Collected from paper ..
১. বিটিআরসি) সর্বশেষ প্রকাশিত
পরিসংখ্যানে দেশে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা
১৩ কোটি ৮ লাখ ৪৩ হাজার এবং আইএসপি ও পিএসটিএন
ইন্টারনেট গ্রাহক ১৩ লাখ ৮
হাজার।
২.বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।
৩. তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়নে পরামর্শ ও
বহুমুখী সহযোগিতা নিতে জাপানের আইটি
প্রতিষ্ঠান রি-টেমের সঙ্গে চুক্তি করেছে
হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।
৪. হাই-টেক
পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম
এবং রি-টেম করপোরেশনের সিইও আকিরা নকাজিমা
চুক্তিতে সই করেন।
৫. বর্তমানে
জাপানে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ১০০
কোটি ডলার।
৬. ‘ফ্রিভোল্ট’ নামে বেতার তরঙ্গ থেকে বিদ্যুৎ
আহরণের একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান ড্রেসন
টেকনোলজিস।
৭.বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান।
৮. গীতাঞ্জলির ইংরেজি
অনুবাদ সঙ অফারিং-এর ওপর ভিত্তি করিয়া রবীন্দ্রনাথ
ঠাকুরকে ১৯১৩ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার
প্রদান করা হইয়াছিল।
৯. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর প্রমানস্বরূপ বর্তমানে বিশ্বে ইউরোপের দেশগুলোতে ধূমপান ও
মদ্যপানের হার সর্বোচ্চে।
১০. বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী
তোফায়েল আহমেদ ও ভারতের নির্মলা
সীতারমন।
Credit:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন