিজ ঘুম হয়ে যাও দু চোখে 
আমার মন খারাপের রাতে ||

রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

অনুভুতির খাতা থেকে (25/09/2016)

নিলাঃ এই শোন; 
শুভঃ হুম বলো;
নিলাঃ আব্বু আমার জন্য পাত্র দেখছে; 
শুভঃ হুম, তারপর?
নিলাঃ পাত্র আমার পছন্দ হয়েছে।
শুভঃ জোস!
নিলাঃ তুমি কিছু বলবে না?
শুভঃ বললাম তো "জোস"!
নিলাঃ এই সিরিয়াস বিষয় নিয়ে মজা করো?
শুভঃ আরে আজব তো? কই মজা করলাম? এখন বলো এই পাত্র দিয়ে কি করবে?
নিলাঃ কি করব মানে?
শুভঃ না মানে, ভাই বানাবে নাকি বোন বানাবে?
নিলাঃ তুমি কি আমাকে বিয়ে করবে না?
শুভঃ আমি কিন্তু কখনো না বলিনি। তোমারই তো কিছুদিন পরপর নতুন নতুন পাত্র পছন্দ হয়। আমি তো অনেক আগেই তোমাকে পছন্দ করে বসে আছি!
মুচকি হাসি দিয়ে বাম হাতটা ধরে শুভর কাঁধে মাথা রাখলো নিলা।
শুভঃ এই একটু আদর পাবার জন্য এত ঢং কেন বাবা?
নিলাঃ চুপ থাকো।
হঠাৎ দমকা হওয়া বইলো। কিছু কাক লেকের উপর দিয়ে উড়ে গেলো। ভয় ভয় চোখ নিয়ে শুভ উপরের দিকে তাকালো। মাত্র একটা নারকেল এই রোমান্সকে ভর্তা করে দিতে পারে!!!

By: Zafor Iqbal

শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

ভালোবাসি

আবার যখনই দেখা হবে, আমি প্রথম সুযোগেই
বলে দেব স্ট্রেটকাটঃ 'ভালোবাসি'।
এরকম সত্য-ভাষণে যদি কেঁপে ওঠে,
অথবা ঠোঁটের কাছে উচ্চারিত শব্দ থেমে যায়,
আমি নখাগ্রে দেখাবো প্রেম, ভালোবাসা, বক্ষ চিরে
তোমার প্রতিমা। দেয়ালে টাঙ্গানো কোন প্রথাসিদ্ধ
দেবীচিত্র নয়, রক্তের ফ্রেমে বাঁধা হৃদয়ের কাচে
দেখবে নিজের মুখে ভালোবাসা ছায়া ফেলিয়াছে।
'ভালোবাসি' বলে দেব স্ট্রেটকাট, আবার যখনই দেখা হবে।

Word of the Day(August 17, 2016)


mountebankAudio Pronunciation
Share on Google+
\MOUN-tuh-bangk\
noun
1. any charlatan or quack.
2. a person who sells quack medicines, as from a platform in public places, attracting and influencing an audience by tricks, storytelling, etc.
Quotes
So you restored the money to the widow, publicly, of course, because you love playing to the gallery and ranting and posing, like the mountebank that you are.
-- Maurice Leblanc, The Confessions of Arsène Lupin, translated by Alexander Teixeira de Mattos, 1912

Word of the Day(August 18, 2016)


opacusAudio Pronunciation
Share on Google+
\oh-PEY-kuh s\
adjective
1. Meteorology. (of a cloud) dense enough to obscure the sun or moon.
Quotes
What is the cloudspotter to do when the cloud layer has grown thick enough to be of theopacus, rather than the translucidus, variety, so that it doesn't show the position of the sun or moon?
-- Gavin Pretor-Pinney, The Cloudspotter's Guide: The Science, History, and Culture of Clouds, 2006

সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

Word of the Day(August 14, 2016


sacerdotalAudio Pronunciation
\sas-er-DOHT-l\
adjective
1. of priests; priestly.
Quotes
... she saved enough to buy tall thick sacerdotal candles from an ecclesiastical shop in London.
-- Virginia Woolf, "Miss Pryme," The Complete Shorter Fiction of Virginia Woolf, 1985

শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

সে কি জানে

সে কি জানে, অভিমানে তোকে
হাসাতে?
সে কি পারে, বুকে ধরে তোকে
ভোলাতে?
তোর প্রিয় গান কে গেয়ে শোনাবে?
বল আমার থেকে কে তোকে ভালো
জানে!
ইশারাতে খুজে বেড়াই তোকে স্বপনে
তোর নাম ডেকে হেসে ফেলি
আনমনে।
কে নিয়ে যাবে তোকে রুপকথার
দেশে
বল আমার থেকে কে তোকে ভালো
জানে!
কতদিন হয়ে গেছে দেখিনি তোকে
তোকে মন ডাকে!
ঘুম থেকে উঠে প্রথম তোকে দেখে সে
প্রতিদিন!
তার কোলে মাথা রেখে কমে যায়
কি তোর ব্যথা, বল না।
তবে আয় ফিরে ঘরে
একসাথে শুনবো তোর মনের কথা।
সে কি জানে, অভিমানে তোকে
হাসাতে?
সে কি পারে, বুকে ধরে তোকে
ভোলাতে?
তোর প্রিয় গান কে গেয়ে শোনাবে?
বল আমার থেকে কে তোকে ভালো
জানে!


আমি সম্ভবত খুব ছোট কিছুর জন্য

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো
ছোট ঘাসফুলের জন্যে
একটি টলোমলো শিশিরবিন্দুর জন্যে
আমি হয়তো মারা যাবো চৈত্রের বাতাসে
উড়ে যাওয়া একটি পাঁপড়ির জন্যে
একফোঁটা বৃষ্টির জন্যে

Word of the Day(August 11, 2016 )


blandishmentAudio Pronunciation


Share on Google+
\BLAN-dish-muh nt\
noun
1. something, as an action or speech, that tends to flatter, coax, entice, etc.: Our blandishments left him unmoved. We succumbed to the blandishments of tropical living.
Quotes
This daughter or Atlas has got hold of poor unhappy Ulysses, and keeps trying by every kind of blandishment to make him forget his home, so that he is tired of life, and thinks nothing but how he may once more see the smoke of his own chimneys.
-- Homer, The Odyssey, translated by Samuel Butler, 1900

বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬

Word of the Day(August 10, 2016 )


titivateAudio Pronunciation

Share on Google+
\TIT-uh-veyt\
verb
1. to make smart or spruce: She titivated her old dress with a new belt.
2. to make oneself smart or spruce.
Quotes
“Come on, lovey, just a little cup of tea and a nice piece of cake. There'll be plenty of time to titivate afterwards.” “Titivate?” Joanna said slowly as if this was some strange foreign word she had not heard before. “Titivate? What for?” [...] “I'm not going out anywhere if that's what you mean.”
-- Nina Bawden, A Little Love, a Little Learning, 1965

বুধবার, ১০ আগস্ট, ২০১৬

Word of the Day(August 09, 2016 )


simoleonAudio Pronunciation


Share on Google+
\suh-MOH-lee-uh n\
noun
1. Slang. a dollar.
Quotes
What few people know is that Gussie had inked a Lone Star in one corner of every singlesimoleon. Gussie's bills turn up in the strangest places -- like Effie Sue Etheridge's garden and the effects of two teen-age runaways ...
-- Kit Reed, "In Short: Fiction; The Laying Out of Gussie Hoot," New York Times, January 20, 1991

মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

ভালবাসার কাঠগড়া

ভালবাসার কাঠগড়া যেমন উদার তেমনি নিষ্ঠুর,খুব সহজেই সে কোন সিদ্ধান্ত জানাতে পারে না।তুমি সত্যিকার অর্থে আমাকে কখনোই নি:সঙ্কোচে প্রেম নিবেদন করনি,কিন্তু আমাকে সলতে বানিয়ে হৃদয়ে জ্বেলেছ প্রেমের প্রদীপ।ওরে,তোমাকে পাওয়ার অধিকার না থাক,চাইবার অধিকার তো আছে??
-Fahim

সোমবার, ৮ আগস্ট, ২০১৬

বন্ধু এবং বন্ধুত্ব

বন্ধু আর বন্ধুত্বের অপার্থিব রূপ, "মিথ্যা বন্ধুর" কুৎসিত নোংরা রূপ দেখেছি অনেক আগেই দেখেছি।বারবার বিশ্বাস করে হোঁচট খেয়েছি, কখনো হুমড়ি খেয়েছি।"সত্য বন্ধুরা" ছুটে এসেছে আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করার জন্য।বারবার শিক্ষা হয়েছে।শিক্ষা নিয়েছি।বন্ধুসংখ্যা কমে গিয়েছে।অল্পসংখ্যং বন্ধুর মাঝে পেয়েছি বিশ্বাস আর আস্থার খোঁজ।যেকোন সম্পর্কের বেজ হল 'বিশ্বাস'।'বন্ধু' বিষয়ে কিছু বিষয় জেনে নিই,
১) বন্ধু আর সহপাঠীর মধ্যে পার্থক্যের স্পষ্ট ধারণা রাখুন।
২)কাউকে টার্গেট করে, কোন উদ্দেশ্য নিয়ে কারো সাথে বন্ধুত্ব না করাই ভালো।এতে করে, টার্গেট ফিল আপ হলে বা উদ্দেশ্য সাধন হলে বন্ধুত্ব আর থাকবেনা।
৩)একটি নতুন জায়গায় গেলে বিশ্বস্ত বন্ধু পেতে হলে আপনার কমপক্ষে ৭-১২ মাস লাগবে।খুব দ্রুত বিশ্বস্ত বন্ধু পেলে সেটা মায়া কিংবা ঘোর।মায়া কেটে গেলে নিজেকে ভুল জায়গায় আবিষ্কার করতে পারেন।
৪)কারো সাথে নতুন নতুন মিশলে তাকে মানুষ হিসেবে পছন্দ হলে তিনটি বিষয় খেয়াল করুন,
ক) মানসিক উচ্চতা
খ)মানসিক সংযুক্তি
গ)নৈতিক মূল্যবোধ
ধরুন, আপনার মানসিক উচ্চতা ১০ সেমি আর আপনার বন্ধুর ৫।৫ বছর একসাথে চললে ফিরলে আপনার মানসিক উচ্চতা ৫ এ নেমে আসবে, কথা দিলাম।
মানসিক সংযুক্তি
আপনি কাঁদাযুক্ত মাঠে পিঁছলে পড়েন, আপনার ভালোবন্ধুরা একপ্রস্থ হেসে নিয়ে হাতটা বাড়িয়ে দিবে।যারা হাত বাড়িয়ে দিচ্ছে তাদের আগলে রাখুন।যারা কাঁদা লাগার ভয়ে কেটে পড়েছে, তাদের মাইনাস করতে শিখুন মন থেকে।
নৈতিক মূল্যবোধ
উপরের দুটি বিষয় ঠিক রেখে নৈতিক দিকটি ঠিক না থাকলেই নয়।বন্ধুর সাথে চলতে গিয়ে যদি দেখেন, নৈতিক মূল্যবোধ বিপদসীমা অতিক্রম করেছে তাহলে নতুন কিছু ভাবুন।
৫) 'বিশ্বাস' ভাঙলে কোন প্রসঙ্গ, কোন সীমাবদ্ধতার কথা ভেবে লাস্ট চান্স দিলে
আপনার জন্য সামনে আরো খারাপ কিছু অপেক্ষা করছে।
৬)" শত্রুকে পরাজিত করতে হলে আগে বন্ধু বানাও"।সো, হঠাৎ কেউ খুব কাছে আসতে চাইলে সাবধান হওয়া উচিত।
আপনি পোস্টটি এই পর্যন্ত পড়েছেন?মোটামুটি মিলেছে?
তাহলে, উপরোক্ত বক্তব্যের বিবেচনায় আমার 'বন্ধু' ৫/৬ জন।বিবাড়ীয়া, কুমিল্লা, ঢাকা পড়াশোনা করে এখন বরিশালে পড়তেছি।তাও..
সাইকোলজি বলে, আপনার ৪/৫ জন বেস্ট ফ্রেন্ডের মধ্যে একজনকে আপনি অপছন্দ করেন।তাকে কষ্ট দিবেন না, বৈষম্য করবেন না, কিছু আশাও করবেন না তার কাছে তাহলে তিনি আপনাকে নিরাশ করবেন।
বন্ধুদের আঁকড়ে ধরে রাখুন
বন্ধুত্বের জয় হোক
বন্ধুদের প্রতি উদার হোন
বন্ধুত্বের প্রতি কট্টর হোন
শুভ বন্ধু দিবস

মায়াজাল

এত কাছে টেনেও দূরে সরিয়ে দিলে
বন্ধুত্বের নীল গোলাপ ফেলে দিলে জলে
আমায় ভাসালে চলন বিলে
হয়ত ফেসেছিলাম তোমার মায়াজালে
ধ্বংস করে দিলে দাবানলে
আমি ছিলাম তোমার অপেক্ষা বিরলে
বড়ই অবহেলিত আমি তোমার অন্তর স্থলে ।
-Shuddha

রবিবার, ৭ আগস্ট, ২০১৬

How to send and reply to email

The problem with email is that people think it's electronic mail.
Email is not mail in electronic form. You are not writing a letter.
Few send readable email or tap the deliberative potential of the medium.
For example, email should be formatted into points--not paragraphs.
And, you should not always reply above the message you were sent.
Many of the tips below are already widely followed in academia, where debate and discussion over email have been taking place for decades.
[You can consider the advice that follows the digital distillation of Florence Isaacs's excellent how-to on professional correspondence, Business Notes.]

Email is not free

The opportunity cost of email makes a postage stamp look cheap.
You can reduce that opportunity cost by:
  • not sending email;
  • keeping it short;
  • creating informative subjects;
  • breaking your message into points;
  • replying to points instead of emails;
  • placing action items at the top;
  • sorting points by priority;
  • breaking long emails into multiple emails; and
  • being polite.

When to send email

If you're asking a question, first check:
  • Google;
  • Quora; and
  • maybe even Twitter.
Also consider, Can I wait to ask until I see her in person?
If yes, wait until then.

Special advice for programmers

If you're a programmer, do not email this question:
 What happens when I run the following code?

  code here
If you want to know what happens, run the code.
Or, read the documentation.
Or, run the code through a debugger.
Or, instrument the code with print statements.
If that doesn't work, explain why in your email.

Keep it short

An email should be as short as possible.
Try living with the five sentences rule for a week.
Hone your brevity on twitter.

Subject

A subject should be informative, and about 72 characters or less.
If the entire email fits in the subject, put it in the subject.
If you think that's rude, it's not.
If you insist that it's rude, put "Thanks!" in the body.
If the email fits in the subject, it takes a click out of processing it, and raises the probability of a reply.
(If the recipient gets hundreds of emails per day, clicks add up.)
If the email doesn't fit in the subject, the subject should contain the most critical details, such as the date, time and location of a meeting, or the top action item and deadline.
For example, don't send "Save the Date" as a subject.
Send "Event Title, Save the Date: Date."
In short, the subject must provide enough information for the recipient to know how to prioritize and act on an email quickly.

Points, not paragraphs

Paragraphs work well for essays.
If your email is an essay, go ahead and use paragraphs.
If not, put a blank line after every point, which usually means after every independent thought, and certainly after every question.
For example, don't send the following:
I had some ideas about using X to do Y.
Is that possible?  It doesn't seem possible to
do X without doing W.  I also thought we might
be able to do A. I saw paper on B.  Did you
read it?  I really like Q because R, S
and T.  
It should read:
I had some ideas about using X to do Y. Is that possible?
 - It doesn't seem possible to do X without doing W.

I also thought we might be able to do A.

I saw a paper on B. Did you read it?

I really like Q because
 (1) R;
 (2) S; and
 (3) T.
In short, shape the text to indicate the structure of your message.
Strategic whitespace makes a document less threatening to a reader.
Large blocks of text short-circuit reader attention.

Reply to points

If you want to have a discussion, don't put it on top of the message.
Reply to its points.
That is, don't do this:
You can't use X to do Y, but you can do Y with U and V. 
You're right about X and W. Agreed - we might be able 
to do A. I haven't seen the paper. Can you send it? Q
is nice, but R is too expensive and S will take too long.
T is feasible.

Your friend wrote:
> I had some ideas about using X to do Y.
> Is that possible?  It doesn't seem possible to
> do X without doing W.  I also thought we might
> be able to do A. I saw paper on B.  Did you
> read it?  I really like Q because R, S
> and T.
Try this instead:
> I had some ideas about using X to do Y. Is that possible?

No, but you can use U and V instead.


> - It doesn't seem possible to do X without doing W.

That's right.


> I also thought we might be able to do A.

Agreed.


> I saw a paper on B. Did you read it?

No. Can you send it?


> I really like Q because

I like it too.


>  (1) R;

Too expensive.


>  (2) S; and

That will take too long.


>  (3) T.

That's feasible.

Exceptions

Feel free to reply on top if your reply is a single point, and not addressed to any specific part.
If you only want to address part of a message, delete any part not relevant to what you're responding to.

Place action items on top

If there are things that the recipient must do, place them up top instead of burying them in the body. Many email clients give a preview of the top part of the message, so these are likely to be seen.
That is, try sending the following:
Action item: Send nominees for X before date Y.

page of text on who is eligible for X
not:
page of text on who is eligible for X

Can you send nominees for X before date Y?

Sorting points by priority

Assume that only the top 5 lines of any email will be read.
Put anything critical in those lines.
For the remainder, points should be sorted by most to least important.

Reply to all or reply to sender?

When replying to an email, click reply to all.
After you've written the email, decide who in the recipients list is still a necessary recipient, and delete the rest.
Add anyone that has become relevant.

Breaking up emails

If you're emailing the same person about several distinct topics, it is usually a good idea to split the email apart into individually processable emails.

Manners

Don't forget to add "Please" or "Thank you" when and where appropriate.
A "Thanks!" often comes off as more sincere than "Sincerely."

শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

অনুভুতির খাতা থেকে (০৫ অগাস্ট ২০১৬)

ফাইরোজের ঘুম ভাঙল দুপুর বারটা সতেরতে। এত বেলা করে সে কখনোই উঠেনা। প্রতিদিন সবার আগে উঠে সে। মুখ-হাত ধুয়ে দুকাপ চা বসায়। এক কাপ নিজের জন্য, আরেক কাপ বাবা মোহাম্মদ হোসেন সাহেবের জন্য। মোহাম্মদ হোসেন সাহেবও অনেক ভোরে উঠেন। ড্রইং রুমে খবরের কাগজ হাতে বসেন আর মেয়ের হাতের চায়ের জন্য অপেক্ষা করেন। ফাইরোজ যখন চায়ে পাতা দেয় তখন উঠেন মা রশীদা আখতার। তিনি চা খাননা। শোবার ঘর থেকে বের হয়ে চুলে খোঁপা বাঁধতে বাঁধতে ফাইরোজ কে বলেন, ও! তুই উঠেছিস, মা? ফাইরোজ কোন কথা বলেনা। সকাল বেলা কথা কম বলতে ভাল লাগে। সে চায়ে চিনি দেয় গুনে গুনে তিন চামুচ।
কিন্তু আজ পরিস্থিতি সম্পুর্ণ ভিন্ন। সে ভর দুপুর নাগাদ ঘুমাচ্ছে অথচ তাকে কেউ কিছু বলছেনা। ঘুমিয়ে ঘুমিয়ে পিঠ ব্যাথা করছে। আশ্চর্য! মা তাকে ডাকলেননা কেন? উঠে বসতেই ফাইরোজের কাশি শুরু হল। ৩-৪ বার কেশেই শেষ। এই ৩-৪ বার কাশিতেই তার গলা ব্যাথা হয়ে গেছে। গলার নিচে বুকের উপরটা জ্বলছে। সে বুকে হাত চেপে ভ্রু কুঁচকে কি যেন বলতে চাইল। একি! খাটের নিচে হাঁস ডাকছে নাকি? ফাইরোজ চমকে উঠল। হাঁস ডাকছে না। তার গলা বসে গেছে। সে আরেকবার মাকে ডাকার চেস্টা করল। লাভ হলনা। গলা দিয়ে হাঁসের মত প্যাক প্যাক আওয়াজ বেরুচ্ছে। মুখ-হাত ধুয়ে সে রুম থেকে বেরুল।
বের হয়েই সে লক্ষ করল আজ ঘরে কেমন যেন উত্‍সব উত্‍সব ভাব। মোহাম্মদ হোসেন সাহেবকে দেখা গেল ইস্ত্রি করা কড়কড়ে পাঞ্জাবী পড়ে সোফায় বসে পান খাচ্ছেন। ব্যাপারটা কী? জুনায়েদ কে দেখা গেল নিজের রুম থেকে ছুটে বেরুচ্ছে। জুনায়েদ ফাইরোজের ছোট ভাই। ফাইরোজ কে দেখে সে দাড়িয়ে গেল। ফাইরোজ বলল, প্যাক প্যাক প্যাক।
ইখতিয়ার কিছুক্ষন হাঁ করে তাকিয়ে থাকল। তারপরেই হা হা করে হাসতে শুরু করল। ঘরে মেহমান এসেছে কিনা এটা জানতে চাওয়া কি খুব হাস্যকর কোন ব্যাপার? বেকুবটা হাসতে হাসতে পেট চেপে ধরেছে কেন? ফাইরোজের ইচ্ছে করল কান টেনে মুচড়ে দেয়। তা হলনা। ইখতিয়ারের হাসির শব্দে রান্নাঘর থেকে রশীদা আখতার ছুটে এসেছেন। ফাইরোজকে দেখে বললেন,ও! তুই উঠেছিস, মা? ফাইরোজ দেখল উত্তরা থেকে তার বড় আপাও এসেছে। পাশে দেখা গেল দুলাভাই। তার মুখটাও হাসি হাসি। চোখে রহস্য। তিনি মাথা দুলিয়ে বললেন, কী শ্যালিকা, ঘুম ভাঙল?
দুলাভাইর সামনে হাঁসের মত প্যাকপ্যাকে গলায় কথা বলার কোন মানে হয়না। সে হনহন করে তার রুমে ফিরে এল। পেছন পেছন এলেন রশীদা আখতার। তিনি মেয়ের পাশে বসলেন, মাথায় হাত রাখলেন। মেয়ের অভিমানী চেহারার দিকে তাকিয়ে বললেন, আজ দুপুরে তোকে দেখতে আসবে। তোর বাবার বন্ধুর ছেলে। ভাল চাকরী করে। রাজপুত্রের মত দেখতে।
ফাইরোজ বলল, প্যাক প্যাক প্যাক।
ধুর বোকা মেয়ে! মেয়ে মানুষ বিয়ে করবিনা তাই কি হয় নাকি! তাছাড়া দেখলেই তো বিয়ে হয়ে যাচ্ছেনা!
প্যাক প্যাক প্যাক প্যাক!
লক্ষী মা আমার, মন খারাপ করিসনা। যা। বাথরুমে তোর গোসলের পানি, টাওয়েল, একটা নতুন সাবান সব দিয়ে এসেছি। আর শোন, আমার নীল শাড়িটা পরিস। বাথরুমে সব রাখা আছে।
কি আশ্চর্য! মা তার সব কথা বুঝতে পারছে! ইখতিয়ার কেন বুঝলনা? মা-রা সব বুঝেন। ফাইরোজ মিন মিন করে বলল, প্যাক প্যাক।
রশীদা আখতার মেয়ের কপালে চুমু খেয়ে উঠে গেলেন। তিনি জানেন আজই বিয়ে পড়ানো হয়ে যাবে। ছেলেপক্ষের অপছন্দ হবার কোন কারন নেই। সৃষ্টিকর্তা তার মেয়েকে ঐশ্বরিক রূপ আর যৌবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। অথচ এইতো সেদিন ছোট ছোট পায়ে মেয়েটা ঘরময় হেঁটে বেড়াত। মাথায় লাল রবার ব্যান্ডের এক ঝুঁটি। হাসলে নিচের পাটির দুটি মাত্র দাঁত দেখা যেত। রশীদা আখতারের চোখে পানি চলে আসছে। বিয়োগের কষ্ট মেশানো অতি সুখের এ অশ্রু তিনি কাউকে দেখাতে চাননা।

ফাইরোজ গোসল সেরে বের হয়েছে। তার ঈশত্‍ ভেচা চুল বাম কাঁধের উপর দিয়ে বুকের উপর এসে পড়েছে। পরনে নীল সিল্কের শাড়ি। পাড়ে সোনালী কাজ করা। শাড়ির সাথে মিলিয়ে ব্লাউজ। ব্লাউজের হাতায়ও সোনালী কাজ। সে দাড়িয়ে আছে বারান্দার রেলিঙে হেলান দিয়ে। বারান্দার সামনে কৃষ্ণচূড়া গাছটা ফাইরোজের খুব প্রিয়। এই গাছ তার সাথেই বড় হয়েছে। ছোট বেলায় খেলেছে এই গাছের নিচে। কেটেছে কিশোরীকাল। কিছুদিন আগেও সে এসে দাঁড়িয়ে থাকতো এই গাছের নিচে। তারা কথা বলত চোখের আর হাতের ইশারায়। কেটে যেত সারাটা বিকেল। আজ গাছটা একা। আরো একা হয়ে যাবে।
আগুনলাল কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়ে ফাইরোজ এখন কি ভাবছে তা আমরা জানিনা। তার ভেজা চুলে সোনালী রোদ পড়ে চিকচিক করছে। চোখে কাজল। মুখে এসে পড়ছে কৃষ্ণচূড়ার লালচে আভা। কী সুন্দরই না তাকে লাগছে!!

-Sharzil Ahamed

বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

WordOfTheDay(3rd August 2016)


FletcherizeAudio Pronunciation


Share on Google+
\FLECH-uh-rahyz\
verb
1. to chew (food) slowly and thoroughly.
Quotes
... don't choke down your food. Eat slowly. Fletcherize--chew your food, you know. I know you're nearly famished, but you must gradually accustom yourself to a proper diet.
-- L. Frank Baum, Aunt Jane's Nieces Out West, 1914

A philosophy about life


জীবনকে উপভোগ করার জন্য জীবনের সময়কে তিন ভাগে ভাগ করা হলঃ শৈশবকাল, যৌবনকাল, এবং বৃদ্ধ কাল।
জীবনকে উপভোগ করার ক্ষেত্রে তিনটি মাপকাঠি নেয়া হলঃ সময়, অর্থ, ও উদ্দীপনা।
শৈশব কালে হাতে প্রচুর সময় ও উদ্দীপনা আছে, কিন্তু অর্থের অভাবে জীবনকে উপভোগ করা হচ্ছে না,
যৌবন কালে হাতে প্রচুর অর্থ ও উদ্দীপনা আছে, কিন্তু সময়ের অভাবে জীবনকে উপভোগ করা হচ্ছে না,
আর
বৃদ্ধ কালে হাতে প্রচুর সময় ও অর্থ আছে, কিন্তু উদ্দীপনার অভাবে জীবনকে উপভোগ করা হচ্ছে না।
(Collected)

Today's Vocabulary(04th August)

Today's Vocabulary From Today's -"The Guardian "
Veteran -অভিজ্ঞ,দীর্ঘকালের পুরনো কর্মী
Denounced -নিন্দা করা
Intervention-হস্তক্ষেপ
Persuaded -রাজী করানো
Subsequent -পরবর্তী
Disconcerting - বিশৃঙ্খল করা
Endorsement-সাব্যস্তকরণ,অনুমোদন

ইংরেজি Clause/phrase নির্ণয়ের সহজ ও অব্যার্থ নিয়ম

ইংরেজি Clause/phrase নির্ণয়ের সহজ ও অব্যার্থ নিয়ম:
Mcq test এ Clause/phrase সঠিকভাবে নির্ণয় করা সময়সাপেক্ষ এবং ভুল করার সম্ভাবনা প্রবল।কিন্তু নিচের স্টেপগুলো মুখস্থ করে পরীক্ষার হলে দ্রুততার সাথে এপ্লাই করলে সহজেই মাত্র ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডে নির্ভুলভাবে Clause/phrase এর টাইপ নির্ণয় করা সম্ভব।আজ শুধু Clause নির্ণয়ের তিনটি ধাপ লিখেছি,আশা করি উপকৃত হতে পারেন।
স্টেপ ১:Clause নির্নয় করার সময় প্রথমেই মনে রাখবেন Underlined করা clause এর কিছু পড়তে যাবেন না।বিভিন্ন গাইড বইয়ে অনেক কথা বা বিভিন্ন কোচিংয়ে স্যারেরা প্রথমেই IT দিয়ে প্রতিস্থাপন করা টেকনিক শেখায়,এতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে।তাই এবার প্রথমেই Underlined করা অংশ আঙ্গুল দিয়ে বন্ধ করুন।বাকী অংশটুকু পড়ুন।যদি বাকী অংশটুকু সম্পূর্ন মনের ভাব প্রকাশ করে অর্থাৎ অর্থপূর্ন বাক্য হয় তাহলে ঐ Underlined করা Clause টি আসলে Adverb ছিল।অর্থাৎ এটিAdverb clause!!!
Mcq test এ রকম যদি পেয়ে যান তাহলে পরের স্টেপে যেতে হবেনা,আর যদি না হয় অর্থাৎ Underlined clause বন্ধ করার পর বাকী অংশ অর্থপূর্ন বাক্য প্রকাশ করছেনা তখন আপনাকে বুঝতে হবে এটি Adjective/noun clause হতে পারে। তাহলেএবার যেতে হবে স্টেপ ২ তে।
স্টেপ ২: এবার আপনাকে Underlined করা Clause টির ঠিক সামনের Word টি চিনতে হবে।য়দি সেই Word টি Noun হয় তহলে Clause টি অবশ্যই Adjective হবে।
কিন্তু যদি Underlined করা Clause টি Verb হয় তাহলে সেটি হয় Adverb অথবা Noun হতে পারে।সুতরাং পরের স্টেপে যেতে হবে।
স্টেপ ৩:Verb এর ঠিক আগে বা ঠিক পরেই Underlined clause টির বদলে ''IT" ধরুন/মনে করুন।যদি সম্পূর্ন অর্থ প্রকাশ করে তাহলে সেটি Noun Clause হবে।আর যদি না হয় তাহলে Adverb clause।এছাড়াও একটি বিষয় খেয়াল করবেন Under lined clause টির সামনের Word টি Article(a/an/the) বা Possesive যেমন Me/mine হলে Underlined Clause টি Noun Clause.
NB:Intrnsitive verb এর পর Adverb হয়,যেমন Read,burn,love..এর পর Underlined clause টি IT দ্বারা প্রতিস্থাপন করা গেলেও সেটি Adverb clause।
যেমন We read (........)। এটি Adverb clause।
আশাকরি এই নিয়ম ফলো করলে কোন Clause নির্ণয় ভুল হবেনা।মজার বিষয় হল। এই তিন ধরনের Phrase অর্থাৎ Adverb,Adjective এবংNoun phrase নির্ণয়ের নিয়ম হুবহু একই।বাকী চারটি Phrase নির্ণয়ের নিয়ম আগামীকাল লিখব।
ভালভাবে প্র্যাকটিস করুন সহজ লাগবে,দ্রুত করতে পারবেন, প্র্যাক্টিসের জন্য English SOS বইয়ের ২৫১-২৬১ Page এ দেখুন।
ধন্যবাদ।
মো:আনোয়ার হোসেন।

ভাষান্তর(০৪ আগস্ট, ২০১৬)

আজকের প্রথম আলোর সম্পাদকীয় এর ভাষান্তর:
০৪ আগস্ট, ২০১৬
ভূমিবিরোধ নিষ্পত্তিই শান্তি নিশ্চিত করতে পারে
To solve land-dispute can ensure peace
পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন
Land Commission in Chittagong Hill-Tracks
গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন, ২০১৬’-এর যে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে, তা বিলম্বে হলেও সেখানকার ভূমিবিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে ইতিবাচক ফল দেবে বলে আশা করি।
It is optimistic that Chittagong Hill-Tracks Land Dispute Commission (Amended) Law-2016 has been approved ethically by a meeting of ministry on last Monday will bring positive result.
মূল আইনে ভূমি কমিশনে চেয়ারম্যানের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত।
In original law of Land Commission, Chairman’s decision was ultimate.
সংশোধনীতে সেটি পরিবর্তন করে চেয়ারম্যানসহ সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার বিধান রাখা হয়েছে।
But in amended law, it has been changed into the decision of the majority with the Chairman.
পাঁচ সদস্যের এই কমিশনে কোরাম হওয়ার ক্ষেত্রে চেয়ারম্যানসহ দুজন সদস্যের স্থলে তিনজন উপস্থিত থাকার কথাও বলা হয়েছে সংশোধনীতে।
For session of this commission, 3 members must present in lieu of two with the chairman has also amended.
এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষ থেকে যেসব সুপারিশ করা হয়েছিল, তারও অধিকাংশ গ্রহণ করা হয়েছে।
Besides, all the suggestions given by the Hill-Tracks Solidarity Committee are accepted mostly.
সে ক্ষেত্রে ভূমি কমিশন সক্রিয় করার ক্ষেত্রে আর বাধা আছে বলে মনে হয় না।
In this part, to activate Land Commission, it is thought that there is no bar.
একাধিক পাহাড়ি নেতা সংশোধনীকে স্বাগত জানিয়ে দ্রুত ভূমিবিরোধ নিষ্পত্তির তাগিদ দিয়েছেন।
Several leaders of Hill-Tracks welcome this amendment and emphasize to solve land dispute shortly.
মন্ত্রিপরিষদ সচিবও সংসদ অধিবেশনের অনুপস্থিতিতে অধ্যাদেশের মাধ্যমে অবিলম্বে এটি আইনে পরিণত করার কথা বলেছেন।
The Cabinet Secretary has said, it will turn into law through ordinance in absence of parliamentary session.
১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চুক্তির ফলে পাহাড়ে কয়েক দশকের সংঘাতের অবসান ঘটে।
2 December, 1997, then Awamileague Government made a treaty with Hill-Tracks Solidarity Committee that ends conflict in hilly area.
গত ১৮ বছরে পার্বত্য চুক্তির অনেক ধারা বাস্তবায়িত হয়েছে।
Within in last 18 years, most of the terms of that treaty have been implemented.
কিন্তু পাহাড়িদের মূল যে দাবি ভূমির ওপর তাদের অধিকার প্রতিষ্ঠা, তার সুরাহা করা যায়নি নানা জটিলতার কারণে।
On the other hand, the major demand of hilly people to establish their rights on land has not been solved for different problems.
আশা করা যায়, ভূমি কমিশন আইনের সংশোধনীর পর বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের নেতৃত্বাধীন কমিশন দ্রুত কাজ শুরু করবে।
It is hopeful that after the amendment of Land Dispute Law, commission will work shortly under the judiciary commission of Anowarul Haque.
বর্তমানে ভূমিবিরোধ নিয়ে চার হাজারের বেশি মামলা আছে।
Now there are four thousands case filed with land dispute.
সেগুলো নিষ্পত্তি করাই হবে তাদের প্রধান কর্তব্য।
To solve those will be the key responsibility of them.
পাহাড়িদের দাবি, চুক্তি সই হওয়ার পরও তাদের অনেক জমি বেদখল হয়ে গেছে।
Hilly people demand that after being the treaty, their land is still ousted.
আইনি সুরক্ষা না পেলে আরও জমি হাতছাড়া হওয়ার শঙ্কা রয়েছে।
A fear that more land can be ousted, if there is no law’s protection.
এ কথা সত্য যে পাহাড়ে এখন মোটামুটি শান্তি বজায় আছে।
It is true that there is peace in hilly areas.
কিন্তু ভূমিবিরোধের নিষ্পত্তি ছাড়া সেখানে স্থায়ী শান্তি ও টেকসই উন্নয়ন অধরাই থেকে যাবে।
But without solving land dispute, sustainable peace and development will remain behind the scene.
ভাষান্তর: ম. পারভেজ, 

কতগুলো ইংরেজি শব্দের পূর্ণরূপ


৭। SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication.
১০। CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile Telecommunication System.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming ১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file