বুধবার, ৩ আগস্ট, ২০১৬

স্বপ্ন

ধার করা স্বপ্নগুলোর অবাধ্য বিচরণ শেষে কষ্টের পাল্লায় আবার চড়া সুদে স্বপ্ন কিনি,
এলোমেলো তারাদের ভীড়ে হঠাৎ দৃষ্টিভেদ করে খসে পড়ে অবহেলিত আরেকটি তারা;
রাতের অন্ধকারের নিকষকালো গোপনীয়তা দুর্বোধ্য ভাষায় চোখে নামিয়ে আনে ঘুম।
ভোরের আলোয় দেখা হয় না শুদ্ধ পৃথিবী -
দুপুরের আকাশের বাড়াবাড়ি নীলে চোখ ধাঁধিয়ে নেমে আসে প্রচণ্ড ক্লান্তি;
কখনো বৃষ্টিতে আখিপল্লবে লেপ্টে যাওয়া কাজলে অপরিচিত মনে হয় চেনা মুখগুলো।
বিকেলের গোধূলিতে ধূসর হয়ে আসা প্রকৃতিকে সারাদিন শেষে, কিঞ্চিত নিরহংকার মনে হয়।
স্বপ্নগুলো পসরা সাজিয়ে আবার সচেষ্ট হয়ে উঠে,
প্ররোচিত করে তোলে; প্রশ্রয় খোঁজে আমার স্বপ্নহীন কিংবা দুঃসপ্ন রাত্রিদের মাঝে।
শুরু হয় স্বপ্ন কেনা-বেচা, নির্জন অভয়ারণ্যে, অন্ধকুটিরে, লোকারণ্যে;
বাড়ন্ত রাতের প্রকান্ড চাঁদের ঝলসানো আলোয় আরো উচু দরে কেনাবেচা চলে;
প্রতিবারের মতই স্বপ্ন জুয়ায় পরাজিত হয়ে ফিরে যায় আমার ছায়া, শূন্য ঘরে।
----- নিলীম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন