৪৭. ‘তৈল’ এর প্রকৃতি-প্রত্যয়জাত অর্থ কী?
উত্তর : তিলজাত স্নেহ পদার্থ, যে কোনো শস্যের রস
৪৮. ‘তৈল’ এর প্রকৃতি নির্ণয় কর।
উত্তর : তিল + ষ্ণ
৪৯. ‘প্রপঞ্চ’ শব্দের অর্থ কী?
উত্তর : চাতুরী/মায়া
৫০. বাক্যে কী ব্যবহার না করলে যোগ্যতার হানি ঘটে?
উত্তর : উপমা অলংকার
৫১. মিশ্র বাক্যে কয়টি প্রধান খণ্ডবাক্য থাকে?
উত্তর : একটি
৫২. ‘ধনধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা’- এখানে কোনটি আশ্রিত খণ্ডবাক্য?
উত্তর : ধনধান্য পুষ্পে ভরা।
৫৩. একটি মাত্র পদবিশিষ্ট কর্তৃপদকে কি বলে?
উত্তর : সরল উদ্দেশ্য
৫৪. ‘ভিক্ষুককে দান কর।’- বাক্যটিতে মিশ্র বাক্যে রূপান্তর কর।
উত্তর : যে ভিক্ষা চায়, তাকে দান কর।
৫৫. ‘সত্য কথা না বলে বিপদে পড়েছি’- বাক্যটিতে যৌগিক বাক্যে রূপান্তর কর।
উত্তর : সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।
৫৬. ‘বিপদ এবং দুঃখ এক সময়ে আসে’- মিশ্র বাক্যে রূপান্তর কর।
উত্তর : যখন বিপদ আসে, তখন দুঃখও আসে।
৫৭. কোন্ বাক্যের বিশ্লেষণে প্রথমে প্রধান খণ্ড বাক্যটি প্রদর্শন করতে হবে?
উত্তর : মিশ্র বাক্য
৫৮. ‘মাংসভোজী পশু অত্যন্ত বলবান’- মিশ্র বাক্যে রূপান্তর কর।
উত্তর : যে সকল পশু মাংস ভোজন করে, তারা অত্যন্ত বলবান।
৫৯. ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে’- যৌগিক বাক্যে রূপান্তর কর।
উত্তর : মেঘ গর্জন করে এবং ময়ূর নৃত্য করে।
৬০. বাগধারা কীসের ঐতিহ্য?
উত্তর : ভাষা বিশেষের।
৬১ ‘আমি যৌবনের গান গাই’- জটিল বাক্যে রূপান্তর কর।
উত্তর : আমি যে গান গাই, তা যৌবনের গান।
৬২. ‘তুমি আসলে আমি যাব’- যৌগিক বাক্যে রূপান্তর কর।
উত্তর : তুমি আসবে এবং আমি যাব।
৬৩. গুরুচণ্ডালী দোষ বলতে কী বুঝায়?
উত্তর : তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ।
৬৪. ‘মড়াদাহ’- শব্দটিকে শুদ্ধ কর।
উত্তর : মড়াপোড়া/শবদাহ।
৬৫. মিশ্র বা জটিল বাক্যে কয়টি আশ্রিত খণ্ডবাক্য থাকে?
উত্তর : এক বা একাধিক।
৬৬. সরল বাক্যকে কয়টি অংশ বিশ্লেষণ করতে হবে?
উত্তর : চারটি।
৬৭. ‘হাসিমের ভাই এসেছে’- এখানে কী যোগে উদ্দেশ্যের সম্প্রসারণ হয়েছে?
উত্তর : সম্বন্ধপদ যোগে।
৬৮. ‘ঘোড়া দ্রুত চলে’- বাক্যে কী যোগে বিধেয়ের সম্প্রসারণ ঘটেছে?
উত্তর : ক্রিয়া বিশেষণ যোগে।
৬৯. ‘কুখ্যাত দস্যুদল ধরা পড়েছে’- বাক্যে কী যোগে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটেছে?
উত্তর : বিশেষণ যোগে।
৭০. ‘জেট বিমান অতিশয় দ্রুত চলে’- বাক্যে কি যোগে বিধেয়ের সম্প্রসারণ ঘটেছে?
উত্তর : বিশেষণীয় যোগে।
৭১. ‘যারা অত্যন্ত পরিশ্রমী, তারাই উন্নতি করে’- এখানে কী যোগে উদ্দেশ্যের সম্প্রসারণ হয়েছে?
উত্তর : সমার্থক বাক্যাংশ যোগে।
৭২. ‘ভুবনের ঘাটে ঘাটে ভাসিছে’- এখানে কী যোগে বিধেয়ের সম্প্রসারণ ঘটেছে?
উত্তর : কারক যোগে।
৭৩. ‘চাটুকার পরিবৃত হয়েছে বড় সাহেব থাকেন’- বাক্যে কী যোগে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটেছে?
উত্তর : অসমাপিকা ক্রিয়া বিশেষণ যোগে।
৭৪. ‘তিনি যেভাবেই হোক আসবেন’- বাক্যে কী যোগে বিধেয়ের সম্প্রসারণ ঘটেছে?
উত্তর : ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে।
৭৫. ‘যার কথা তোমরা বলে থাক, তিনি এসেছেন’- বাক্যে কী যোগে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটেছে?
উত্তর : বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে।
৭৬. ‘ইনি আমার বিশেষ অন্তরঙ্গ বন্ধু (হন)’- বাক্যে কী যোগে বিধেয়ের সম্প্রসারণ ঘটেছে?
উত্তর : বিধেয় বিশেষণ যোগে।
৭৭. ‘বাক্য প্রকরণ’ বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
উত্তর : বাক্য তত্ত্বে/ পদক্রমে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন