বুধবার, ৩ আগস্ট, ২০১৬

"রাগ" আর "অভিমান"

যে ছেলেটা মেয়েটার "রাগ" আর "অভিমান" আর পার্থক্যবুঝে না, তার ভালোবাসার কোন অধিকার নেই ... রাগে কোন ভালোবাসা থাকে না ... রাগের মাঝে চুপিসারে এক চিমটি ভালোবাসা মিশিয়ে দিলেই ওটা অভিমান হয়ে যায়!!কপালের ভাঁজে আর ঠোঁটের কোণে জমে থাকা রাগটুকু সবাই দেখতে পায় ... চোখের ভেতরের লুকিয়ে থাকা ভালোবাসাটুকু সবাই দেখতে পায় না !!যে ঐ চোখের ভেতরটা দেখতে পায়, ভালোবাসাটা তার জন্যই ... আর যে দেখতে পায় না, সে অন্ধ ... অন্ধরা প্রেমিক হতে পারে, প্রেম করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসতে পারে না ... কখনোই না !!
-M Rahman

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন