এত কাছে টেনেও দূরে সরিয়ে দিলে
বন্ধুত্বের নীল গোলাপ ফেলে দিলে জলে
আমায় ভাসালে চলন বিলে
হয়ত ফেসেছিলাম তোমার মায়াজালে
ধ্বংস করে দিলে দাবানলে
আমি ছিলাম তোমার অপেক্ষা বিরলে
বড়ই অবহেলিত আমি তোমার অন্তর স্থলে ।
-Shuddha
বন্ধুত্বের নীল গোলাপ ফেলে দিলে জলে
আমায় ভাসালে চলন বিলে
হয়ত ফেসেছিলাম তোমার মায়াজালে
ধ্বংস করে দিলে দাবানলে
আমি ছিলাম তোমার অপেক্ষা বিরলে
বড়ই অবহেলিত আমি তোমার অন্তর স্থলে ।
-Shuddha
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন