শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

সে কি জানে

সে কি জানে, অভিমানে তোকে
হাসাতে?
সে কি পারে, বুকে ধরে তোকে
ভোলাতে?
তোর প্রিয় গান কে গেয়ে শোনাবে?
বল আমার থেকে কে তোকে ভালো
জানে!
ইশারাতে খুজে বেড়াই তোকে স্বপনে
তোর নাম ডেকে হেসে ফেলি
আনমনে।
কে নিয়ে যাবে তোকে রুপকথার
দেশে
বল আমার থেকে কে তোকে ভালো
জানে!
কতদিন হয়ে গেছে দেখিনি তোকে
তোকে মন ডাকে!
ঘুম থেকে উঠে প্রথম তোকে দেখে সে
প্রতিদিন!
তার কোলে মাথা রেখে কমে যায়
কি তোর ব্যথা, বল না।
তবে আয় ফিরে ঘরে
একসাথে শুনবো তোর মনের কথা।
সে কি জানে, অভিমানে তোকে
হাসাতে?
সে কি পারে, বুকে ধরে তোকে
ভোলাতে?
তোর প্রিয় গান কে গেয়ে শোনাবে?
বল আমার থেকে কে তোকে ভালো
জানে!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন