বালক,তোমার প্রেম ছিল লিপস্টিকের মত
যার স্থায়িত্বের চিন্তা
ঠোট বাঁকিয়ে সেল্ফি তোলার আগ পর্যন্তই ভাবায় tongue emoticon
বালক,তোমার প্রেম যেন হ্যারিকেন ক্যাটরিনা pacman emoticon
প্র্রবল জলোস্রোত ভাসিয়ে নিয়ে গেছে দূরে
প্রেমের দমকা হাওয়া গুড়িয়ে দিয়েছে সব
চিরচেনা পথগুলো আজ লন্ডভন্ড এতটাই
যে হ্যারিকেন জ্বালিয়েও পথ খুজে পাওয়া
আজ আমার সাধ্যাতীত pacman emoticon
বালক, তোমার অনুভূতি যেন হায়ারোগ্লিফিকস tongue emoticon
যে জিনিস তুমি নিজেই বোঝোনি কখনও squint emoticon
বালক, তোমার প্রেমের দাগ এতটাই স্থায়ী
যে সার্ফ এক্সেলের দশ হাতের শক্তিও
আজ তা তুলতে ব্যার্থ unsure emoticon
বালক,তোমার প্রেমকে বিশেষায়িত করার মত
সকল বিশেষন আজ
নিজেকে দেউলিয়া ঘোষনা করেছে
(Collected)sunglasses emoticon
যার স্থায়িত্বের চিন্তা
ঠোট বাঁকিয়ে সেল্ফি তোলার আগ পর্যন্তই ভাবায় tongue emoticon
বালক,তোমার প্রেম যেন হ্যারিকেন ক্যাটরিনা pacman emoticon
প্র্রবল জলোস্রোত ভাসিয়ে নিয়ে গেছে দূরে
প্রেমের দমকা হাওয়া গুড়িয়ে দিয়েছে সব
চিরচেনা পথগুলো আজ লন্ডভন্ড এতটাই
যে হ্যারিকেন জ্বালিয়েও পথ খুজে পাওয়া
আজ আমার সাধ্যাতীত pacman emoticon
বালক, তোমার অনুভূতি যেন হায়ারোগ্লিফিকস tongue emoticon
যে জিনিস তুমি নিজেই বোঝোনি কখনও squint emoticon
বালক, তোমার প্রেমের দাগ এতটাই স্থায়ী
যে সার্ফ এক্সেলের দশ হাতের শক্তিও
আজ তা তুলতে ব্যার্থ unsure emoticon
বালক,তোমার প্রেমকে বিশেষায়িত করার মত
সকল বিশেষন আজ
নিজেকে দেউলিয়া ঘোষনা করেছে
(Collected)sunglasses emoticon
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন