একটা ব্যাকডেটেড মেয়ে দরকার...যে ভালোবাসি বলার আগে তিনবার হোঁচট খাবে। ফেসবুকে স্ট্যাটাস দেয়ার চেয়ে চিঠিতে যে স্বপ্ন আঁকতে ভালোবাসবে। ভালোবাসার সস্তা বিজ্ঞাপন করা যার ভীষণ অপছন্দ। তাঁর প্রেমিকটি না হয় সারা পৃথিবী থেকে লুকিয়ে থাকুক।অভিজাত রেস্তোরা তার কাছে হবে অস্বস্তির আড্ডাখানা কিন্তু বকুলতলায় গেলে মুখে খই ফুটবে তাঁর। চুমু খেতে চাইলে যে লজ্জায় অবনত শিঁরে দাঁড়িয়ে থাকবে কিন্তু রাস্তা পেরোবার সময় যে ভয়ে প্রেমিকের হাত খাঁমচে ধরে ভালোবাসার তীব্রতা বুঝিয়ে দেবে।চটপট আধুনিকাদের ভিড়ে যে হবে বড্ড সেঁকেলে। প্রেমিকের জন্মদিনের অপেক্ষায় যে রুমালে ছবি আঁকবে। প্রেমিকের দেয়া দামি উপহারটি হাতে নিয়ে নিজেকে বারবার প্রশ্ন করবে, আমি আসলে এটা দিয়ে করবোটা কি?যে শুধু জানে, তাঁর প্রেমিক শুধুই তাঁর।অতি ভালোবাসায় সে যখন ছোট্ট একটা ভুল করে ফেলবে, অপরাধীর দৃষ্টি নিয়ে তখন দু'চোখে প্লাবন আনবে সে। সেই বর্ষায় তাঁর প্রেমিকের বিরক্তি গলে পানি হয়ে যাবে।বেঁচে থাকুক সেইসব ভালোবাসাগুলো
.....
....
.....
Collected grin emoticon
.....
....
.....
Collected grin emoticon
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন