মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

ব্লু ইকোনমি, সমুদ্র বিজয় ও টেকসই উন্নয়ন

* * * পত্রিকা হতে সংগ্রহকৃত গুরুত্বপূর্ন কিছু তথ্য * * *
# 'ব্লু ইকোনমির' ধারণা দেন = অধ্যাপক 'গুন্টার পাউলি' ১৯৯৪ সালে জাতিসংঘে।
# টেকসই উন্নয়ন কর্মসূচীর মূলকথাই হলো = ব্লু ইকোনোমি
# সমুদ্রসীমা বিরোধ নিস্পত্তি করে রায় দেয় = আন্তর্জাতিক আদালত
# ট্রাইব্যুনাল = ITLOS
# সমুদ্রসীমা বিরোধ = 25602 বর্গ কিমি
# বাংলাদেশের মোট টেরিটোরিয়াল সমুদ্র এলাকা = ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার
# একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল = ২০০ নটিক্যাল মাইল
# চট্টগ্রাম উপকূল থেকে = ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানের তলদেশে সব ধরনের প্রাণীজ-অপ্রাণিজ সম্পদের ওপর সার্বভৌম অধিকার।
----------------------------------------------
ভারত : সমুদ্র বিজয় (7 জুন 2014)
ভারতের সাথে সমুদ্রসীমা বিরোধ নিস্পত্তি হয় = ২০১৪ সালে
ভারতের দাবিকৃত ১০টি ব্লকের সবগুলোই পায় বাংলাদেশ।
বিরোধপূর্ণ ২৫ হাজার বর্গকিলোমিটার অঞ্চলের = ১৯ হাজার পেয়েছে বাংলাদেশ, ৬ হাজার দেওয়া হয়েছে ভারতের অধিকারে।
মিয়ানমার : সমুদ্র বিজয় (14 মার্চ 2012)
মিয়ানমারের সাথে সমুদ্রসীমা বিরোধ নিস্পত্তি হয় = ২০১২ সালে
মিয়ানমারের সাথে সমুদ্রে বিরোধপূর্ণ = ১৭ টি ব্লকের ১২টি পায় বাংলাদেশ।
সমুদ্রসীমা বিরোধ নিস্পত্তি রায়ে বাংলাদেশের স্থলভাগের বাইরে জলসীমায়ও আরেক বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। ১ লক্ষ ৪৪ হাজার বর্গ কিলোমিটারের বাংলাদেশের জন্য ১ লক্ষ ১৯ হাজার বর্গ কিলোমিটারের সমুদ্রসীমা আরেকটা গোটা বাংলাদেশই বটে।
----------------------------------------------
ব্লু ইকোনমি এবং টেকসই উন্নয়ন :
ইংরেজিতে একটি কথা আছে, ‘ঈশ্বর নিজেই একজন নাবিক, তাই তিনি পৃথিবী এভাবে সৃষ্টি করেছেন যে, এর তিন ভাগ জল আর এক ভাগ স্থল।’ এ বক্তব্যের যথার্থতা নিরূপণ দুরূহ। বিশ্ববাণিজ্যের প্রায় ৯০ শতাংশই সম্পন্ন হয় জলপথে।
১৯৯৪ সালে অধ্যাপক 'গুন্টার পাউলি' ভবিষ্যতের অর্থনীতির রূপরেখা প্রণয়নের জন্য জাতিসংঘে একটি টেকসই এবং পরিবেশবান্ধব মডেল হিসেবে 'ব্লু ইকোনমির' ধারণা দেন।
২০৫০ সালে পৃথিবীর জনসংখ্যা হবে প্রায় ৯০০ কোটি। এই বিপুল জনগোষ্ঠীর খাবার যোগান দিতে তখন সমুদ্রের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে।
সেই লক্ষে জাতিসংঘ ২০১৫ সাল পরবর্তী যে টেকসই উন্নয়ন কর্মসূচী হাতে নিতে যাচ্ছে তার মূলকথাই হচ্চে ব্লু ইকোনোমি। আর ব্লু ইকোনোমির মূল ভিত্তি হচ্ছে টেকসই সমুদ্র নীতিমালা।
=======================
যে জ্ঞানের সন্ধানে বের হয়, সে আল্লাহর পথে বের হয়। [ তিরমিযী]
যার মনে বিন্দু পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। [ সহীহ মুসলিম ]
মুসলমান সে, যে নিজের অনিষ্টকর ভাষা ও কর্ম থেকে মুসলমানদের নিরাপদ রাখে। [ সহীহ বুখারী ]
______________________
The roots of education are bitter, but the fruit is sweet (Aristotle)

Collected By 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন