শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫

WordOfTheday(30/10/2015)


epicediumAudio Pronunciation


Share on Google+
\ep-uh-SEE-dee-uhm, -si-DAHY-uh m \
noun
1. a funeral song; dirge.
Quotes
Performing The Queen’s Epicedium, an ornate funeral lament, Bostridge seemed to sing from his gut as he let the sliding melodies move his body in a kind of visceral dance.
-- Sophia Vastek, "Bostridge and friends deliver a memorable evening of Britten’s music,"New York Classical Review, October 21, 2013
Origin
Epicedium entered English in the late 1500s. It stems from the Greek word epikḗdeion, the noun form of an adjective meaning "of a funeral."

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫

WordOfTheday(29/10/2015)


barghestAudio Pronunciation


Share on Google+
\BAHR-gest\
noun
1. a legendary doglike goblin believed to portend death or misfortune.
Quotes
In Craven, from the castle to the cot, / That is not vocal with my deeds. My name / Will still the wayward child, when that of Barghest / Hath lost its spell.
-- Robert Story, The Outlaw, 1839
Origin
Barghest most likely stems from a combination of barrow, meaning "an artificial mound, especially over a grave," and ghest, an Old English variant of ghost.

WordOfTheday(28/10/2015)


JotunheimAudio Pronunciation
Share on TwitterShare on FacebookShare on Google+
\YAW-toon-heym\
noun
1. Scandinavian Mythology. the outer world, or realm of giants; Utgard.
Quotes
He is one of the giants, and he still watches his fountain in far-off Jotunheim.
-- James Baldwin, The Story of Siegfried, 1882
Origin
Jotunheim stems from Old Norse. It is the equivalent of jǫtunn, meaning "giant," andheimr, meaning "world, home."

বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫

General Knowledge(28/10/2015)

১। হিটলারের নাগরিকত্ব বাতিল হয় - ২০০৭ সালে।
২। রোহিঙ্গারা বাংলাদেশে আসে - ১৯৯০-৯১ সালে।
৩। যুগোশ্লোভিয়া ভেঙ্গে পরিণত হয় - ৭ টি দেশে।
৪। বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা - ৬৩ টি।
৫। ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেটের সর্বোচ্চ খাত - জনপ্রশাসনে।
৬। ২০১৫ সালের ২৫ এপ্রিল নেপালে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়।
৭। ফিলিস্তিনের রাজধানী - জেরুজালেম।
৮। ইসরায়েলের রাজধানী - তেলআবিব।
৯। বাংলাদেশের নদীগুলোতে ২.৬ বিলিয়ন লিটার পানি আছে।
১০। ভারতের ১০ টি জেলা ও ৫ টি প্রদেশ বাংলাদেশের সীমান্তে আছে।
((বুলেটিন--২))
১) বাংলাদেশে আন্তর্জাতিক নদী আছে ৫৭ টি।
২) পানি প্রবাহের দিক থেকে বিশ্বের বৃহত্তম নদী--i) আমাজান ii) কঙ্গো iii) মেঘনা।
৩) যমুনা নদীর অপর নাম--নতুন ব্রম্মপুত্র।
৪) ডাকাতিয়া বিল--যশোর ও খুলনায় অবস্থিত।
৫) বাংলাদেশের দাতা গোষ্ঠি--২৬ টি (তন্মধ্যে ১৬টি দেশ)।
৬) বাংলাদেশে এখন ১৩৪ টি পাটকল আছে।
৭) ঢাকা,কুমিল্লা ও ময়মনসিংহকে পাটবলয় বলে।
৮) তামাকের আদিভূমি--ভার্জিনিয়া।
৯) বাংলাদেশে ৮০০ প্রজাতির ধান আছে।
১০) বাংলাদেশ ১৯৭৬ সালে জিএসপি সুবিধা পায়।
((বুলেটিন--৩))
১) বাংলাদেশের গার্মেন্টসে কাজ করে ৩০ লক্ষ শ্রমিক।
২) বাংলাদেশের ৭৬% বৈদেশিক আয় আসে গার্মেন্টস থেকে।
৩) গৌর গোবিন্দের আমলে হযরত শাহজালাল (র.) সিলেটে আসেন।
৪) ১৭৬৫ সালে ব্রিটিশরা ভারতবর্ষের দেওয়ানী লাভ করেন।
৫) বাংলাদেশের প্রথম সরকারী স্কুল--ঢাকা কলেজিয়েট স্কুল।
৬) ০১ জুলাই ২০১৫ তারিখে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়।
৭) আফ্রিকান দেশ ইথিওপিয়ায় বাংলাদেশ নতুন দুতাবাস খোলার উদ্যোগ নিয়েছে।
৮) EU এর সর্বশেষ সদস্য ক্রোয়োশিয়া (০১ জুলাই ২০১৩ থেকে)।
৯) ইউরোজোনের দেশ ১৯ টা (সর্বশেষ লিথুয়ানিয়া-০১ জানুয়ারী ২০১৫ থেকে)।
১০) উপমহাদেশের প্রথম ব্যাংক-- Reserve bank of india.

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

Read and Hear the Holy Quran

Read and Hear the Holy Quran 
Quran.com provides the best reading, listening and learning experience for Muslims all around the world.
QURAN.COM

PERIODIC TABLE HD

রঙ

নীলগুলো সব ধীরে ধীরে লালের পথে।
নীল থেকে কখনও বা থকথকে সবুজ।
কখনও হয় না বিবর্ণ, হয় নাক জলরঙ।
অথচ এর জন্যই যত আয়োজন।
মিছিল এসে যদি সাদাকে নীল করে না দিত,
কিংবা যদি উলটোটা হত, খুব কি ক্ষতি হত?
By

কবিতার খাতা থেকে

"...মুহূর্তে বুঝলেম এই সাঁওতাল পরগনার নির্জন কোণে
আমি অসহ্য অতিরিক্ত, ধরবে না কোথাও।
তখনি চলে যেতেম, কিন্তু বাকি আছে একটি কাজ।
আর দিন-কয়েকেই ক্যামেলিয়া ফুটবে,
পাঠিয়ে দিয়ে তবে ছুটি।..."
কবিতার নাম 'ক্যামেলিয়া', লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটির প্রথম দুটি লাইন আমার বিশেষ পছন্দেরঃ
'নাম তার কমলা,
দেখেছি তার খাতার উপরে লেখা।'
এছাড়াও,
'থাক্‌ এই ভ্রমণবৃত্তান্ত,
বাদ দেওয়া যাক আরো মাস কয়েকের তুচ্ছতা।'
অথবা,
'একদিন দেখি নদীর ধারে বালির উপর চড়িভাতি করছে এরা।
ইচ্ছে হল গিয়ে বলি, আমাকে দরকার কি নেই কিছুতেই।
আমি পারি জল তুলে আনতে নদী থেকে --
পারি বন থেকে কাঠ আনতে কেটে,
আর, তা ছাড়া কাছাকাছি জঙ্গলের মধ্যে
একটা ভদ্রগোছের ভালুকও কি মেলে না।'
কিংবা,
"বাইরে থেকে মিষ্টিসুরে আওয়াজ এল, ‘বাবু, ডেকেচিস কেনে।'"
By 
 Redwan RiDon

কান্না

'এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর !
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর !
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর !
এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধর !
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর কর !'
--
শিল্পীঃ রুপঙ্কর বাগচী / কথাঃ কবীর সুমন / জাতিস্মর (২০১৪)

WordOfTheday(26/10/2015)


taphephobiaAudio Pronunciation
Share on TwitterShare on FacebookShare on Google+
\taf-uh-FOH-bee-uh\
noun
1. Psychiatry. an abnormal fear of being buried alive.
Quotes
He had claustrophobia, taphephobia, any and every kind of phobia that steered one clear of dark, confining spaces.
-- John Skipp and Craig Spector, The Scream, 1987
Origin
Taphephobia is a combination of the Greek word taphḗ, meaning "grave," and the combining form -phobia meaning "fear."

ব্লু ইকোনমি, সমুদ্র বিজয় ও টেকসই উন্নয়ন

* * * পত্রিকা হতে সংগ্রহকৃত গুরুত্বপূর্ন কিছু তথ্য * * *
# 'ব্লু ইকোনমির' ধারণা দেন = অধ্যাপক 'গুন্টার পাউলি' ১৯৯৪ সালে জাতিসংঘে।
# টেকসই উন্নয়ন কর্মসূচীর মূলকথাই হলো = ব্লু ইকোনোমি
# সমুদ্রসীমা বিরোধ নিস্পত্তি করে রায় দেয় = আন্তর্জাতিক আদালত
# ট্রাইব্যুনাল = ITLOS
# সমুদ্রসীমা বিরোধ = 25602 বর্গ কিমি
# বাংলাদেশের মোট টেরিটোরিয়াল সমুদ্র এলাকা = ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার
# একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল = ২০০ নটিক্যাল মাইল
# চট্টগ্রাম উপকূল থেকে = ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানের তলদেশে সব ধরনের প্রাণীজ-অপ্রাণিজ সম্পদের ওপর সার্বভৌম অধিকার।
----------------------------------------------
ভারত : সমুদ্র বিজয় (7 জুন 2014)
ভারতের সাথে সমুদ্রসীমা বিরোধ নিস্পত্তি হয় = ২০১৪ সালে
ভারতের দাবিকৃত ১০টি ব্লকের সবগুলোই পায় বাংলাদেশ।
বিরোধপূর্ণ ২৫ হাজার বর্গকিলোমিটার অঞ্চলের = ১৯ হাজার পেয়েছে বাংলাদেশ, ৬ হাজার দেওয়া হয়েছে ভারতের অধিকারে।
মিয়ানমার : সমুদ্র বিজয় (14 মার্চ 2012)
মিয়ানমারের সাথে সমুদ্রসীমা বিরোধ নিস্পত্তি হয় = ২০১২ সালে
মিয়ানমারের সাথে সমুদ্রে বিরোধপূর্ণ = ১৭ টি ব্লকের ১২টি পায় বাংলাদেশ।
সমুদ্রসীমা বিরোধ নিস্পত্তি রায়ে বাংলাদেশের স্থলভাগের বাইরে জলসীমায়ও আরেক বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। ১ লক্ষ ৪৪ হাজার বর্গ কিলোমিটারের বাংলাদেশের জন্য ১ লক্ষ ১৯ হাজার বর্গ কিলোমিটারের সমুদ্রসীমা আরেকটা গোটা বাংলাদেশই বটে।
----------------------------------------------
ব্লু ইকোনমি এবং টেকসই উন্নয়ন :
ইংরেজিতে একটি কথা আছে, ‘ঈশ্বর নিজেই একজন নাবিক, তাই তিনি পৃথিবী এভাবে সৃষ্টি করেছেন যে, এর তিন ভাগ জল আর এক ভাগ স্থল।’ এ বক্তব্যের যথার্থতা নিরূপণ দুরূহ। বিশ্ববাণিজ্যের প্রায় ৯০ শতাংশই সম্পন্ন হয় জলপথে।
১৯৯৪ সালে অধ্যাপক 'গুন্টার পাউলি' ভবিষ্যতের অর্থনীতির রূপরেখা প্রণয়নের জন্য জাতিসংঘে একটি টেকসই এবং পরিবেশবান্ধব মডেল হিসেবে 'ব্লু ইকোনমির' ধারণা দেন।
২০৫০ সালে পৃথিবীর জনসংখ্যা হবে প্রায় ৯০০ কোটি। এই বিপুল জনগোষ্ঠীর খাবার যোগান দিতে তখন সমুদ্রের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে।
সেই লক্ষে জাতিসংঘ ২০১৫ সাল পরবর্তী যে টেকসই উন্নয়ন কর্মসূচী হাতে নিতে যাচ্ছে তার মূলকথাই হচ্চে ব্লু ইকোনোমি। আর ব্লু ইকোনোমির মূল ভিত্তি হচ্ছে টেকসই সমুদ্র নীতিমালা।
=======================
যে জ্ঞানের সন্ধানে বের হয়, সে আল্লাহর পথে বের হয়। [ তিরমিযী]
যার মনে বিন্দু পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। [ সহীহ মুসলিম ]
মুসলমান সে, যে নিজের অনিষ্টকর ভাষা ও কর্ম থেকে মুসলমানদের নিরাপদ রাখে। [ সহীহ বুখারী ]
______________________
The roots of education are bitter, but the fruit is sweet (Aristotle)

Collected By 

সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫

WordOfTheday(25/10/2015)


tremulousAudio Pronunciation
Share on TwitterShare on Facebook
\TREM-yuh-luhs\
adjective
1. (of persons, the body, etc.) characterized by trembling, as from fear, nervousness, or weakness.
2. timid; timorous; fearful.
Quotes
The bridge was tremulous beneath me, and marked the tremor of the solid earth.
-- Nathaniel Hawthorne, "My Visit to Niagara," The Dolliver Romance and Other Pieces, 1876
Origin
Tremulous stems from the Latin word tremulus which is the adjectival form of the verbtremere meaning "to tremble."

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

WordOfTheday(24/10/2015)

Oct. 24, 2015
Word of the Day

fuglemanAudio Pronunciation
Share on TwitterShare on FacebookShare on Google+
\FYOO-guhl-muhn\
noun
1. a person who heads a group, company, political party, etc.; a leader or manager.
2. (formerly) a soldier placed in front of a military company as a good model during training drills.
Quotes
As with the Marquesans to-day, they had a fugleman, or leader, in all songs, who introduced the subject in a prologue, and occasionally gave the cue to a change.
-- Frederick O’Brien, Mystic Isles of the South Seas, 1921
Origin
Fugleman comes from the German word Flügelmann which literally means "flank man."

শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫

Preposition In a very Easy Way


Daily star Editorial এর গুরুত্বপূর্ন শব্দ এবং তাদের Synonym( 24/10/2015)

প্রয়োজনীয় শব্দ গুলো এখান থেকে দেখে নেই

1.Chocked (রুদ্ধ, নিরুদ্ধ) : pack,suffocate. strangled
2.thrive( মাথাচাড়া দেয়া, বৃদ্ধিলাভ) to grow or develop vigorously; flourish, to prosper; be fortunate or successful
3.spectator ( দর্শক) : bystander, viewer, onlooker
4.paved (বাধানো): covered
5.unbridled( অসংযত , লাগামহীন, লাগামছাড়া,অপরিমিত) :unchecked, rampant,intemperate
6.Encroachment( দখল/ অন্যের কিছু জোর করে নিয়ে নেয়া) : to gradually take or begin to use or affect something that belongs to someone else or that someone else is using.
7.regulatory authority( নিয়ন্ত্রক সংস্থা)
8.vested( কায়েমি স্বার্থ / অধিকার) fully and unconditionally guaranteed as a legal right, benefit, or privilege
9.propped up ( ঠেকনা দেয়া) : support, sustain, strengthen
10. on the sideline( নিষ্ক্রিয় হয়ে থাকা): Observing rather than taking part, out of the action, not actively involved in something
11.shrunk( সংকুচিত) : Compress,contract
12.span( মোট বিস্তার, কিছু সময়): an extent, stretch, reach, or spread between two limits, a limited space of time
13.land grabber ( ভূমি দখলকারী)
14.opted for ( কোন বিশেষ কিছু বেছে নেয়া) : Choose a particular option
15.immense( তীব্র): extremely large or great, enormous
16.untreated ( বিশুদ্ধ না করে/অবহেলা করা)
17.effluents( বর্জ্য পদার্থ): liquid waste or sewage discharged into a river or the sea.
18.sedate( প্রশান্ত, অনুত্তেজিত) :calm,undisturbed
19.constraints( চাপ, বাধ্যকরণ, বিব্রতভাব) : barricade, demur
20.high time ( উপযুক্ত সময়)
21. indiscriminately( এলোপাথাড়ি ভাবে/ বাছ বিচার না করে) :haphazardly
22.Degradation( অবনমন/ মর্যাদাহানী) : abasement, degeneration
___________________________
অন্য Editorial এর শব্দ
1.embody.( ভাবনার বাস্তবরূপ দান করা, অন্তর্ভুক্ত করা) :materialize, actualize
2.spirit ( আত্মা, মানুষের নৈতিক দিক,চেতনা, উৎসাহ) : enthusiasm, consciousness
3.significance ( বৈশিষ্ট্য, গুরুত্ব, তাৎপর্য) : inner meaning, importance
4.observe ( পর্যবেক্ষণ, পালন) : keep in view, comply with, perform duly
5.ignominy( অসম্মান, কেলেংকারি) : dishonour, disgraceful
6.perished ( জীবন হারানো, অকালে শেষ হওয়া, নষ্ট হওয়া) : lose life, decay, come to an ultimately end)
7.descendants( বংশধর)
8. fateful( সাংঘাতিক) :Fatal
9.grief( দুঃখ, কষ্ট) : hardship, regret, sorrow
10.mourning( বিলাপ করা, দুঃখ প্রকাশ করা) :grieve, be sorrowful
11.martyrs ( শহীদ)
12.prevail( জয়ী হওয়া, অধিকতর শক্তিশালী হওয়া, প্রাদুর্ভূত হওয়া) : be in force, win, prove stronger than
13.internalise ( আত্মস্থ করা)
14.vow ( শপথ, প্রতিজ্ঞা, ব্রত)
15.sectarian ( গোঁড়ামিপূর্ণ)
16.cohesiveness( সংলগ্নতা)
17.abjure( শপথপূর্বক পরিত্যাগ করা)
18.distort ( বিকৃত করা) : twist out of natural or regular shape or meaning
19.glorify( প্রশংসা করা, গৌরবান্বিত করা) : praise, make glorious
20.immensely( তীব্রভাবে)
এবার পড়ি
Karnaphuli River being choked
DoE strangely silent
Big cities thrive on the banks of great rivers. For Chittagong it is the Karnaphuli River. Yet over the nearly two and half decades, we have stood as silent spectators to its gradual degradation as greed paved the way for unbridled encroachment. The Department of Environment (DoE), the regulatory authority has also stood on the sidelines in the face of powerful vested interests and not taken effective steps to protect it. It is shocking to find that the river's width has shrunk from 870meters in 1990 to a mere 600meters in the span of two decades as manmade illegal structures propped up on its banks and land grabbers opted for filling up the river over this period.
The ecological balance of the river has suffered immense damage as untreated industrial effluent, about 1,400 tons of solid and liquid waste of some 6million residents have been dumped indiscriminately into the waters of Karnaphuli on a daily basis through various canals. Yet authorities work at a sedate pace to set up a central effluent plant for the city's industrial belt. We are informed by a report published in this paper that a master plan on sewage treatment will be finalised by 2017. Hence, it is not clear precisely when the actual plant will go into operation.
In the meantime, Karnaphuli continues to be polluted and encroached upon. The DoE operates under severe constraints of resources including lack of manpower and enforcement authority. The Karnaphuli is Chittagong city's bloodline and it is high time for the government to wake up to realities on the ground and take a hard line against polluters and land grabbers

CREDIT goes to 

সাধারণ জ্ঞান (জনক)



❖ পদার্থ বিজ্ঞানের জনক : আইজ্যাক নিউটন। 
❖ সমাজ বিজ্ঞানের জনক : অগাষ্ট কোঁৎ। 
❖ হিসাব বিজ্ঞানের জনক : লুকাপ্যাসিওলি। 
❖ চিকিৎসা বিজ্ঞানের জনক : ইবনে সিনা। 
❖ দর্শন শাস্ত্রের জনক : সক্রেটিস।
❖ রসায়ন বিজ্ঞানের জনক : জাবির ইবনে হাইয়ান।
❖ ইতিহাসের জনক : হেরোডোটাস।
❖ সনেটের জনক : পের্ত্রাক।
❖ বিজ্ঞানের জনক : থ্যালিস।
❖ মেডিসিনের জনক : হিপোক্রটিস।
❖ জ্যামিতির জনক : ইউক্লিড।
❖ বীজ গণিতের জনক : আল খাওয়াজমী।
❖ জীবাণু বিদ্যার জনক : লুইস পাস্তুর।
❖ রাষ্ট্রবিজ্ঞানের জনক :এরিস্টটল।
❖ অর্থনীতির জনক : এডাম স্মিথ।
❖ অংকের জনক : আর্কিমিডিস।
❖ বিবর্তনবাদ তত্ত্বের জনক : চার্লস ডারউইন।
❖ সনেটের জনক : পের্ত্রাক।
❖ ক্যালকুলাসের জনক : আইজ্যাক নিউটন।
❖ বাংলা গদ্যের জনক : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
❖ বাংলা কবিতার জনক : মাইকেল মধুসুদন দত্ত।
❖ বাংলা উপন্যাসের জনক : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
❖ ইংরেজী কবিতার জনক : জিউফ্রে চসার।
❖ মনোবিজ্ঞানের জনক : উইলহেম উন্ড।
❖ প্রাণী বিজ্ঞানের জনক : এরিস্টটল।
❖ বাংলা মুক্তক ছন্দের জনক : কাজী নজরুল ইসলাম।
❖ বাংলা চলচিত্রের জনক : হীরালাল সেন।
❖ বাংলা গদ্য ছন্দের জনক : রবীন্দ্রনাথ ঠাকুর।
❖ জীব বিজ্ঞানের জনক : এরিস্টটল।
❖ ভূগোলের জনক : ইরাটস থেনিস।
❖ ইংরেজি নাটকের জনক : শেক্সপিয়র।
❖ সামাজিক বিবর্তনবাদের জনক: হার্বাট স্পেন্সর।
❖ বংশগতি বিদ্যার জনক : গ্রেডার জোহান মেনডেল।
❖ শ্রেণীকরণ বিদ্যার জনক : কারোলাস লিনিয়াস।
❖ শরীর বিদ্যার জনক : উইলিয়াম হার্ভে।
❖ বাংলা নাটকের জনক : দীন বন্ধু মিত্র।
❖ বাংলা সনেটের জনক : মাইকেল মধু সুদন দত্ত।
❖ আধুনিক রসায়নের জনক : জন ডাল্টন।
❖ আধুনিক গণতন্ত্রের জনক : জন লক।
❖ আধুনিক অর্থনীতির জনক : পল স্যমুয়েলসন।
❖ আধুনিক বিজ্ঞানের জনক : রজার বেকন।

WordOfTheday(23/10/2015)


Oct. 23, 2015
Word of the Day

conviveAudio Pronunciation
Share on TwitterShare on FacebookShare on Google+
\KON-vahyv\
noun
1. an eating or drinking companion; fellow diner or drinker.
Quotes
A mug of foaming hafanaf (so a certain sort of beer is called) was placed by the side of most of the convives.
-- William Makepeace Thackeray, "Crinoline," Punch, Volume XIII, 1947
Origin
Convive is derived from the Latin word convīva meaning "table-companion, guest."

ভালোবাসার সাতকাহন

" ভালোবাসার সাতকাহন "
---বখতিয়ার --
বাইশ বছর পর দুদন্ড তাকে ডেকেছিলাম,
নব্য সে অভিজাত বনে নিক্ষিপ্ত হয়েছে,
একাকি অবিশ্রান্ত সর্বএ বিচরন করে।
সুদূর ঠাকুরগাঁও থেকে সংগৃহীত লোভনীয় মিস্টি চানাচুর,
অামার উদরে অনুপ্রবেশ ঘটেনি,
অাজ সে চমকপ্রদভাবে পরিজ্ঞাত হল।
কাউকে পরিত্যাগ পূর্বক দষ্যুর ন্যায় লুন্ঠনকৃত সুখাদ্যভোজী অামি নই।
ভালোবাসি এ অমোঘ বাণী শ্বাসরুদ্ধ করে হত্যাকারীর কলংকময়ী সন্তান অামি নই,
অামার পিতা অামার মা কে প্রথম দর্শনেই বলেছিল ভালোবাসি।
তার এ নির্লজ্জ ভালোবাসা পরিষ্ফুট হয়ে বিয়ে পর্য়ন্ত গড়িয়েছিল।
নির্লজ্জ বাবার ভালোবাসার কসম,
গর্ভধারিণী মায়ের কান্নাজরিত বৈধব্যব্রতের কসম,
অামি সৌখিনতা বশতও তাকে ভালোবাসিনি।
সে অামার বন্ধুর মতো,অার সবসময় বান্ধবি।
যদি ভালোবেসেই থাকি তাহলে অামি গণিকাবৃত্তির পথে চলেছি।
অবশেষে অামি নিদারুন কষ্ট পেলাম,
তবে চিরতরে তাকে ভুলতে পেরেছি।

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫

প্রজাপতির জন্মস্থানে আমি:

অনেকক্ষন ধরে খেয়াল করছি ড্রাইভার সাহেবের ওভারটেকিং টেন্ডেন্সি প্রবল।যেকোন সময় এক্সিডেন্ট ঘটতে পারে।এবং ঘটলও তাই।বাস থেকে নেমে মিনিবাসে ভাটিয়ারী পর্যন্ত গিয়ে সিএনজিতে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে পৌছালাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।এই বিশ্ববিদ্যালয়কে অনেক আপন মনে হয় কিছু কারণে।প্রথমত, বাবা পড়াশোনা করে গেছেন।দ্বিতীয়ত, ভর্তি পরীক্ষায় ভুলক্রমে সেট কোড ফিলাপ করতে না পারায় আকর্ষণ আরও বেড়ে গিেয়ছে।মানুষ যেটা পায়না তার প্রতি দুর্বার আকর্ষণ থাকে।তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো, প্রজাপতির জন্মস্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার আগেই প্রজাপতির জন্মস্থান ভালো করে দেখে নিলাম।আয়তনে বিশাল ক্যাম্পাস হওয়ায় বুঝতে পারলাম না কোন দিক দিয়ে সূর্যসেন হলে এসেছি।ফরেস্ট্রির ছাত্র আমার বন্ধু মুগ্ধ তার রুমে নিয়ে গেল।বিকেলে ঘুরতে বের হলাম।সূর্যসেন হল থেকে হাঁটতে হাঁটতে জিরো পয়েন্ট হয়ে শাটল স্টেশনের সামনে ক্যাম্পাস ক্যাফে তে বসলাম।প্রজাপতির অপেক্ষায় বসে আছি।কফি পান দীর্ঘায়িত করছি ইচ্ছা করেই।এক বুক আশা নিয়ে বসে আছি শত মাইল পাড়ি দিয়ে আসা এই ক্লান্ত পথিক।নাহ!! প্রজাপতি আসে নি।আসবেনা।সাধারণত, একটি ছেলে প্রেমে পড়ার সাথে সাথে প্রেমিকাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে।আমি কোন স্বপ্ন দেখিনি।আমি জানি কোন স্বপ্ন পূরণ হবে না।সেখানে প্রজাপতির কাছে কিছু প্রত্যাশা করা অনর্থক।আমি জীবনে অনেকের প্রজাপতিকে দেখেছি।নিজের প্রজাপতিকে কখনো দেখিনি।আমি এও জানি তাকে কোনদিন পাব না।হারিয়ে ফেলার আগে এক পলক দেখার ইচ্ছা ছিল মৃত্যুপথযাত্রীর শেষ ইচ্ছার মত।প্রজাপতি আমার শেষ ইচ্ছা পূরণ করেনি।ক্যাম্পাসে সন্ধ্যা নেমে আসার সাথে সাথে শরীর অবশ হয়ে আসছে। আমার বন্ধু আমাকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ঘুরে দেখাল।আমি অভিনয় চালিয়ে যাচ্ছি, যেন কিছুই হয় নি।শহীদ মিনারে বসে কিছুক্ষন গল্প করে আবার ফিরে আসলাম হলে।ব্রেইনের নিউরোসার্কিটে একটি বাক্য বারবার স্পার্ক করছে।সেটি হল, তোমার ভালোবাসা প্রজাপতিকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারেনি।
অনেকক্ষন প্রজাপতির জন্মস্থানের পাশে দাঁড়িয়ে ছিলাম।মনকে চরম বিষন্নতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে মন হঠাৎ ভালো হয়ে যায়।কারণ, আমাকে অনেক দূর যেতে হবে।....ট্রেন চলছে।মাথায় হাজারো চিন্তা।মন বিষাদগ্রস্ত।যাত্রীবাহী লঞ্চ সুরভী-৭ ভেসে চলছে নদীর বুকে।মন কিছুটা ভালো এবং শান্ত হল।ক্লান্ত শরীর, মন নিয়ে নিজের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলাম।বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল আমাকে পরম মমতায় আশ্রয় দিল।বিছানায় গা এলিয়ে দিলাম।মস্তিষ্ক তখনো পুরোপুরি অচেতন হয়নি।ঘোরের মধ্যে আছি।ঘোরের মধ্যে আমার কিছু প্রিয় মানুষের কথা মনে হলো, যারা আমাকে ভালোবাসে।আমাকে বিশ্বাস করতে হলো, 'ভালোবাসা' এখনো বিদ্যমান এই পৃথিবীতে।কিন্তু, প্রজাপতিকে ভালোবাসার সবগুলো নীলপদ্ম দিয়ে আমি শূণ্যহাতে বসে আছি।থাক!!আমার আর কোন পিছুটান রইল না।ঘুমের মাঝেই মনে হলো, জীবনটা খারাপ না তো!!!
By: 

WordOfTheday(22/10/2015)

Oct. 22, 2015

scuttlebuttAudio Pronunciation
Share on TwitterShare on FacebookShare on Google+
\SKUHT-l-buht\
noun
1. Informal. rumor or gossip.
2. Nautical. a. an open cask of drinking water. b. a drinking fountain for use by the crew of a vessel.
Quotes
At the Bizerte Naval Base, we got the first scuttlebutt about the coming invasion of continental Italy. "Scuttlebutt," that's Navy slang for gossip.
-- Bob Hope, "I Never Left Home," Life, August 7, 1944
Origin
Scuttlebutt entered English in the late 1700s from the word scuttle, referring to a hatch in the deck of a ship, and butt in the sense of a cask or barrel. The informal sense arose in the early 1900s.

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

অল্প বয়সে চুল পাকলে কী করবেন?

আমাদের আশেপাশে এমন অনেকেই আছেন যাদের অল্পবয়সে চুল পাকা শুরু হয়েছে। সাধারণত মাথার চামড়ায় পর্যাপ্ত ভিটামিন ও মিনারেল এর অভাবে চুল পাকতে পারে। আর তরুণ বয়সে চুল পাকা অনেক বিব্রতকর একটি ব্যাপার। অল্প বয়সে চুল পাকার ফলে অনেকেই সবসময় অস্বস্তিতে ভোগেন। কোন সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেও দ্বিধাবোধ করেন। যার থেকে আত্মবিশ্বাসের অভাব এমন কী তীব্র হতাশা সৃষ্টি হওয়ার মত ঘটনাও ঘটতে পারে।
যদিও সাময়িক সমাধান হিসেবে অনেকে চুলে কলপ ব্যবহার করে থাকেন। তবে এতে চুল একেবারে কালো হয় না। তার পাশাপাশি কলপের উপাদান নিম্নমানের হলে তা মাথার চামড়ার ক্ষতি করতে পারে। সুতরাং সাময়িক সমাধানের দিকে না গিয়ে ঘরে বসেই সহজে অকালে চুল পাকা থেকে রেহাই থেকে পারেন। প্রাকৃতিক উপায়ে ঘরে থাকা নানা উপাদান থেকে এই চিকিৎসা উপকরণ তৈরী করা সম্ভব। এই উপকরণ ব্যবহার যেমন অর্থসাশ্রয়ী ঠিক তেমনি নিরাপদ এবং কোন পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত।
চলুন আজকের লেখায় অকালে চুল পাকা রোধের কয়েকটি উপায় দেখে নেয়া যাক –
০১. আমলকি ও লেবুর রস মিশ্রণঃ
আমলকি ও লেবু দুটোই আমাদের দেশে জন্মে এবং সহজলভ্য। এই দুটো ফলের পুষ্টি গুণ অত্যন্ত বেশি। শরীরের মেদ কমানো, হৃদপিন্ডের সমস্যা ইত্যাদি আভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি চামড়ার ইনফেকশন এবং মাথার চামড়ার জন্য প্রয়োজনীয় ভিটামিন যোগান দেয়ার ক্ষেত্রে এই দুটো ফলের জুড়ি নেই। তাই অকালে চুল পাকা রোধের জন্য বাজার থেকে আমলকির গুঁড়া কিনে এনে তা লেবুর রসের সাথে মিশিয়ে প্রতিদিন ১ ঘণ্টা করে মাথার চামড়ায় ম্যাসাজ করুন, তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেই হবে।
০২. পেঁয়াজ বাটাঃ
মশলা হিসেবে পেঁয়াজ একটি আবশ্যকীয় উপাদান। বাংলাদেশে কমবেশি সব রান্নাঘরেই পেঁয়াজ থাকে। আর পেঁয়াজ বাটা চুল পাকা রোধের অত্যন্ত কার্যকরী অস্ত্র। পেঁয়াজ ভালোমত বেটে নিয়ে প্রতিদিন কিছুক্ষণ মাথার চামড়ায় ও চুলে ম্যাসাজ করলে এবং চুলে পেঁয়াজ বাটা শুকিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেললে অল্প কয়েকদিনের মধ্যেই পাকাচুল কালো হয়ে যাবে। তবে দ্রুত ফল পাওয়ার জন্য অবশ্যই প্রতিদিন একবার করে এই উপায় অনুসরণ করতে হবে।
০৩. নারিকেল তেল এবং লেবুর রসঃ
চুলের যত্নে নারিকেল তেলের কোন জুড়ি নেই। আর লেবুর গুণাগুন তো আগেই ব্যাখ্যা করা হয়েছে। পাকা চুলের হাত থেকে রেহাই পেতে হলে প্রতিদিন ৪ চা চামচ নারিকেল তেলের সাথে আড়াই চা চামচ লেবুর রস মিশিয়ে উক্ত মিশ্রণ চুলের গোড়ায় এবং মাথার চামড়ায় লাগান। দুই সপ্তাহের মধ্যেই পাকা চুল কালো হয়ে উঠবে। তার পাশাপাশি আপনার মাথার চামড়া সুস্থ থাকবে, খুশকি হবে না এবং চুলও হবে উজ্জ্বল।
০৪. গাজরের রসঃ
গাজর একটি পুষ্টিকর সবজি উপাদান। শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও মিনারাল এর একটা সিংহভাগ গাজর একাই পূরণ করার ক্ষমতা রাখে। চুলের যত্নেও গাজর বেশ কার্যকরী ভূমিকা রাখতে পারে। তাই বাজার থেকে গাজর কিনে এনে সেটিকে ব্লেন্ডারে পানি, চিনি মিশিয়ে ব্লেন্ড করে নিন। গাজরের যে জুস পাওয়া যাবে, সেটি নিয়মিত পান করুন। প্রতিদিন অন্তত একগ্লাস করে গাজরের রস পান করলেই আপনার পাকা চুলের প্রতিকার পাওয়া শুরু করবেন। শুধু চুল নয়, সেইসাথে আপনার শরীরকে সুস্থ রাখতেও এই গাজরের জুস সাহায্য করবে।
০৫. তিলের বীজ এবং বাদাম তেলঃ
তিলের বীজ এবং বাদাম তেল এই দুইটি বাজারে বেশ সহজলভ্য। স্কিন ডাক্তাররা চুলের যত্নে মাঝে মধ্যে এই চিকিৎসাটি প্রেসক্রাইব করে থাকেন। বিশেষজ্ঞদের মতে, এই চিকিৎসায় সবচাইতে বেশি উপকার পাওয়া সম্ভব। প্রথম তিল বীজ গুঁড়ো করে নিন। এরপর তা বাদাম তেলের সাথে মিশিয়ে পেস্ট তৈরী করুন। এই পেস্টটি চুলে ও মাথার চামড়ায় লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে দিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
উপরের পদ্ধতিগুলো নিয়মিত অনুসরণ করলে সহজে ঘরে বসেই অকালে চুল পাকা রোধ করা সম্ভব। তবে যে কথাটি আমার লেখায় বার বার বলি, সেটা হচ্ছে প্রতিকারের চাইতে প্রতিরোধ উত্তম। সাধারণত পুষ্টিহীনতা, টেনশন, অবসাদ, ঘুম কম হওয়া এগুলোর কারণে অল্প বয়সে চুল পাকতে পারে। তাই এই সমস্যা প্রতিরোধের জন্য প্রচুর পুষ্টিকর শাকসবজি খাবেন, পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন এবং অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করবেন।