মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

রঙ

নীলগুলো সব ধীরে ধীরে লালের পথে।
নীল থেকে কখনও বা থকথকে সবুজ।
কখনও হয় না বিবর্ণ, হয় নাক জলরঙ।
অথচ এর জন্যই যত আয়োজন।
মিছিল এসে যদি সাদাকে নীল করে না দিত,
কিংবা যদি উলটোটা হত, খুব কি ক্ষতি হত?
By

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন