অনুভুতি
তুই
চেয়েছিলি হতে
কবিটার কবিতা,
চেয়েছিলি হতে
কবিটার কবিতা,
আমি
ছিলাম না,পারিনিও হতে
সেই কবিতার কবিটা!
ছিলাম না,পারিনিও হতে
সেই কবিতার কবিটা!
আক্ষেপ নেই,
হতাশা নেই, নেই কোনো আফসোস!
সকলে তো আর সকলি পায় না,
কি হবে পুষে আক্রোশ ?
হতাশা নেই, নেই কোনো আফসোস!
সকলে তো আর সকলি পায় না,
কি হবে পুষে আক্রোশ ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন