জীবনকে উপভোগ করার জন্য জীবনের সময়কে তিন ভাগে ভাগ করা হলঃ শৈশবকাল, যৌবনকাল, এবং বৃদ্ধ কাল।
জীবনকে উপভোগ করার ক্ষেত্রে তিনটি মাপকাঠি নেয়া হলঃ সময়, অর্থ, ও উদ্দীপনা।
শৈশব কালে হাতে প্রচুর সময় ও উদ্দীপনা আছে, কিন্তু অর্থের অভাবে জীবনকে উপভোগ করা হচ্ছে না,
যৌবন কালে হাতে প্রচুর অর্থ ও উদ্দীপনা আছে, কিন্তু সময়ের অভাবে জীবনকে উপভোগ করা হচ্ছে না,
আর
বৃদ্ধ কালে হাতে প্রচুর সময় ও অর্থ আছে, কিন্তু উদ্দীপনার অভাবে জীবনকে উপভোগ করা হচ্ছে না।
(Collected)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন