|
|||||||||
|
শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫
Word Of The Day [27/11/2015]
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫
WordOfTheDay(23/11/2015)
|
|||||||||
|
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫
WordOfTheDay(26/11/2015)
|
|||||||||
|
WordOfTheDay(25/11/2015)
|
|||||||||
|
WordOfTheDay(24/11/2015)
|
|||||||||
|
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫
অনুভূতির খাতা থেকে ...
অনেক জিনিস আছে যা ছোটা বাচ্চা দের মুগ্ধ করেখুব সামান্য জিনিস।যেমন রংচঙে
বেলুন,,, খেলনা, হাওয়াই মিঠাইএগুলো কিন্ত বড় দের জিনিস না! ভুলেও না।
তুমিবড় হইছো, সুতরাং তুমি হাওয়াই মিঠাই খেয়ে জিহ্বা লাল নীল করতে পারবা
নাআইসক্রীম খেতে খেতে হাত মুখ ভরিয়ে ফেলতে পারবা না।আর মেয়ে দের জন্যে
বেপার টা বেশিই ভয়ানক।একটু বড় হলে তারা চুলে দুই বেনীও বাধে না।।এমনকি জোরে
শব্দ করে হাসে না। হাসির শব্দ গিলে ফেলে।একই সাথে কান্নার শব্দ। নিঃশব্দে
কান্না মেয়ে দের বড় গুন!!!! সবাই ভাবে যে বড় হলে হয়তো বা মানুষের
মনের ছেলেমানুষি গুলো হারিয়ে যায়। মন টারও হয়তো বয়স হয়ে যায়! কিন্ত
না,,,,,ছেলেবেলার ছেলেমানুষি গুলা ঠিক এ থাকে।মন খুলে হাসতেও ইচ্ছে হয়,,,
আবার কস্ট পেলে চিতকার করে কাদতেও ইচ্ছে হয়! আমরা সবাই শুধু সেই অনুভুতি
গুলো দাবায় রাখতে শিখে যাই।এতটাই বেশি লুকাতে থাকি যে ছোট বেলার কাছের
মানুষ,,, মা,, তাকেও গিয়ে জড়িয়ে ধরতে পারি না!বাবা দিবস এ বাবা কে বলতে
পারি না,"ভালবাসি".....আমি বুঝি না কি লাভ হয় ইচ্ছা গুলা দাবায়
রেখে?!?!অনুভুতিগুলো কে হাওয়ায় উড়তে দেয়াই ভাল।সময় থাকতে ইচ্ছে গুলো মিটয়ে
ফেলাই হয়তো বেশীশ্রেয়।নয়তো দিন শেষে পরিত্যাক্ত অনুভুতিগুলো ডাস্টবিনে ফেলে
দেয়ার পর মনে হয় আমাকে কেও বুঝে না .........
রবিবার, ২২ নভেম্বর, ২০১৫
WordOfTheDay(22/11/2015)
|
|||||||||
|
শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫
প্রেরণা
কখনও কখনও নাট্যকারের লেখার প্রয়োজনে নায়িকা তার প্রেরণা হয়ে দাঁড়ায়। এ প্রেরণাকে প্রেম নাম দিলে তা বড় স্থূল শোনায়।।
- কাদম্বরি
- কাদম্বরি
WordOfTheDay(19/11/2015)
|
|||||||||
|
বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫
WordOfTheDay(17/11/2015)
|
|||||||||
|
জনম জনম
তিথির কি হয়েছে সে নিজেও জানে না।
সে শুধু জানে তার হাঁটতে ভাল লাগে।
মতিঝিল থেকে টিপু সুলতান রোড, সেখান
থেকে গেণ্ডারিয়া। গেণ্ডারিয়া থেকে
সূত্রাপুর। এত ভাল লাগে কেন হাঁটতে? শুধু
মাঝে মাঝে হঠাৎ মেঘে মেঘে আকাশ যখন
কালো হয়ে যায়, যখন চক্রাকারে আকাশে
সোনালী ডানার চিল উড়তে থাকে তখন
কেন জানি সব ছেড়েছুঁড়ে ঘরে ফিরে যেতে
ইচ্ছে করে। এমন কোন ঘর যে ঘরে দু'বাহু
বাড়িয়ে কেউ-একজন অপেক্ষা করে আছে।
যে ঘরে পা দেয়া মাত্র বলবে-
মেঘলা দিনে কোথায় কোথায় ঘুরছিলে বল
তো? তিথি হাসবে। সেই মানুষটা কোমল
অথচ রাগী গলায় বলবে, হাসবে না তো।
হাসির কোন ব্যাপার না। দেখ না কেমন ঝড়
শুরু হল। এই দিনে কেউ বাইরে থাকে? তিথি
বলবে, হোক ঝড়। এস না আমরা খানিকক্ষণ
ভিজি।
-তুমি কি পাগল হলে তিথি?
-হ্যাঁ পাগল হয়েছি। এস তো।
তিথি সেই মানুষটাকে নিয়ে বৃষ্টিতে
ভিজবে। লোকটি যতই রাগ করবে সে ততই
মজা পাবে। কিন্তু তিথির জন্য তেমন কেউ
অপেক্ষা করে নেই, কোনদিন করবেও না।
তার জন্য অপেক্ষা করবে বিশাল আকাশ।
যে আকাশ সবার জন্যেই অপেক্ষা করে
আবার কারো জন্যই করে না...
By Humayun Ahmed
সে শুধু জানে তার হাঁটতে ভাল লাগে।
মতিঝিল থেকে টিপু সুলতান রোড, সেখান
থেকে গেণ্ডারিয়া। গেণ্ডারিয়া থেকে
সূত্রাপুর। এত ভাল লাগে কেন হাঁটতে? শুধু
মাঝে মাঝে হঠাৎ মেঘে মেঘে আকাশ যখন
কালো হয়ে যায়, যখন চক্রাকারে আকাশে
সোনালী ডানার চিল উড়তে থাকে তখন
কেন জানি সব ছেড়েছুঁড়ে ঘরে ফিরে যেতে
ইচ্ছে করে। এমন কোন ঘর যে ঘরে দু'বাহু
বাড়িয়ে কেউ-একজন অপেক্ষা করে আছে।
যে ঘরে পা দেয়া মাত্র বলবে-
মেঘলা দিনে কোথায় কোথায় ঘুরছিলে বল
তো? তিথি হাসবে। সেই মানুষটা কোমল
অথচ রাগী গলায় বলবে, হাসবে না তো।
হাসির কোন ব্যাপার না। দেখ না কেমন ঝড়
শুরু হল। এই দিনে কেউ বাইরে থাকে? তিথি
বলবে, হোক ঝড়। এস না আমরা খানিকক্ষণ
ভিজি।
-তুমি কি পাগল হলে তিথি?
-হ্যাঁ পাগল হয়েছি। এস তো।
তিথি সেই মানুষটাকে নিয়ে বৃষ্টিতে
ভিজবে। লোকটি যতই রাগ করবে সে ততই
মজা পাবে। কিন্তু তিথির জন্য তেমন কেউ
অপেক্ষা করে নেই, কোনদিন করবেও না।
তার জন্য অপেক্ষা করবে বিশাল আকাশ।
যে আকাশ সবার জন্যেই অপেক্ষা করে
আবার কারো জন্যই করে না...
By Humayun Ahmed
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫
WordOfTheDay(13/11/2015)
|
|||||||||
|
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫
General Knowledge (12/11/2015)
- ১. কোন দেশের প্রেসিডেন্ট প্রতি বছর
নির্বাচিত হন?
ভিয়েতনাম
থাইল্যান্ড
সুইজারল্যান্ড
ফিনল্যান্ড
২. 'আগুনের দ্বীপ' কোন দেশের উপনাম?
ফিনল্যান্ড
আইসল্যান্ড
ডেনমার্ক
সুইডেন
৩. বাংলাদেশ FAO-এর সদস্যপদ লাভ করে
কবে?
১৯৭২ সালে
১৯৭৩ সালে
১৯৭৮ সালে
১৯৯২ সালে
৪. রাজউক প্রতিষ্ঠিত হয় কত সালে?
১৮৫৬
১৮৯০
১৯৫৬
১৯৭৪
৫. বাংলাদেশে প্রথম চা উৎপাদন হয় কবে?
১৮৪০ সালে
১৮৯১ সালে
১৯০৫ সালে
১৯২২ সালে
৬. চীনের মহাপ্রাচীরের বর্তমান দৈর্ঘ্য
কত?
৫৫০০.২৫ কিমি
৮৮৫১.৮০ কিমি
২১১৯৬.১৮ কিমি
১৩১৭০.৭০ কিমি
৭. হাম হাম জলপ্রপাত কোথায় অবস্থিত?
কমলগঞ্জ উপজেলায়
বড়লেখা উপজেলায়
শ্রীমঙ্গল উপজেলায়
রাজনগর উপজেলায়
৮. ব্রিটেনের সিংহাসনে দীর্ঘকাল আসীন
থাকার রেকর্ড কার?
রানী প্রথম এলিজাবেথ
রানী ভিক্টোরিয়া
রাজা প্রথম উইলিয়াম
রানী দ্বিতীয় এলিজাবেথ
৯. ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রার বর্ণ কয়টি?
৯ টি
২১ টি
২৬ টি
২৮ টি
১০. স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
৩ টি
২ টি
১ টি
৪ টি
১১. কবি সুকান্ত ভট্টাচার্য মারা যান কত
বছর বয়সে?
২০
২১
২৩
২৭
১২. 'কলম' শব্দটি কোন ভাষা থেকে গৃহীত
হয়েছে?
আরবি
ফারসি
পর্তুগীজ
উর্দু
১৩. 'রক্তকরবী' কোন জাতীয় রচনা?
উপন্যাস
নাটক
গল্প
কাব্যগ্রন্থ
১৪. 'লালসালু' উপন্যাসের রচনাকাল কবে?
১৯৪৮
১৯৫২
১৯৪৬
১৯৪৪
১৫. রপ্তানি আয়ে চামড়ার অবস্থান কত?
২য়
৩য়
৪র্থ
৫ম
১৬. সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বাইরে
থেকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেতা
যায় সর্বোচ্চ-----
৫%
১০%
১৫%
২০%
১৭. 'নারিকা-১' কি?
এক ধরনের ধান
এক ধরনের গম
এক ধরনের ভূট্টা
এক ধরনের ছাগল
১৮. অক্সফাম-এর সদর দপ্তর কোথায়?
নিউইয়র্ক
জেনেভা
রোম
লন্ডন
১৯. 'সার্ক ব্যাংক' গঠনের প্রস্তাব করে
কোন দেশ?
বাংলাদেশ
নেপাল
ভারত
পাকিস্তান
২০. 'লাদাখ' কোন দুটি দেশের সীমান্তে
অবস্থিত?
পাকিস্তান-আফগানিস্তান
ভারত-পাকিস্তান
পাকিস্তান-চীন
ভারত-চীন
২১. লোহার মধ্যে শব্দ বাতাসের
তুলনায়----
দ্বিগুণ দ্রুত চলে
৪ গুণ দ্রুত চলে
৮ গুণ দ্রুত চলে
১৫ গুণ দ্রুত চলে
২২. ইউনিকোড হল মূলত-----
২ বাইটের কোড
১৬ বাইটের কোড
৩২ বাইটের কোড
৪৮ বাইটের কোড
২৩. বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট
কোথায় অবস্থিত?
জয়দেবপুরে
টঙ্গীতে
কাপাসিয়ায়
শ্রীপুরে
২৪. The characters 'Three Witches'
are found in-----
Macbeth
Hamlet
Gulliver's Travels
Othello
২৫. ------ said, "The paths of glory
lead but to the grave".
Thomas Gray
William Wordsworth
Francis Bacon
John Dryden
বুধবার, ১১ নভেম্বর, ২০১৫
আর ভাবিস না খোকা, তুই যে আমজনতা রে বোকা!!!
নিঃশব্দে, বড়ই নিঃশব্দে সৌরদিনগুলো চলে যাচ্ছে..৯৯% ভাগ মানুষ, ৯৯% ঘটনা, ৯৯% আর্তনাদ পর্দার পেছনেই থেকে যাচ্ছে। হয়তো মহাবিশ্বের ৯৯% জীবন আশ্চর্যরকমভাবে একই রকমের নিঃস্তরঙ্গ। এজন্যই তো কোটি কোটি চোখ আটকে থাকবে রুপালি পর্দায়। মানুষরূপী অভিনেতারা উদ্ভট কল্পলোকের বর্ণনা সেখানে অকপটে দিয়ে যাচ্ছে যে!
যুগে যুগে রূপালি নায়কদের বাস্তব প্রতিনিধিরা রঙের পসরা সাজিয়ে জগৎটাকে কঠিন করে তুলবে। পুরস্কার হিসেবে পাবে স্বাভাবিক কিন্তু মহাকাব্যিক মৃত্যু।
আর আমরা৯৯% শ্রমিক?????? লড়ে যাব আমৃত্যু তাদের তুলিতে আরো রঙ চড়াতে।। আমরা৯৯% পৃথিবীর নাজায়েজ সন্তান কথা দিয়েছি, আজীবন ১% পরিচালকের মস্তিষ্কপ্রসূত নাট্যমঞ্চে নিজের সবটুকু উজার করে অভিনয় করে যাব।
জীবনের শুরুতে দেখেছিলাম ৬০ ওয়াটের হলদেটে বাতি। এখন দেখছি এনার্জী লাইটের আলো। অথচ কোন খবরই পেলাম না এই বৈপ্লবিক পরিবর্তনের! পাবই বা কেণ? আমাদের অধিকার আছে নাকি??? আমরা না শ্রমিক???? আমাদের রক্ত দেয়ার অধিকার আছে কিন্তু চিন্তা করার অধিকার নেই!!
Masuf Ahmed
যুগে যুগে রূপালি নায়কদের বাস্তব প্রতিনিধিরা রঙের পসরা সাজিয়ে জগৎটাকে কঠিন করে তুলবে। পুরস্কার হিসেবে পাবে স্বাভাবিক কিন্তু মহাকাব্যিক মৃত্যু।
আর আমরা৯৯% শ্রমিক?????? লড়ে যাব আমৃত্যু তাদের তুলিতে আরো রঙ চড়াতে।। আমরা৯৯% পৃথিবীর নাজায়েজ সন্তান কথা দিয়েছি, আজীবন ১% পরিচালকের মস্তিষ্কপ্রসূত নাট্যমঞ্চে নিজের সবটুকু উজার করে অভিনয় করে যাব।
জীবনের শুরুতে দেখেছিলাম ৬০ ওয়াটের হলদেটে বাতি। এখন দেখছি এনার্জী লাইটের আলো। অথচ কোন খবরই পেলাম না এই বৈপ্লবিক পরিবর্তনের! পাবই বা কেণ? আমাদের অধিকার আছে নাকি??? আমরা না শ্রমিক???? আমাদের রক্ত দেয়ার অধিকার আছে কিন্তু চিন্তা করার অধিকার নেই!!
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫
WordOfTheDay(09/11/2015)
|
শনিবার, ৭ নভেম্বর, ২০১৫
WordOfTheDay(07/11/2015)
|
শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫
WordOfTheday(5/11/2015)
|
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫
।।ক্যামেলিয়া।।
আকাশ বাতাস কাঁপিয়ে জ্বর আসছে
যে দরজা দিয়ে জ্বর আসলো, সেই একই
দরজা দিয়ে একজন আর্মি অফিসারও আসলেন
তার এক হাতে রাইফেল অন্য হাতে ক্যামেলিয়া।
অত:পর একজন সুন্দরী অভিনেত্রী তার বাম হাত পেঁচিয়ে ধরলেন
ঠিক যেমনি করে জ্বর পেঁচিয়ে ধরেছে আমায়।
পরিচিত হিলের খট খট শব্দের পর একটা জীপ স্টার্ট নিলো
শুধু পরে রইলো ক্যামেলিয়া ।।
_
যে দরজা দিয়ে জ্বর আসলো, সেই একই
দরজা দিয়ে একজন আর্মি অফিসারও আসলেন
তার এক হাতে রাইফেল অন্য হাতে ক্যামেলিয়া।
অত:পর একজন সুন্দরী অভিনেত্রী তার বাম হাত পেঁচিয়ে ধরলেন
ঠিক যেমনি করে জ্বর পেঁচিয়ে ধরেছে আমায়।
পরিচিত হিলের খট খট শব্দের পর একটা জীপ স্টার্ট নিলো
শুধু পরে রইলো ক্যামেলিয়া ।।
_
।।নেইল-কাটার।। ২৮/১০/১৫
নখ কাটা হয়নি আমার,
সে একদিন বলেছিলো একটা নেইল-কাটার কেনে দেবে।
সবই ইতিহাস
ইতিহাস তার বলা "তাহলে আপ্নি আমায় বিয়ে করবেন? "
ইতিহাস এখন তার ঘর ভর্তি সেনাবাহিনী আর একদিন সে ই কিনা আমার কবিতা শুনার জন্য ব্যাকুল হতো।
নখ কাটা হয়নি আমার।
আক্ষেপ একটি নেইল-কাটার !!
_
সে একদিন বলেছিলো একটা নেইল-কাটার কেনে দেবে।
সবই ইতিহাস
ইতিহাস তার বলা "তাহলে আপ্নি আমায় বিয়ে করবেন? "
ইতিহাস এখন তার ঘর ভর্তি সেনাবাহিনী আর একদিন সে ই কিনা আমার কবিতা শুনার জন্য ব্যাকুল হতো।
নখ কাটা হয়নি আমার।
আক্ষেপ একটি নেইল-কাটার !!
_
।।প্রস্থান।। - (হেলাল হাফিজ)
এখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিয়ো৷
এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালী তাল পাখাটা
খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিয়ো৷
ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত
ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিয়ো৷
কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে
কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে
পত্র দিয়ো, পত্র দিয়ো৷
আর না হলে যত্ন করে ভুলেই যেয়ো,
আপত্তি নেই৷
গিয়ে থাকলে আমার গেছে, কার কী তাতে?
আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি,
নষ্ট ফুলের পরাগ মেখে
পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি, কী আসে যায়?
এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
এক মানবী কতোটা আর কষ্ট দেবে!
এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালী তাল পাখাটা
খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিয়ো৷
ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত
ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিয়ো৷
কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে
কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে
পত্র দিয়ো, পত্র দিয়ো৷
আর না হলে যত্ন করে ভুলেই যেয়ো,
আপত্তি নেই৷
গিয়ে থাকলে আমার গেছে, কার কী তাতে?
আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি,
নষ্ট ফুলের পরাগ মেখে
পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি, কী আসে যায়?
এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
এক মানবী কতোটা আর কষ্ট দেবে!
অনুভূতি
কে জানে আর কবে
আসি ফিরে এই ভিড়ে।
বাড়ে রাত, ফিরে চাঁদ
বাড়তে থাক, ফিরে চাক
নতুন ভোরে ডাকুক কাক!!
কেউ জানাবেনা কার কবে
আসবে যাবে
মাল খাবে
কার কি তাতে??
_
আসি ফিরে এই ভিড়ে।
বাড়ে রাত, ফিরে চাঁদ
বাড়তে থাক, ফিরে চাক
নতুন ভোরে ডাকুক কাক!!
কেউ জানাবেনা কার কবে
আসবে যাবে
মাল খাবে
কার কি তাতে??
_
।।সুন্দরী ০৪।।
আমি তোমাকে যতোটা সুন্দর করে দ্যাখেছি
অতোটা সৌন্দর্য আর কেউ দ্যাখবেনা কোনদিন।
সুন্দরী, আমি তোমার রূপ দ্যাখা রীতমতো বিলাসিতারর পর্যায়ে নিয়ে গ্যাছি।
তোমার চামড়ার নিচের প্রতিটা শিরার উপকথা আমি জেনে গ্যাছি
সুন্দরী, আমি তোমাকে যে ফ্রেমে দ্যাখেছি
সে ফ্রেমে আর কেউ প্রেম খুঁজবে না।
আর খুঁজে তো অনেকেই
বুঝে কজন!
তোমার রূপ দ্যাখাকে আজকাল শিল্প বলে মনে হয়।
আমি আরো গভীরে তলাই
জ্যামিতীয় মারপ্যাঁচে তোমাকেই চাই।
সুন্দরী,আমি তোমাকে যতোটা সুন্দর করে দ্যাখেছি
অতোটা সৌন্দর্য আর কেউ দ্যাখবেনা কোনদিন।
সুন্দরী বড় প্রেমে পড়েছি তোমার
আমার খিদে পায়না।।
_
অতোটা সৌন্দর্য আর কেউ দ্যাখবেনা কোনদিন।
সুন্দরী, আমি তোমার রূপ দ্যাখা রীতমতো বিলাসিতারর পর্যায়ে নিয়ে গ্যাছি।
তোমার চামড়ার নিচের প্রতিটা শিরার উপকথা আমি জেনে গ্যাছি
সুন্দরী, আমি তোমাকে যে ফ্রেমে দ্যাখেছি
সে ফ্রেমে আর কেউ প্রেম খুঁজবে না।
আর খুঁজে তো অনেকেই
বুঝে কজন!
তোমার রূপ দ্যাখাকে আজকাল শিল্প বলে মনে হয়।
আমি আরো গভীরে তলাই
জ্যামিতীয় মারপ্যাঁচে তোমাকেই চাই।
সুন্দরী,আমি তোমাকে যতোটা সুন্দর করে দ্যাখেছি
অতোটা সৌন্দর্য আর কেউ দ্যাখবেনা কোনদিন।
সুন্দরী বড় প্রেমে পড়েছি তোমার
আমার খিদে পায়না।।
_
#স্বর্গ_০৭
তোমার আমার প্রতিটা দেখা
হাজারটা কবিতার আঁতুরঘর।
কি নামে ডাকি তোমায়-
শাদা দোলনচাঁপা যে কেনা হবেনা আমার।
কি বলে ডাকি তোমায়-
মনের মগ থেকে লিপস্টিকের দাগ কাটে আমায়।
তোমার হাতের মায়া পড়ে আছে সাত-তালার ঐ বারান্দাটায়,
আবার ডাকতে ইচ্ছে করে সাত-তালার ঐ স্বর্গটায়।
আবার ধরতে ইচ্ছে করে তোমার অস্থায়ী হাতটায়।
শুধু নাম ছাড়া ডেকে গেলাম তোমায়।।
-
হাজারটা কবিতার আঁতুরঘর।
কি নামে ডাকি তোমায়-
শাদা দোলনচাঁপা যে কেনা হবেনা আমার।
কি বলে ডাকি তোমায়-
মনের মগ থেকে লিপস্টিকের দাগ কাটে আমায়।
তোমার হাতের মায়া পড়ে আছে সাত-তালার ঐ বারান্দাটায়,
আবার ডাকতে ইচ্ছে করে সাত-তালার ঐ স্বর্গটায়।
আবার ধরতে ইচ্ছে করে তোমার অস্থায়ী হাতটায়।
শুধু নাম ছাড়া ডেকে গেলাম তোমায়।।
-
WordOfTheDay(04/11/2015)
|
বুধবার, ৪ নভেম্বর, ২০১৫
WordOfTheday(03/11/2015)
|
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)