বন্ধু আর বন্ধুত্বের অপার্থিব রূপ, "মিথ্যা বন্ধুর" কুৎসিত নোংরা রূপ দেখেছি অনেক আগেই দেখেছি।বারবার বিশ্বাস করে হোঁচট খেয়েছি, কখনো হুমড়ি খেয়েছি।"সত্য বন্ধুরা" ছুটে এসেছে আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করার জন্য।বারবার শিক্ষা হয়েছে।শিক্ষা নিয়েছি।বন্ধুসংখ্যা কমে গিয়েছে।অল্পসংখ্যং বন্ধুর মাঝে পেয়েছি বিশ্বাস আর আস্থার খোঁজ।যেকোন সম্পর্কের বেজ হল 'বিশ্বাস'।'বন্ধু' বিষয়ে কিছু বিষয় জেনে নিই,
১) বন্ধু আর সহপাঠীর মধ্যে পার্থক্যের স্পষ্ট ধারণা রাখুন।
২)কাউকে টার্গেট করে, কোন উদ্দেশ্য নিয়ে কারো সাথে বন্ধুত্ব না করাই ভালো।এতে করে, টার্গেট ফিল আপ হলে বা উদ্দেশ্য সাধন হলে বন্ধুত্ব আর থাকবেনা।
৩)একটি নতুন জায়গায় গেলে বিশ্বস্ত বন্ধু পেতে হলে আপনার কমপক্ষে ৭-১২ মাস লাগবে।খুব দ্রুত বিশ্বস্ত বন্ধু পেলে সেটা মায়া কিংবা ঘোর।মায়া কেটে গেলে নিজেকে ভুল জায়গায় আবিষ্কার করতে পারেন।
৪)কারো সাথে নতুন নতুন মিশলে তাকে মানুষ হিসেবে পছন্দ হলে তিনটি বিষয় খেয়াল করুন,
ক) মানসিক উচ্চতা
খ)মানসিক সংযুক্তি
গ)নৈতিক মূল্যবোধ
ধরুন, আপনার মানসিক উচ্চতা ১০ সেমি আর আপনার বন্ধুর ৫।৫ বছর একসাথে চললে ফিরলে আপনার মানসিক উচ্চতা ৫ এ নেমে আসবে, কথা দিলাম।
মানসিক সংযুক্তি
আপনি কাঁদাযুক্ত মাঠে পিঁছলে পড়েন, আপনার ভালোবন্ধুরা একপ্রস্থ হেসে নিয়ে হাতটা বাড়িয়ে দিবে।যারা হাত বাড়িয়ে দিচ্ছে তাদের আগলে রাখুন।যারা কাঁদা লাগার ভয়ে কেটে পড়েছে, তাদের মাইনাস করতে শিখুন মন থেকে।
নৈতিক মূল্যবোধ
উপরের দুটি বিষয় ঠিক রেখে নৈতিক দিকটি ঠিক না থাকলেই নয়।বন্ধুর সাথে চলতে গিয়ে যদি দেখেন, নৈতিক মূল্যবোধ বিপদসীমা অতিক্রম করেছে তাহলে নতুন কিছু ভাবুন।
ক) মানসিক উচ্চতা
খ)মানসিক সংযুক্তি
গ)নৈতিক মূল্যবোধ
ধরুন, আপনার মানসিক উচ্চতা ১০ সেমি আর আপনার বন্ধুর ৫।৫ বছর একসাথে চললে ফিরলে আপনার মানসিক উচ্চতা ৫ এ নেমে আসবে, কথা দিলাম।
মানসিক সংযুক্তি
আপনি কাঁদাযুক্ত মাঠে পিঁছলে পড়েন, আপনার ভালোবন্ধুরা একপ্রস্থ হেসে নিয়ে হাতটা বাড়িয়ে দিবে।যারা হাত বাড়িয়ে দিচ্ছে তাদের আগলে রাখুন।যারা কাঁদা লাগার ভয়ে কেটে পড়েছে, তাদের মাইনাস করতে শিখুন মন থেকে।
নৈতিক মূল্যবোধ
উপরের দুটি বিষয় ঠিক রেখে নৈতিক দিকটি ঠিক না থাকলেই নয়।বন্ধুর সাথে চলতে গিয়ে যদি দেখেন, নৈতিক মূল্যবোধ বিপদসীমা অতিক্রম করেছে তাহলে নতুন কিছু ভাবুন।
৫) 'বিশ্বাস' ভাঙলে কোন প্রসঙ্গ, কোন সীমাবদ্ধতার কথা ভেবে লাস্ট চান্স দিলে
আপনার জন্য সামনে আরো খারাপ কিছু অপেক্ষা করছে।
৬)" শত্রুকে পরাজিত করতে হলে আগে বন্ধু বানাও"।সো, হঠাৎ কেউ খুব কাছে আসতে চাইলে সাবধান হওয়া উচিত।
আপনি পোস্টটি এই পর্যন্ত পড়েছেন?মোটামুটি মিলেছে?
তাহলে, উপরোক্ত বক্তব্যের বিবেচনায় আমার 'বন্ধু' ৫/৬ জন।বিবাড়ীয়া, কুমিল্লা, ঢাকা পড়াশোনা করে এখন বরিশালে পড়তেছি।তাও..
তাহলে, উপরোক্ত বক্তব্যের বিবেচনায় আমার 'বন্ধু' ৫/৬ জন।বিবাড়ীয়া, কুমিল্লা, ঢাকা পড়াশোনা করে এখন বরিশালে পড়তেছি।তাও..
সাইকোলজি বলে, আপনার ৪/৫ জন বেস্ট ফ্রেন্ডের মধ্যে একজনকে আপনি অপছন্দ করেন।তাকে কষ্ট দিবেন না, বৈষম্য করবেন না, কিছু আশাও করবেন না তার কাছে তাহলে তিনি আপনাকে নিরাশ করবেন।
বন্ধুদের আঁকড়ে ধরে রাখুন
বন্ধুত্বের জয় হোক
বন্ধুদের প্রতি উদার হোন
বন্ধুত্বের প্রতি কট্টর হোন
বন্ধুত্বের জয় হোক
বন্ধুদের প্রতি উদার হোন
বন্ধুত্বের প্রতি কট্টর হোন
শুভ বন্ধু দিবস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন