শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫

ভালোবাসার সাতকাহন

" ভালোবাসার সাতকাহন "
---বখতিয়ার --
বাইশ বছর পর দুদন্ড তাকে ডেকেছিলাম,
নব্য সে অভিজাত বনে নিক্ষিপ্ত হয়েছে,
একাকি অবিশ্রান্ত সর্বএ বিচরন করে।
সুদূর ঠাকুরগাঁও থেকে সংগৃহীত লোভনীয় মিস্টি চানাচুর,
অামার উদরে অনুপ্রবেশ ঘটেনি,
অাজ সে চমকপ্রদভাবে পরিজ্ঞাত হল।
কাউকে পরিত্যাগ পূর্বক দষ্যুর ন্যায় লুন্ঠনকৃত সুখাদ্যভোজী অামি নই।
ভালোবাসি এ অমোঘ বাণী শ্বাসরুদ্ধ করে হত্যাকারীর কলংকময়ী সন্তান অামি নই,
অামার পিতা অামার মা কে প্রথম দর্শনেই বলেছিল ভালোবাসি।
তার এ নির্লজ্জ ভালোবাসা পরিষ্ফুট হয়ে বিয়ে পর্য়ন্ত গড়িয়েছিল।
নির্লজ্জ বাবার ভালোবাসার কসম,
গর্ভধারিণী মায়ের কান্নাজরিত বৈধব্যব্রতের কসম,
অামি সৌখিনতা বশতও তাকে ভালোবাসিনি।
সে অামার বন্ধুর মতো,অার সবসময় বান্ধবি।
যদি ভালোবেসেই থাকি তাহলে অামি গণিকাবৃত্তির পথে চলেছি।
অবশেষে অামি নিদারুন কষ্ট পেলাম,
তবে চিরতরে তাকে ভুলতে পেরেছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন