শনিবার, ৩ অক্টোবর, ২০১৫

গুরুত্বপূর্ণ শব্দ এর অর্থ ও এদের গুরুত্বপূর্ণ Synonym( 3/10/3015)


Source: The Daily Star পত্রিকার Editorial

প্রথমে গুরুত্বপূর্ণ শব্দ এর অর্থ ও এদের গুরুত্বপূর্ণ Synonym দেয়া হলো।
1.Significant ( তাৎপর্যপূর্ণ) :Important, noteworthy 
2.participate ( অংশগ্রহণ): Take part
3.Statesman ( রাজনীতিজ্ঞ ব্যাক্তি) : A person who exhibits great wisdom and ability in dealing the affair of a government or dealing with important public issue
4.Plethora ( প্রাচুর্য) : plenty, profusion, glut, surplus, excess, deluge
5.Sustainable (সহনীয়) : Capable of being supported or upheld.
able to be supported as with the basic necessity or sufficient fund.
6.Eloquence ( বাগ্মিতা) : articulation, fluency, gift of gab.
7.On several count ( অনেকগুলো প্রেক্ষিতে)
8.make ones present felt( অন্য লোক বা পরিস্থিতির উপর জোর প্রভাব থাকা) : To have a strong effect on other people or a situation.
9.Leaving aside ( বাদ দিয়ে) : Exclusive of, Debarring, Excluding, Omitting
10. Recognition( পরিচিতি) Identification, acknowledgement
11. Accolade ( উচ্চ প্রশংসা) : Strong praise, kudos
12. Continue To stress ( চাপ অব্যাহত রাখা)
13. Stature ( যোগ্যতা/ গুরুত্ব) : Ability, Capacity, caliber, importance, capacity
14. Addressing( মন্তব্য করা, নির্দেশ করা)
15.Measure ( পরিমাপ, পদক্ষেপ)
16. Hesitation ( দ্বিধা) : Doubt, Oscillation, vacillation, Wavering
17. Prospect ( ভবিষ্যত এর আশা) : Anticipation, Out look for future,


Credit: 
Main Article 

ETC

1. Reprehensible- নিন্দনীয়। 
2. Malice- আক্রোশ। 
3. Plethora of important issues - গুরুত্বপূর্ন বিষয়ের অাধিক্য। 
4. Immunity- নিরাপত্তা।
5. Cattle fattening pills- পশু মোটাতাজা করার পিল।
6. Perplexing choice- হতবুদ্ধিকর পছন্দ।
7. Security apparatus- নিরাপত্তার যন্ত্রপাতি।
8. Noxious practice- ক্ষতিকর প্রথা।
9. Overhauling the system- কোন ব্যবস্থাকে পুরোপুরিভাবে ঠিক করা। 


Credit goes to  


Sadman Bin Ornab


The Daily Star পত্রকিার Editorial  এর " GCI ranking improves marginally " কলামটির বঙ্গানুবাদ: শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৫
The World Economic Forum’s annual report on global competitiveness for 2015-16 has recently been made public. Whereas India has moved up 16 places to 55th place from last year and Sri Lanka improved its ratings five places by scoring 68 this year, Bangladesh managed to move up only two points to 107th from 109th in the Global Competitiveness Index (GCI). Yes, we have made significant strides in the areas of better macroeconomic management, and education. Bangladesh lags behind in some crucial areas: inadequate infrastructure, corruption, political stability, poor public health and limited access to finance. And though the government has moved forward to enhance efficiency of the administration, its reforms are lagging behind.
অতি সাম্প্রতি “বৈশ্বিক প্রতিযোগিতা”র উপর বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০১৫-১৬ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।যেখানে ভারত গত বছরের ৫৫তম অবস্থান থেকে এ বছর ১৬ তম অবস্থানে উঠে এসেছে এবং শ্রীলংকা এবছর ৬৮ স্কোর করে এর রেটিংকে আরো ৫ ধাপে উন্নত করেছে।বাংলাদেশ “বৈশ্বিক প্রতিযোগিতা সূচকে ১০৯ থেকে ১০৭, এই ২ পয়েন্ট সামনে আসতে সক্ষম হয়েছে। হ্যাঁ, বৃহদাকার অর্থনৈতিক ব্যবস্হাপনা এবং শিক্ষা ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ অগ্রগতি করতে সক্ষম হয়েছি।অপ্রতুল অবকাঠামো, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা, জনস্বাস্হ্যের বেহাল দশা এবং অর্থনীতিতে সীমিত অংশগ্রহনের মত গুরুত্বপূর্ণ অনেকগুলো ক্ষেত্রে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে। যদিও সরকার এখন প্রশাসনিক কর্মদক্ষতাকে আরো ত্বরান্বিত করার লক্ষে এগিয়ে এসেছে, তবে এর পুনঃসংস্কারও এখনো পিছিয়ে আছে। 
Credit :


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন