মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

কবিতার খাতা থেকে

"...মুহূর্তে বুঝলেম এই সাঁওতাল পরগনার নির্জন কোণে
আমি অসহ্য অতিরিক্ত, ধরবে না কোথাও।
তখনি চলে যেতেম, কিন্তু বাকি আছে একটি কাজ।
আর দিন-কয়েকেই ক্যামেলিয়া ফুটবে,
পাঠিয়ে দিয়ে তবে ছুটি।..."
কবিতার নাম 'ক্যামেলিয়া', লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটির প্রথম দুটি লাইন আমার বিশেষ পছন্দেরঃ
'নাম তার কমলা,
দেখেছি তার খাতার উপরে লেখা।'
এছাড়াও,
'থাক্‌ এই ভ্রমণবৃত্তান্ত,
বাদ দেওয়া যাক আরো মাস কয়েকের তুচ্ছতা।'
অথবা,
'একদিন দেখি নদীর ধারে বালির উপর চড়িভাতি করছে এরা।
ইচ্ছে হল গিয়ে বলি, আমাকে দরকার কি নেই কিছুতেই।
আমি পারি জল তুলে আনতে নদী থেকে --
পারি বন থেকে কাঠ আনতে কেটে,
আর, তা ছাড়া কাছাকাছি জঙ্গলের মধ্যে
একটা ভদ্রগোছের ভালুকও কি মেলে না।'
কিংবা,
"বাইরে থেকে মিষ্টিসুরে আওয়াজ এল, ‘বাবু, ডেকেচিস কেনে।'"
By 
 Redwan RiDon

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন