১। হিটলারের নাগরিকত্ব বাতিল হয় - ২০০৭ সালে।
২। রোহিঙ্গারা বাংলাদেশে আসে - ১৯৯০-৯১ সালে।
৩। যুগোশ্লোভিয়া ভেঙ্গে পরিণত হয় - ৭ টি দেশে।
৪। বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা - ৬৩ টি।
৫। ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেটের সর্বোচ্চ খাত - জনপ্রশাসনে।
৬। ২০১৫ সালের ২৫ এপ্রিল নেপালে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়।
৭। ফিলিস্তিনের রাজধানী - জেরুজালেম।
৮। ইসরায়েলের রাজধানী - তেলআবিব।
৯। বাংলাদেশের নদীগুলোতে ২.৬ বিলিয়ন লিটার পানি আছে।
১০। ভারতের ১০ টি জেলা ও ৫ টি প্রদেশ বাংলাদেশের সীমান্তে আছে।
২। রোহিঙ্গারা বাংলাদেশে আসে - ১৯৯০-৯১ সালে।
৩। যুগোশ্লোভিয়া ভেঙ্গে পরিণত হয় - ৭ টি দেশে।
৪। বাংলাদেশে মোট ব্যাংকের সংখ্যা - ৬৩ টি।
৫। ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেটের সর্বোচ্চ খাত - জনপ্রশাসনে।
৬। ২০১৫ সালের ২৫ এপ্রিল নেপালে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়।
৭। ফিলিস্তিনের রাজধানী - জেরুজালেম।
৮। ইসরায়েলের রাজধানী - তেলআবিব।
৯। বাংলাদেশের নদীগুলোতে ২.৬ বিলিয়ন লিটার পানি আছে।
১০। ভারতের ১০ টি জেলা ও ৫ টি প্রদেশ বাংলাদেশের সীমান্তে আছে।
((বুলেটিন--২))
১) বাংলাদেশে আন্তর্জাতিক নদী আছে ৫৭ টি।
২) পানি প্রবাহের দিক থেকে বিশ্বের বৃহত্তম নদী--i) আমাজান ii) কঙ্গো iii) মেঘনা।
৩) যমুনা নদীর অপর নাম--নতুন ব্রম্মপুত্র।
৪) ডাকাতিয়া বিল--যশোর ও খুলনায় অবস্থিত।
৫) বাংলাদেশের দাতা গোষ্ঠি--২৬ টি (তন্মধ্যে ১৬টি দেশ)।
৬) বাংলাদেশে এখন ১৩৪ টি পাটকল আছে।
৭) ঢাকা,কুমিল্লা ও ময়মনসিংহকে পাটবলয় বলে।
৮) তামাকের আদিভূমি--ভার্জিনিয়া।
৯) বাংলাদেশে ৮০০ প্রজাতির ধান আছে।
১০) বাংলাদেশ ১৯৭৬ সালে জিএসপি সুবিধা পায়।
২) পানি প্রবাহের দিক থেকে বিশ্বের বৃহত্তম নদী--i) আমাজান ii) কঙ্গো iii) মেঘনা।
৩) যমুনা নদীর অপর নাম--নতুন ব্রম্মপুত্র।
৪) ডাকাতিয়া বিল--যশোর ও খুলনায় অবস্থিত।
৫) বাংলাদেশের দাতা গোষ্ঠি--২৬ টি (তন্মধ্যে ১৬টি দেশ)।
৬) বাংলাদেশে এখন ১৩৪ টি পাটকল আছে।
৭) ঢাকা,কুমিল্লা ও ময়মনসিংহকে পাটবলয় বলে।
৮) তামাকের আদিভূমি--ভার্জিনিয়া।
৯) বাংলাদেশে ৮০০ প্রজাতির ধান আছে।
১০) বাংলাদেশ ১৯৭৬ সালে জিএসপি সুবিধা পায়।
((বুলেটিন--৩))
১) বাংলাদেশের গার্মেন্টসে কাজ করে ৩০ লক্ষ শ্রমিক।
২) বাংলাদেশের ৭৬% বৈদেশিক আয় আসে গার্মেন্টস থেকে।
৩) গৌর গোবিন্দের আমলে হযরত শাহজালাল (র.) সিলেটে আসেন।
৪) ১৭৬৫ সালে ব্রিটিশরা ভারতবর্ষের দেওয়ানী লাভ করেন।
৫) বাংলাদেশের প্রথম সরকারী স্কুল--ঢাকা কলেজিয়েট স্কুল।
৬) ০১ জুলাই ২০১৫ তারিখে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়।
৭) আফ্রিকান দেশ ইথিওপিয়ায় বাংলাদেশ নতুন দুতাবাস খোলার উদ্যোগ নিয়েছে।
৮) EU এর সর্বশেষ সদস্য ক্রোয়োশিয়া (০১ জুলাই ২০১৩ থেকে)।
৯) ইউরোজোনের দেশ ১৯ টা (সর্বশেষ লিথুয়ানিয়া-০১ জানুয়ারী ২০১৫ থেকে)।
১০) উপমহাদেশের প্রথম ব্যাংক-- Reserve bank of india.
২) বাংলাদেশের ৭৬% বৈদেশিক আয় আসে গার্মেন্টস থেকে।
৩) গৌর গোবিন্দের আমলে হযরত শাহজালাল (র.) সিলেটে আসেন।
৪) ১৭৬৫ সালে ব্রিটিশরা ভারতবর্ষের দেওয়ানী লাভ করেন।
৫) বাংলাদেশের প্রথম সরকারী স্কুল--ঢাকা কলেজিয়েট স্কুল।
৬) ০১ জুলাই ২০১৫ তারিখে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়।
৭) আফ্রিকান দেশ ইথিওপিয়ায় বাংলাদেশ নতুন দুতাবাস খোলার উদ্যোগ নিয়েছে।
৮) EU এর সর্বশেষ সদস্য ক্রোয়োশিয়া (০১ জুলাই ২০১৩ থেকে)।
৯) ইউরোজোনের দেশ ১৯ টা (সর্বশেষ লিথুয়ানিয়া-০১ জানুয়ারী ২০১৫ থেকে)।
১০) উপমহাদেশের প্রথম ব্যাংক-- Reserve bank of india.
BCS দিতেছিস ?
উত্তরমুছুনDo I do everything for myself?? I love to do something for people.I guess you know that my friend. Also I like those people you like to help others.
উত্তরমুছুন